নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

শেখ মুজিব যুদ্ধ করেনি। তিনি তো জেলে ছিলেন। - কাজী জাফর আহম্মদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৬



আজ ৪/১২/২০১৩ বাংলাদেশ সময় রাত ১ টায় প্রচারিত চ্যানেল আই আনুষ্টানের তৃতীয় মাত্র অনুষ্টনে উপস্থিত ছিলেন জাতীয় পাটির বির্তকিত ও বহিষ্কৃত নেতা কাজী জাফর আহম্মদ। কাজী জাফর আহম্মদের বক্তব্য শুনে মনে হলো তিনি তার নিজস্ব কোন রাজনৈতিক স্বকীয়তা বা আদর্শ নিয়ে কথা বলতে আসেনি টিভি টকশোতে, তিনি মুলত এসেছেন জামাত শিবির ও বি,এন,পির প্রতিনিধিত্ব করতে। কাজী জাফর তার বক্তব্যের দিয়ে তিনি প্রমাণ করলেন মুক্তি যোদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা বিরুধী ও পাকিস্তানী প্রেমী দের শেষ ঠিকানা ও নিরাপদ আশ্রয় স্থল জাতীয়তাবাদী দল।



কাজী জাফর তার কথাবার্তা শুনে মনে হয়নি তিনি আসলে সত্তিকার ভাবে মানষিক ভাবে অসুস্থ, অদ্ভুদ আর আশ্চর্য হলাম তার বি,এন,পি ও জামাত শিবিরের নাশকতার পক্ষে যুক্তি উপস্থাপন দুর্বল ষ্টাইল দেখে।



প্রায় ৫০% এর উপর প্রাপ্ত ভোটে ২৬৪ টি আসনে নিয়ে জয়ী জনগণের বৈধ ও আইনী সরকারের বিরুদ্ধে তিনি বিষাধাগার করলেন কিন্তু একটি অবৈধ সস্ত্রাসী গোষ্টী উগ্রমৌলবাদী, র্ধম অন্ধ পাকিস্তানী এজান্দাদের সমর্তন করে তাদের গুণগানে মুগ্ধতার ঝিলিক ছড়িছেন অকপটে, অবাক হলাম এই বুঝি আমাদরে রাজনৈতিক ব্যক্তিদের নৈতিকতা আর আদর্শ।



সবচেয়ে অবাক আর অদ্ভুদ মন্তব্যটি করে তিনি নিজেকে বন্ধ পাগল বলে প্রমাণ করেছেন , সেটি হল।



জাতির জনক, বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান নাকি যুদ্ধ করেনি, তিনি আরো উল্লেখ করেন তিনি তো পাকিস্তানী সেনা কর্তৃক পাস্তিানে জেলে বন্ধী ছিলেন,



অদ্ভদ আর্শ্চয জ্ঞানের বাহার কাজী জাফরের , তিনি নাকি এক সময় প্রধান মন্ত্রীও ছিলেন।



কাজী জাফরের কাছে প্রশ্ন রেখে গেলাম ( যদিও আমার এই লেখাটি তার নজর পর্যন্ত পৌছাবে না)



১৯৭১ সালে ৭ কোটি মানুষকে গ্রাফতার না করে বঙ্গন্ধুকে কেন গ্রাফতার করলেন।?

সোজা কথা আর খুবই স্বচ্চ পানির মত পরিষ্কার ।

পশ্চিম পাকিস্তানীদের চোখে পাকিস্তানের ভাঙ্গার একমাত্র শত্রু হিসাবে গণ্য করেছেন এই বঙ্গবন্ধুকে, সাধারণত শত্রপক্ষের টাগের্ট থাকে প্রধান শত্রুকে, আর পাস্তিনীদের চোখে শত্রু ছিল বঙ্গবন্ধু, তায় তাকে গ্রাফতার করেছে।



বঙ্গন্ধু যদি গ্রাফতার নাও হতেন তিনি বন্ধুক নিয়ে, রাস্তায় মাঠে, যুদ্ধে ক্ষ্রেত্রে যুদ্ধ করতে না , কারণ সর্বোচ্চ নেতারা যুদ্ধের মুল ক্ষেত্র তৈরী করে আর দিক নিদের্শনা আর নেতৃীত্ব দেন।



বোকা বেকুপ গর্দব বন্ধপাগল আহম্মকের কাছে আরো একটি প্রশ্ন।

বর্তমান চলমান বি,এন,পির আন্দোলনে কখনো কোথায় কি দেখেছেন খালেদা জিযাকে রাস্তায় পিকেটিং করতে, রাস্তায় গাড়ী ভাংতে, মিছিল করতে। উত্তার না।



কারণ সর্বোচ্চ নেতা নেত্রীরা কখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে লিপ্ত হয়না, কারণ ড্রাইভার গাড়ীর ষ্টিয়ারীং ধরে নিদের্শনা দেন মত্র, আর মুলগাড়ীটা চালায় চাকা, পোট্রাল, ইঞ্চীন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০২

দিশার বলেছেন: চিনি জাফর এর মত আবাল দের কাছ থেকে আর কি আশা করেছিলেন? জামাতি কুত্তা রা এটাও বলে, বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই . হাহাহা

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৫

দূর আকাশের নীল তারা বলেছেন: জেনারেল ওসমানীও যুদ্ধ করেন নি, কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন; আর ওসমানীর নেতা ছিলেন মুজিব।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৩

পাঠক১৯৭১ বলেছেন: শিম্পানজী শেখ সাহেবের বিরুদ্ধে কথা বলছে? তাকে কলা দেয়া হোক!

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৮

দিশার বলেছেন: চিনি জাফর, লুচ্চা এরশাদ রে দল থেকে বহিষ্কার করসে, আর লুচ্চা এরশাদ , চিনি জাফর রে দল থেকে বহিস্কার করসে। হালার পুত আবার হাসপাতাল থেকে টক শ তে যায়ে কিসু টাকা কমায়ে আবার হাসপাতালে এসে অসুস্থতার ভেক ধরে শুয়ে থাকে। পুরাই কেলাস একটা।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

অগ্নি সারথি বলেছেন: আবাল হালা।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
দক্ষিন আফ্রিকার মুক্তিকামি নেতা নেলসন মেন্ডেলা তো আন্দলনের পুরো মেয়াদ ৩০ বছরই জেলে ছিলেন।
এরপর মুক্ত দেশে তিনি মুক্তিকামি প্রধান যোদ্ধা। ১ নং নেতা। বিশ্ব নেতা।

কারন ঐ দেশে তো দুধ কলা দিয়ে রাজাকার পালা হয় নি।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

অবুঝ পাঠক বলেছেন: hahahah ... Ei rajniti bid der kotha bartay opor pokkher camca der lafalafi dekhe mojai lage .... Hahahaha

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

নিজাম বলেছেন: পাগলে কী না কয় !!!!!!

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

পৃথিবীর আলো বলেছেন: "১৯৯৭ সালে ৭ কোটি মানুষকে গ্রাফতার না করে বঙ্গন্ধুকে কেন গ্রাফতার করলেন।?"

পোস্ট দেয়ার আগে একবার চেক করে না নিলে ওদের মত বিতর্কিত হয়ে পড়বেন ভাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭

লাতি বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

আঁধার রাত বলেছেন: 2010 সালে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল। ঐ দলে সাকিব আল হাসান ছিল না। কথাটা কি মিথ্যা? তিনি ইন্জুরীতে ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.