![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপু ভাইয়ারা মোবাইল হারিয়ে আমি আজ পাথর। এখন ভাবটেসি দামি কিনবোনা কমদামি কি ভালো সেট আসে কেু কি বলতে পারেন? আমি আবার মোবাইলে নেট ইউজ করি। বাজেট ৪/৫ হাজার তবে ৬হাজার হইলেও চলে। জানিনা পুরান মোবাইলটার শোক কবে ভুলতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আর প্লিয পরামর্শ দিতে ভুলবেননা।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
আদার ব্যাপারি বলেছেন: আমার মনে হয় কমদামি ফোন কিনলে নকিয়া কিনতে পারেন। nokia-112 কিনতে পারেন।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬
এডওয়ার্ড মায়া বলেছেন: old is gold. Nokia ১১০০ কিনিয়া ফালা।হেবি কাম করে।ফেবু দেখলাম গাছের ডাল দিয়া ক্রীন টাচ করে।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
শিক কাবাব বলেছেন:
আপনের মোবাইল গেছে !
হি হি হি ...।
ঢাকা শহরের বিভিন্ন মার্কেটে ঈদের বাজার। পকেট ভর্তি টাকা। কিন্তু ১টা ঘষা পয়সাও পকেট মার হয় নাই। ২ ঘন্টা ঘুরাঘুরি করার পর, সমস্ত টাকা নিয়া ফিরা আইছি। ক্রেডিট কার্ড না, ক্যাশ টাকা। জাষ্ট বুদ্ধির জোরে। আরে নাহ। পকেট সেলাই করা না। চাহিবা মাত্র টাকা দিতে পারিবো।
আবারো একটু হাইস্যা লই আপনের মোবাইল গেছের উপলক্ষে।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
ভরযুক্ত অপদার্থ বলেছেন: symphony ft 04 kinte paren, 3000 TK MAY BE
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
ইথান মাহমুদ বলেছেন: গতকাল আপনি আপনার মোবাইল হারানো কথা বললেন, শুনে খারাপ লাগলো। তো এতে আমার, অন্য ব্লগারদের কি করার আছে !
আজ আবার পোষ্ট করলেন কি মোবাইল কিনবেন এত......টাকার মধ্যে।
আজব,আরে ভাই আপনার কি সাধারণ জ্ঞানটুকু নাই একটা মোবাইল কিনার জন্য??
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
শার্লক বলেছেন: নোকিয়া কিনতে পারেন। আর এইবার একটা শিকল পরাবেন তারপর সেটটা ডেস্কে রাখবেন।