নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

রাণা প্লাজার গণহত্যার জীবন্ত সাক্ষি এতিম রিহান শেখ এবং আমি এক পাগল

১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৫২

কমরেড মুজিবকে আমার রাজনীতিক পীর মেনেও বলা যায় বাকশাল ভালো ছিল,কিন্তু সংবাদপত্র বন্ধ না করলেও চলতো। যদিও আমার জন্ম হয়েছে তার অনেক পর,তারপরেও অনুমান করতে পারি তৎকালীন সময়ে আমাদের গণমাধ্যম আজকের মতো এত দেউলিয়া ছিল না নিশ্চয়।



তাই আজকের এই হুলুদ সাংবাদিকতার কারনেই সাহসী সাংবাদিকতা নিয়ে আসছে অল ক্রাইমস ডট টিভি। আপনারা অল ক্রাইমস ডট টিভির সাথে থাকবেন তো?



নিচের বিজ্ঞাপনে একটা ভুল আছে। কিন্তু গ্রাফিক ডিজাইন যে ছোট ভাইটি করেছে,সে না থাকায় আপাতত ভুলটাই আপনাদের কাছে তুলে দিলাম। ক্ষমা প্রার্থী,হে প্রিয় কমরেডগণ।



যে কেউ আমাদের সাথে কাজ করতে চাইলে দয়া করে একটু আওয়াজ দিয়েন



(অল ক্রাইমস ডট টিভি তার আয়ের একটা নির্দিষ্ট পরিমান অংশ সাভারের রাণা প্লাজার গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে এবং আমাদের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার কাজে খরচ করা হবে। তাছাড়া আমার সাথে সাথে আমার এতিম বাবা আব্রার আরহাম বিন হারুন এবং রানা প্লাজার এতিম ভাই,মানে আমাদের আমজনতার রিহান শেখও অল ক্রাইমস ডট টিভির আয়ের কিছু ভাগ পাবে। বাবা দিবসে আমার বাবা আরহাম আমাকে বলেছে সে তাঁর টাকা মানুষের কল্যাণের জন্য দান করে দিবে। তাঁর পিতার নামে শহীদ অধ্যাপক হারুন সংসদ এভাবেই এগিয়ে যাবে। রাণা প্লাজার গণহত্যার জীবন্ত সাক্ষি এতিম রিহান শেখও মনে হয় তাঁর গার্মেন্টস শ্রমিক বাবা-মায়ের নামে ভালো কিছু করবে। সাহিনার ছেলে রবিনকেও দেখতে গিয়েছিলাম। এতিম বন্ধু রবিন আমাকে বলেছে আবার এসো। আমি তাঁর মায়ের কথা জিজ্ঞাস করতে পারলাম না)





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬

Cronus Alcinous বলেছেন: আপনি সঠিকভাবে নোট করেছেন যে, সেই সময়ে মিডিয়া এখনকার তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং https://mapsdirections.io/mapquest-directions সফল ছিল। সাংবাদিকতার মান এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.