![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রামপালের কয়লা বিদ্যুত উৎপাদন প্লেন্ট করতে দেওয়া হবে না। কারণ এই রামপালের কয়লা ভিত্তিক বিদ্যুত উৎপাদন পরিবেশ নষ্ট করবে, সুন্দরবনের কাছে কাছি হওয়ায় সুন্দর বন ধ্বংস হয়ে যাবে।
আর এই পরিবেশবাদীদের সাথে কন্ঠসুর মিলিয়েছে রাজনৈতিকবাদী ও দুর্নীবাদীরাও। সরাসরি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন বি,এন,পি নেত্রী খালেদা জিয়া, আগামীতে যদি বি,এন,পি ক্ষমতায় যেতে পারে, সুন্দরবন বাচাঁতে রামপালের বৈদ্যুত উৎপাদ প্লান্টটি বাতিল করা হবে।
এই সব সুবিধাবাদী ও রাজনৈতিক আবেশে বশবর্তী পরিবেশবাদী ও সেইসব রাজনৈতিক দল ও নেত্রীর কাছে প্রশ্ন।
সুন্দরবনের পার্শ্বে রামপাল বিদ্যুত উৎপাদন কেন্দ্র হলে পরিবেশের ক্ষতি হবে। কিন্তু জামাত শিবির কর্তৃক রাস্তা অবরোধ করার জন্য যে ভাবে মাইলেরপর মাইল রাস্তার পার্শ্বে লক্ষ লক্ষ গাছ কাটা হচ্ছে কোথায় এখন সেই সব পরিবেশবাদীরা? এখন কি পরিবেশের ক্ষতি হবে না?
কোথায় এখন নুরুল কবির?
কোথায় এখন পিয়াস করিম?
কোথায় এখন মাহফুজ আনাম?
কেথায় এখন শাহদীন মালিক?
কেথায় এখন আসিফ নজরুল?
কোথায় এখন পরিবেশ রক্ষার জন্য সর্বোচ্চ আলোচিত ও অধ্যাপক আনু মুহাম্মদ?
যারা রামপালের বিদ্যুত কেন্দ্রের জন্য আওয়ামীলীগের চৌদ্দ গোষ্টীকে তুলোধুনো করতো টিভি টকশোতে। কোথায় এখন সেই সব বুদ্ধিজীবি ও পারিবেশবাদী ও রাজনৈতিক ব্যাক্তিগণ?
>এই সবগাছ শুধু আওযামীলীগে নয়।
>গাছ সাবর সম্পত্তি।
> গাছ কোন রাজনৈতিক দল সমর্তন করেনা।
> গাছ বি,এন,পি জামাত, আওয়ামীলীগ সবার জন্য সমান অক্সিজেন দেয়।
> গাছ হতে প্রাপ্ত ছায়া আর জ্বালানি সবাই ভোগ করে।
কেন এই সব গাছ কাটা হচ্ছে? এটা কি রকম রাজনৈতিক আন্দোলন? যারা এই ভাবে মাইলের পর মাইল গাছ কেটে পরিবেশকে ধ্বংস করতেছে, তাদের কাছে প্রশ্ন কে কয়টা গাছ রোপন করেছেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। এই রকম পাগলামী রাজনৈতিক আচারণ বন্ধ করুন।
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
লাতি বলেছেন: গাছ একটি উদ্ভিদ সম্পূর্ণ অনুভুতিহীন, তারা সবার জন্য সমান, এটি একটি আল্লাহর দান, জামাত শিবির যা করতেছে তা সত্তি খুবই লজ্জ জনক আর মারাত্বক গৃণ্য , এর বিচার একদিন হবে , শুধূ সময়ের অপেক্ষা।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯
েফরারী এই মনটা আমার বলেছেন: ১) বরং ইসলামী আদর্শের ভিত্তিতে আমরা সব রাজাকারদের বিচার চাই।
Click This Link
২) জামাতীরা জাহান্নামী ।
Click This Link
৩) কসাই কাদের মোল্লা কতটুকু ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলো ?
Click This Link
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
আল ইফরান বলেছেন: BAL এর লোকজন পারেও বলতে,
রামপাল প্লান্টের সাথে রাজাকার ছানাদের গাছ কাটার তুলনা।
এই শুইনা আমার ঘোড়ায় ও ভী হাছবো
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
লাতি বলেছেন: তা হলে এটা কাজ করুন দেশের সবগাছ কেটে উপড়ে ফেলুন, দেখুন আন্দোলন সফল করতে পারে না কিনা।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই কোথায় আম গাছ আর কোথায় গাব গাছ। কিসের সাথে কিসের তুলনা করছেন? মাথা ঠিক আছে তো?
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
লাতি বলেছেন: ভলোয় বলেছেন। কোথায় আম আছ আর কোথায় গাব গাছ,
জামাত শিবিরের কিছু করলে তা যায়েজ। হোক তা যে কোন অপরাধ, দেশদ্রোহী, তায়তো জামাত শিবিরের মত পাকিস্তানী সন্ত্রাসী গোষ্টীদের এই দেশে রাজনৈতিক অধিকার প্রধান করেছে জিয়া আর তাদের পুনবাসন করেছে খালেদা।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
চারশবিশ বলেছেন: নিচের গাছ কাটছে বিজিবি
তার উপরের গাছ কাটছে ঐ সাইকেল ওয়ালা
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
লাতি বলেছেন: বি,জি,বি সদস্যরা পারে জামাত শিবির কর্তৃক কর্তন গাছা রাস্তা হতে সরিয়ে নিচেছ কেটে কেটে।
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
সুকান্ত কুমার সাহা বলেছেন: আজ কোথায় ব্লগের পরিবেশ বাদীরা? রামপাল নিয়ে আমি আমার কিছু বক্তব্য প্রকাশ করেছিলাম এই ব্লগে আর তাই দেখে তারা তেলে বেগুনে জ্বলে উঠেছিল।
যতসব ----- !!!
৭| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সুকান্ত কুমার সাহা বলেছেন: বেলার ওই আইনজীবীর নাম বললেন না ?? উনি এখন কুথায়???
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
লাতি বলেছেন: বেলার কোন আইনজীবি বুঝলাম না।
৮| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
সুকান্ত কুমার সাহা বলেছেন: আমিও নামটা ভুলে গেছি ? মহিলা আইনজীবী খুব বড় বড় কথা বলে আর পুরষ্কার জেতে !!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
লাতি বলেছেন: মনে করার চেস্ট করুন।
৯| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
কলাবাগান১ বলেছেন: গাছ কি নাস্তিক!!!!
২০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
লাতি বলেছেন: জামাত শিবির চায়না এই দেশে গাছ গাছে সবুজ হয়ে থাকুক, তারা চায় এই দেশ ধ্বংস হয়ে যাক , কারণ জামাত শিবিরতো পাকিস্তানীদের পালিত কুত্তা।
১০| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০
এম আর ইকবাল বলেছেন:
নেশায় যখন কেউ ডুবে থাকে
তারা নীতিবোধ কিছু থাকে না ।
যে তরুণরা আজ হিংসার রাজনীতিতে নেমেছে
তার যদি হিংসার নেশা কেটে যায়
কিছুদিন পর তারা উপলব্দী করবে
তারা নিজেদের কতটুকু ক্ষতি করেছে ।
নেশা না কাটলে
ভিক্ষার থালা নিয়ে
নেতাদের পায়ের কাছে বসতে হবে ,
কারণ তারা তো এদেশেই থাকবে ।
যার টাকা আছে
তার সেকেণ্ড হোম আছে,
তাদের কিছু যায় আসে না ।
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
আল ইফরান বলেছেন: জাশিরা গাছ কেটে দেশকে পাকিস্তানের মত মরুভূমি বানাতে চাচ্ছে আর BAL সরকার সুন্দরবনের পাশে থার্মাল পাওয়ার প্লান্ট বসায়া দেশের পরিবেশ রক্ষার মহান দায়িত্ব পালন করতেছে, তাই না ? ? ?
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭
HHH বলেছেন: হুম, জামাত গাছ কাটলেও চেতনামূলক পোষ্ট আসে, কিন্তু পুলিশ জামাত কাটলে কোন চেতনা বের হয় না। মানুষের চেয়ে গাছ বড়। ন্যায়ের চেয়ে চেতনা বড়। বাংলার চেয়ে হিন্দুস্তান বড়।
ভাল। আপনাদের পেয়ে বিশ্ব ধন্য।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: জামাতিরা এই দেশের প্রতিটা সেক্টরের জন্য ক্ষতিকর, ওরা পরিবেশ নষ্ট করবে এ আর নতুন কি ? তবে এই সমস্ত গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আমাদের সামাজিক ভাবে রুখে দাড়ানো উচিৎ