![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিটা খুব ভাল করে দেখুন। রিক্সায় একটি যুবতী মেয়ে, একা রিক্সায় চড়ে কোথাও যাচ্ছে, মেয়েটি পড়নে সাদা এপ্রোন, দেখে মনে হচ্ছে কোন মেডিকেল কলেজর বা অন্য যে কোন কলেজের ষ্টুডেন্ট।
এই একা মেয়েটির পরিচয় নাম ঠিকানা কিছুই জানিনা, হয়তো কারো বোন, হয়তো করো মেয়ে।
তার রাজনৈতিক কোন পরিচয়ও জানিনা, হয়তো আওয়ামীলীগ, হয়তো বি,এন,পি , হয়তো জাতীয়পাটি, হয়তো কোন রাজনৈতিক দলের নয়।
ছবিতে দেখে মনে হচ্ছে মেয়েটি কোন স্কুল কলেজে বা কোন কোচিং সেন্টারে যাচ্ছে। রিক্সায় চলন্ত অবস্থায় একটি কুত্তার বাচ্চা কুত্তা রিক্সাতে সিনেমা ষ্টাইলে মার্শাল আর্ট ফ্লাইং কিক দিচ্ছে ঐ অসহায় যুবতী মেয়েটির রিক্সায়। অসহায়ের মত তাকিয়ে আছে নিরুপায় রিক্সযাত্রী যুবতী মেয়েটি আর রিক্সওয়ালা।
ছবিটার দৃশ্য দেখে আমার মুখের ভাষাহারিয়ে ফেলেছি, কি দোষ ছিল এই রিক্সওয়ালা আর অসহায় মেয়েটির? জীবণে অনেক হরতাল আর অবরোধ দেখেছি , তাতে প্রচুর রিক্সা চলাচল করতো অবাধে। বিশেষ করে হেটে যাওয়া মানুষ ও রিক্সায় আগে কোন হরতাল বা আবরোধে আক্রমণ হয়নি বা আক্রমণ হতে দেখেনি।
এটাই হলো মানবতা, এটাই হলো নারীদের প্রতি সম্মান প্রদর্শন, এটাই হলো নারীদের মর্যদা, এটাই হলো জামাত শিবিরের ইসলামী আদর্শ ।
এর আগেও দেখেছি বি,এন,পি জামাত শিবিরের রিপ্নেস নেম হেফাজতের সমাবেশে নারী সাংবাদিকের উপর আফ্রিকান হয়েনার মত আক্রমণ। ও তেতুল হুজুরের নারী বিদ্বেষী ততুল বিষয়ক র্ফমুলা ।
এই ছবিটাই আবার প্রমাণ করলো জামাত শিবিরের ও হেফাজতের মূখে লালা ঝড়ে যুবতী মেয়ে দেখলে।
ছবিটি একটি অনলাইন পত্রিকা হতে নেওয়া হয়েছে, তার লিঙ্কল দেখুন।
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
লাতি বলেছেন: অবলা অসহায় একা নারীদের উপর আক্রমণ করে ( বাহাদুর) !!!!!!!!!
বাহাদুর নয় শালা একটি বাদুর
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
নতুন বলেছেন: এরা আমাদের দেশের রাজনিতির সূয` সন্তান.... এদের পালন করছে আমাদের বড় বড় নেতারা...
আমাদের মতামতকে এরা থোরাই কেয়ার করে...
গনতান্ত্রিক দেশের সকল ক্ষমতার উতস জনগন.... নেতাদের এইটা না বুঝাতে পারলে এইরকম আরো অনেক ছবিই আসবে...
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
লাতি বলেছেন: এরা আমাদের সুর্য সন্তান!!!!!!!!!!!
আমাদের নয় , বিশেষ একটি রাজনৈতিক গোষ্টীর,
ধন্যবাদ নতুন ভাই ।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
নতুন বলেছেন: এরা আমাদের দেশের রাজনিতির সূয` সন্তান....
সব দলের ই ক্যাডার আছে... সবাই অস্রদিয়ে সন্ত্রাসী পালন করে....
দেশের জন্য কেউই রাজনিতি করেনা রে ভাই... করলে আমাদের দেশের এমন অবস্হা হয়না..
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
লাতি বলেছেন: ক্যাডার আর সন্ত্রাসী সব দলে আছে এট ১০০% , কিন্তু এই অসহায় অবলা নারীর উপর এই ভাবে আক্রমণ করে কি পেলে। তার উপকার কি হলো, এটা সন্ত্রাসী নয়, এটা মেয়েদের প্রতি অবজ্ঞ আর নোংরামির চিহ্ন,
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২
মুদ্দাকির বলেছেন: ভবিষৎ নৌ-মন্ত্রী অথবা আইন প্রতি-মন্ত্রী , কুকুর গুলাকে এখনই ঘি খাওয়ানো উচিৎ।
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৭
সুমন কর বলেছেন: লং জাম্পে জয়ী হবার প্রস্তুতি!!!!!!!!!
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
মামুন রশিদ বলেছেন: জাশি কায়দা!
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮
সেলিম আনোয়ার বলেছেন: অসভ্যতা। ঘৃণিত কর্মকান্ড ।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪
পথহারা নাবিক বলেছেন: Click This Link
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২
রাজীব বলেছেন: সে, এই পিকিটারটি কি একবারও ভাবে যে পিকেটিং করতে যেয়ে যদি আহত হয় তাহলে হয়ত ঐ মেয়েটির মত কোন ডাক্তার বা মেডিকেল স্টুডেন্টই হয়ত তাকে চিকিৎসা দেবে।
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
জনাব মাহাবুব বলেছেন: নায়ক বটে।
চরম ষ্টাইলে লং জাম্প।
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: জাশি কায়দা!
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১
আরজু পনি বলেছেন:
কে এসব অন্যায়ের বিচার করবে ?
১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: জাশি কায়দা!
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: বাহাদুর বটে!