![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুলো রানার মা মারা গেছে!!! তাইলে তো............।
আল্লাহ্র ম্যার দুনিয়ার বের- এতদিন এটাই হুনতাম। কিন্তু একাধিক প্রত্যক্ষদর্শীসূত্র আমার কাছে স্বীকার করেছে যে,সাভারের কুলো রানা তাঁর বিল্ডিং ধসের সময়ও সেখানেই ছিলো এবং আহত হয়ে সেখান থেকে সবার সামনেই নিরাপদে পালিয়েছে। রানার বা তাঁর বাপ কুলো খালেকের পাপের কারনে এতগুলো নিরীহ গরীব লোক মইরা গেল,কিন্তু এই শালাদের কিছুই অইলো না!!!!!
তবে আজ যখন শুনলাম যে,কুলো রানার মা নাকি মারা গেছে। এখন মনে হচ্ছে যে, খোদার লীলা-খেলা বান্দার পক্ষে কিছুতেই বুঝা সম্ভব না।
আরেকটা কথা বলি- রানাকে গ্রেপ্তারের নাটক এবং এই গণহত্যা নিয়ে ফন্দি-ফিকির বন্ধ করেন,পাবলিক খেপলে কিন্তু কুলো রানা কিংবা তাঁর বাপ কুলো খালেকের কাছ থেকে সুবিধা ভোগকারীদের গায়ে আগুন ধরিয়ে একদম জাহান্নামে পাঠাইয়া দিবে।
সুতারাং হুঁশিয়ার এবং সময় থাকতে ভালো হইয়া যান.........................................................!!! তাইলে তো............।
ফেসবুকে পেতে
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩
লতাদেশী বলেছেন: ুঁই
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
আপনি ইনসেন!!! যাই হোক। আল্লাহ এমন কুসন্তান যাতে আর কাউকে না দেন, উনাকে ক্ষমা করুন এবং শান্তিতে রাখুন উনার আত্মাকে।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
দুরন্ত সাহসী বলেছেন: আমরা কি সবাই রানা হয়ে গেলাম নাকি?
এইটা কি হলো?
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৭
িনষ্ঠুর বলেছেন: স্টুপিড, মা এর কোনো দোষ থাকে না । কুলাংগার সন্তান কে গালি দেন
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪
লতাদেশী বলেছেন: কি?
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
চোরাবালি- বলেছেন: আহত অবস্থায় বেসমেন্ট থেকে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় তার পর থেকে উধাও
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: রানা শয়তানটার মা কি দোষ করছে? স্টুপিড !