![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুরা,কে কেমনভাবে বাঙালীর প্রাণের প্রিয় নববর্ষ উদযাপন করলেন? আমি আমার নিজের মত করেই পার করে দিলাম সারাটা দিন। জীবনে ঘটে যাওয়া কিছু অতিতের কারনে কোন আনন্দ উৎসবেই আমি আসলে সেভাবে অংশগ্রহণ করতে পারি না একদমই। তবে হতশা ফেলে আজ আমার প্রিয় বন্ধুদের জন্য একটা সুখবর দিচ্ছি। অবশেষে আমি নিজেই সাহস করে একটি অনলাইন পত্রিকা বের করছি। নামটিও অনেকটাই চূড়ান্ত। ওয়েব সাইট প্রকাশের পর থেকে তিনমাস অপরাধবিষয়ক নতুন এই পত্রিকাটি পরীক্ষামূলকভাবে চলবে। আগামী সপ্তাহেই দেশের বাংলা পত্রিকাগুলোতে বিজ্ঞাপন যাচ্ছে। যারা শুধু পেশা হিসাবে না,নেশা হিসাবেও সাহসী সাংবাদিকতা করতে চাচ্ছেন,কিন্তু শুরুটাই করতে পারছেন না,তাঁরা দয়া করে যোগাযোগ করতে পারেন। তবে যারা সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে চাঁদাবাজি কিংবা ভিক্ষা করতে চাইছেন,প্লীজ,এই অনলাইন পত্রিকাটি আপনাদের জন্য না। কারন আমি এবং আমার হবু সহকর্মীরা কাজ করবো অনেকটাই ভারতীয় প্রখ্যাত সাংবাদিক মিঃ তরুণ জে তাজপলের সাড়া জাগানো তেহেলকা ডটকম এবং কারাবন্দি বীর জুলিয়ান অ্যাসাঞ্জের হৈচৈ ফেলে দেওয়া সাইট উইকিলিকসের মত করে। যদিও আমাদের টার্গেট কিন্তু আরেকটু বেশি এবং একটি ভিন্নধরনেরও। কাউকেই ছাড় দিবো না,কাউকেই না,কথা দিচ্ছি দেশে বিদেশে থাকা আমার জানা-অজানা সব শুভাকাঙ্ক্ষীদের। তাহলে শুরু হোক সাহসী পথ চলা।
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪
রাজপুরুষ বলেছেন:
পাশে আছি
পাশে থাকবো।
এগিয়ে যান..
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩
অগ্নি সারথি বলেছেন: [email protected]
৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫
সোহাগ সকাল বলেছেন: আপনার নিউজ সাইটের নাম কি?
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪
রিফাত হোসেন বলেছেন: সাংঘাতিক"