![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংশোধনীঃ আমজনতার মাধ্যমে মোহাম্মদ তারিক পাপ্পু এবং তার ক্রিকেট দল ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন- কথাটা অগ্রিম হয়ে গিয়েছিল?????? আসলে তিনি সেটা জানিয়ে আমাকে মেইল করেছেন এবং সেই টাকা আমাকে নগদ নিয়ে আসতে বলেছেন। আমি আমজনতার বন্ধুদের কথা বলেছি,কিন্তু সে আমার হাতেই দিতে চেয়েছিলেন। তাই আমি তাকে বলেছি ঠিক আছে,টাকা সরাসরি রেহানের হাতেই দরকার হয় দিয়েন আমজনতাকে সাথে নিয়ে।দেখা যাক,তবে কেউ না দিলে দরকার হয় এই পাগলেই ৩০,০০০/- টাকা রেহানকে দিবে।
যারা সাভারের গণহত্যায় লুটেরা মিডিয়ার ফোকাসের বাইরে পরা মা এবং বাবা দুই জনকে হারানো সাত মাসের এতিম ছেলে,আমাদের কমরেড রেহানকে ভালোবাসে দূর থেকেই,তাঁরা সবাই,সবাই আজ শাহবাগে ছবির হাটে আসবেন নিশ্চয়? তবে যারা আসতে পারবেন না,তাঁরাও নিশ্চয় এতিম রেহানের জন্য কিছু করবেন। কারন আমরা মানুষ তো,অ-মানুষ না!
আমজনতা বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক,এই আশীর্বাদই করি। তোমরাই সত্যিকারের কমরেড,আগামী দিনের কমরেড রেহানদের জন্য যারা কাজ করছো। মিজান পাগলের পক্ষ থেকে রেহানের জন্য যারা কাজ করছেন তাঁদেরকে লাল সালাম। আমি রেহানদের জন্য আলোকিত দিনের অপেক্ষায়।
আল্লাহ্ চাইলে মহাসেন মহাআবাল সেনও হয়ে যেতে পারে,তাই না?সংশোধনীঃ আমজনতার মাধ্যমে মোহাম্মদ তারিক পাপ্পু এবং তার ক্রিকেট দল ত্রিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন- কথাটা অগ্রিম হয়ে গিয়েছিল?????? আসলে তিনি সেটা জানিয়ে আমাকে মেইল করেছেন এবং সেই টাকা আমাকে নগদ নিয়ে আসতে বলেছেন। আমি আমজনতার বন্ধুদের কথা বলেছি,কিন্তু সে আমার হাতেই দিতে চেয়েছিলেন। তাই আমি তাকে বলেছি ঠিক আছে,টাকা সরাসরি রেহানের হাতেই দরকার হয় দিয়েন আমজনতাকে সাথে নিয়ে।দেখা যাক,তবে কেউ না দিলে দরকার হয় এই পাগলেই ৩০,০০০/- টাকা রেহানকে দিবে।
যারা সাভারের গণহত্যায় লুটেরা মিডিয়ার ফোকাসের বাইরে পরা মা এবং বাবা দুই জনকে হারানো সাত মাসের এতিম ছেলে,আমাদের কমরেড রেহানকে ভালোবাসে দূর থেকেই,তাঁরা সবাই,সবাই আজ শাহবাগে ছবির হাটে আসবেন নিশ্চয়? তবে যারা আসতে পারবেন না,তাঁরাও নিশ্চয় এতিম রেহানের জন্য কিছু করবেন। কারন আমরা মানুষ তো,অ-মানুষ না!
আমজনতা বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম নিক,এই আশীর্বাদই করি। তোমরাই সত্যিকারের কমরেড,আগামী দিনের কমরেড রেহানদের জন্য যারা কাজ করছো। মিজান পাগলের পক্ষ থেকে রেহানের জন্য যারা কাজ করছেন তাঁদেরকে লাল সালাম। আমি রেহানদের জন্য আলোকিত দিনের অপেক্ষায়।
১৬ ই মে, ২০১৩ রাত ৩:৫৪
লতাদেশী বলেছেন: এ নাম্বারে ফোন দিয়েন ০১৭১৩১৭১৩৮৫
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ রাত ৩:০১
সানফ্লাওয়ার বলেছেন: রেহানের খালার মোবাইল নাম্বারটা কি আমাকে দিবেন ভাইয়া? আমার খুব প্রয়োজন।