নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

নারী নিয়ে এক পাগলের কিছু না বলা ‘এক্সপেরিমেন্ট’

০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:৪২

আমরা আমজনতা,আমরা ১১ বছর বয়সী একটি কন্যা শিশুকে জোরপূর্বক ধর্মান্তর এবং ৫৫ দিন আটকে রেখে ধর্ষণ এর জন্য দায়ী কাপুরুষদের এবং তাঁদের আশ্রয়দাতাদের গণ-ফাসি ফাঁসি না,গণ-ক্রসফায়ারও না,সরাসরি গণগুমই চাই। জানি কেউ কেউ পাগলামি,আবার কেউ কেউ অতি-বাড়াবাড়ি বলবেন

নারী ধর্ষণের ফাঁসি চাই,কিন্তু পুরুষ ধর্ষণের মুক্তি চাই

তবে সমান অধিকার হলে কি হবে তখন?

আসুন,আমরা নারীদেরও কমপক্ষে এক হালি করে স্বামী রাখার সপক্ষে গণআন্দোলন গড়ে তুলি দেরি না করে!

নারী নিয়ে ‘এক্সপেরিমেন্ট’ আর না! নারী প্রেমের অভিজ্ঞতাও আপাতত আর দরকার নেই! যারা ছেলেদের সাথে ‘ফান’ করে,তাঁদেরকে শুধু মহিলা বলা যাবে না,আরও বেশি কিছু............। নারী-পুরুষের সমান অধিকার না!

আসুন,এখন থেকেই আমাদের তথাকথিত সুপুরুষের মতো সুনারীদেরও কমপক্ষে এক হালি করে স্বামী রাখার সপক্ষে গণআন্দোলন গড়ে তুলি! নইলে কিন্তু প্রগতিশীল সার্টিফিকেট পাবেন না আপনি! বিরোধিতা করলে কিন্তু খবর আছে কইলাম! মনে রাখবেন,আমাদের দেশে অনেক জ্ঞানী-গুণী,সুন্দরী নারী নেত্রীরা কিন্তু না খেয়ে জেগে আছে অনেকদিন ধরে। তাই বেশি বাড়াবাড়ি করলে তাঁরা সব সুপুরুষ-কাপুরুষদেরই গণফাঁসী চাইবে। দরকার হলে জাতিসংঘের হস্তক্ষেপ চাইবেন,কিন্তু আল্লাহ্‌র কোরানের কথা মানবেন না।

ছিঃ! তোমরা এত খারাপ! এতো অপূর্ণতা পাষাণী মন তোমাদের!

আমাকে নারী বিদ্বেষী তকমা লাগাতে চাইলে লাগাও। কিন্তু জীবনে কিছু বাস্তব ঘটনা আমাকে এই ফাউ লেখাটি লিখতে সাহায্য করেছে। কেউ কেউ নাকি বলেন,এই ছিল এক পাগলের এক অন্য ধরনের এক্সপেরিমেন্ট।



(লেখাটা আমার বন্ধু তালিকায় থাকা সেই সব কু-নারীদের জন্য যারা বাবা আরহাম,হিন্দু জেলে পরিবারের ভাগিনা আদিত্য রাজবংশী কিংবা সাভারের রানা প্লাজায় গণহত্যার রেখে যাওয়া ফসল বন্ধু রিহানের জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কিছু করার প্রয়োজনই মনে করেননি,শুধু তাঁদের জন্য প্রযোজ্য হবে। বাকি নারীরা আগের মতোই আমার আত্মার পরম আত্মীয়। কেউ কেউ হয়তো হারানো পথের বিশ্বস্ত সাথী হবে। কারন আমার নিস্পাপ আম্মাও একজন নারী, কমরেড প্রীতিলতারাও শুধু নারীই না,এই পাগলের কাছে সুনারীও বটে।)



জয় প্রেসিডেন্ট রিহান

জয় আমজনতা

জয় মানবতা





পাগলের কাছে যাবে,তাহলে দেরি কেন



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৪:২০

কাজী মামুনহোসেন বলেছেন: কি আর বলব ?
আজ সারাদিন এরকম, অনেক পাগল দেখলাম। :-<

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.