![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ইতিহাসে যে দলটির পেচনে সারাক্ষণ ভাগ্য ছুটে বেড়ায় তার নাম ( বি,এন,পি) ১৯৭৮ সালে প্রতিষ্টিত হবার পর দলটি এইপর্যন্ত চার চার বার ক্ষমতায় যাবার সুযোগ পেয়েছে।
১৯৭৮ হতে ১৯৮২ প্রথম।
১৯৯১ হতে ১৯৯৬ দ্বিতীয়।
১৯৯৬ এর ১৫ ই ফেব্রুয়ারী ( ক্ষণস্থায়ী) তৃতীয়।
২০০১ হতে ২০০৬ চর্থুত।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশী সময় যে দলটি ক্ষমতায় ছিল তার নাম ( বি,এন,পি।
বি,এন,পি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সময় যাবৎ ক্ষমতায় থাকলেও তারা জনগনের প্রত্যাশা ও আশার চাহিদা মত দেশে উন্নয়ন করতেপারেনি। বি,এন,পির তার শাসন ইতিহাসে বাংলাদেশের জন্য উল্লেখ যোগ্য কিছুই করতে পারেনি।
কথায় আছে ক্ষুধার জন্য খাওয়া, টিক বি,এন,পিও সেই রকম একটি দল, যাষ্ট রাষ্ট্র পরিচালনা জন্য ক্ষমতায় যাওয়া। ব্যাস এতটুকু।
একটি দেশ উন্নয়নের মুল চাবিকাঠি হলো বিদ্যুত। কিন্তু বি,এন,পি ২০০১ হতে ২০০৬ পর্যন্ত বিদ্যুতের কি হাল করেছে তার একটি ছোট্ট সমীকরণ দেখুন।
২০০৯ সালের ৬ জানুয়ারি মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের দিন দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল মাত্র তিন হাজার ২৬৮ মেগাওয়াট, ২০ জুলাই ২০১৩ তারিখে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৬৭৫ মেগাওয়াটে। মোট বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটি এই সাড়ে চার বছরে চার হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বেড়ে আট হাজার ৫৩৭ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
আরো সহজ ও পরিষ্কার চিত্রটি দেখুন।
আওয়ামীলীগ ক্ষমতা নেবার সময়।
২০০৯ সালে বিদ্যুত উৎপাদন = ৩২৬৮ মেগাওয়াট।
২০১৩ সালে ২০ শে জুলাই বিদ্যুত উৎপাদন। = ৬৬৭৫ মেগাওয়াট।
আওয়ামীলীগ বর্তমান আমলে মাত্র চার বছরে মোট বিদ্যুত উৎপাদন বেড়েছে। ৮৯৪২ মেগাওয়াট।
যে বি,এন,পি জামাত গত ২০০১ হতে ২০০৬ পর্যন্ত এক ফোটা বাড়তি বিদ্যুত উপাদন করতে পারেনি। আগামীতে ক্ষমতায় গিয়ে তারা কি করতে পারবে? প্রশ্ন রইল।
বি,এন,পির ও খালেদা জিয়ার কাছে একটি আকুল আবেদন যদি বিদ্যুত দিতে না পারেন অন্তত প্রতিটি ঘরে ঘরে একটি করে চেরাগ বা মোম বাতি দিয়েন। তারপরও অন্তত কিছুটা সন্তুষ্ট থাকবে দেশের মানুষ।
২| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
বলাক০৪ বলেছেন: হাসিনার ফুটন্ত কড়াই থেকে আমরা তারেক জিয়ার জ্বলন্ত আগুনে ঝাঁপ দেব.
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩
ইকরাম বাপ্পী বলেছেন: Apnar kotha manchi. Kintu amar mone ei duta dol chara e valo hoto othoba duta doler advisor ekjn k rakhle valo hoto.