![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..........................................................................................গতকাল ২১ মার্চ ছিল আমার ভাই সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যাপক হারুন-অর-রশিদের তৃতীয় শাহাদাত বার্ষিকী। অনেকেই ভুলে গেছেন। কিন্তু আমি ভুলিনি। সেই ২০১০ সালের ২১ শে মার্চ সিলেট শহরে দিনে দুপুরে তাঁকে হত্যা করা হয়েছিল। তাঁর অপরাধ ছিল পিতা হিসাবে তিনি অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। পারিবারিকভাবে আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। আজ কোন রাখঢাক না রেখেই বলছি। মাঝে মাঝে না আমারও মনে হয়, প্রিয় হারুন ভাইয়ের হত্যার খুনিদের মারতে আমিও হয়ে যায় পার্টটাইম দালাল। দরকার হলে হয়ে যায় ১৯৭১ সালের পরাজিত পাকিস্তানিদের দালাল,দরকার হলে হয়ে যাই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমার পাশে এসে দাঁড়ানো মহান ভারত,কিন্তু পরে আগ্রাসী শক্তিশালী প্রতিবেশী সেই ভারতের দালাল। এমনকি বিবেককে বন্ধক রেখেও আমার মন চাই সেই অতিপরাক্রমশালী নব্য সাম্রাজ্যবাদী চীন কিংবা সেই আগের ইউরোপ-আমেরিকার দালাল হত। কিন্তু রাতভর চিন্তা করেও আমি কেন যেন একদমই পারি না। তাহলে আমি কি আসলেই খুব খারাপ খেলোয়াড়,নাকি আমি আসলে খেলতেই জানি না????????????????????????????????????????????????????????????????????????????
ফেসবুকে আমার বন্ধু হতে এখানে ক্লিক করুন
©somewhere in net ltd.