![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের আমরা সব মানুষই,বিশেষ করে সব মুসলিমরাই কি আমাদের নিরীহ শান্তি প্রিয় প্রতিবেশী হিন্দুদের উপর জুলুম নির্যাতন করছি???????????????????????????????????????????
আমাদের দেশে কি প্রশাসন বা সরকার বলতে কিছুই নেই নেই??????????????????????????????
আমরা কি স্বাধীন দেশ,নাকি ভারতের অঙ্গরাজ্য?
যদি সরকার এবং প্রশাসন থেকে থাকে,যদি আমরা স্বাধীন দেশের সার্বভূম নাগরিক হয়ে থাকি,তাহলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)আমাদেরই নিরীহ সংখ্যালঘু বন্ধুদের উপর,বিশেষত আমাদের হিন্দু ভাই-বোনদের সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদের নামে ও গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি জানানোর নামে ঢাকা অভিমুখে লংমার্চ করার পরিকল্পনা করার দুঃসাহস দেখায়? মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখছি!!!!!!!!!!!!!!!!!!!!! শালা জানোয়ার জামাত-শিবিবের খালাতো ভাই ভারতীয় বিজেপির শুয়ারের বাচ্চারা,মরলে সেখানেই মর,আমার দেশে কেন????
২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯
জাহাজ ব্যাপারী বলেছেন: বিজেপি, সুমন ও আরো অনেকে সীমানা চেনে না, সীমানা মানে না।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫২
শয়ন কুমার বলেছেন: বিজেপি কর্তৃক ঢাকায় এসে বাল ফেলানোর জন্য আসার ঘটনায় মহারাষ্ট্র ভারতে কয়েকটি নাটক মঞ্চস্থ হইবে। প্রথমতঃ রাজপথে কংগ্রেস সরকার কর্তৃক আদিষ্ট হয়ে ভারতীয় পুলিশের কাছে পুটু মারা খাবে বিজেপি। কারণটা খুবই স্পষ্ট। মাথায় ঘিলু আছে এমন কোন স্বাধীন দেশের সরকার বিরোধিদলের এই টাইপের বালছিড়া কর্মকাণ্ডে সমর্থন তো দিবেই না বরং উল্টো বিরোধিদলকে থামানোর চেষ্টা করবে,যাতে আন্তর্জাতিক মহলের থু থু গায়ে এসে না লাগে। তখন বিজেপি মায়াকান্না করিয়া ভারতীয় জনগণকে ডাকিয়া কহিবে- "দেখো হে,বাংলাদেশে আমাদের জাত ভাই হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে।আমরা প্রতিবাদ করতে নেমেছি বলে সরকার আমাদের পুটুটা মেরে দিলো।" তারপর হয়তো বাংলাদেশ হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ভাংচুর ও লুটপাটের ছবি সমৃদ্ধ পোস্টারে চারিদিকে ছেয়ে যাবে। চট করেই খেপে যাবে হিন্দুস্তানের হিন্দুরা।আরে,তাই তো? আমাদের হিন্দু ভাইলোগ বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছে,বিজেপি এর প্রতিবাদ করেছে বলে কংগ্রেস সরকার তাদের মেরেছে।এরপরে শালা কংগ্রেস রে আর ভোটই দিবো না।
ভোটের রাজনীতিতে ধর্ম একটি উত্তম ধনাত্মক প্রভাবক হিসেবে এভাবেই ব্যবহৃত হচ্ছে যুগ যুগ ধরে। ;-) বিজেপি হচ্ছে বৃহত্তর জামায়াতে ইসলামের সেই হিন্দুস্তান শাখা,যারা ধর্মকে জামায়াতের মতোই বেঁচে খায়। গুজরাটের রায়ট বাঁধিয়ে তারাই হত্যা করেছিলো হাজার হাজার মুসলমানকে।
(( কৃতজ্ঞতাঃ-Abu Sayeed Nur Ahmed - https://www.facebook.com/Sayeedphenom ))