নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

জাতীয়তাবাদ জিন্দাবাদ। Sorry for Bangladesh। উৎসর্গ করলাম মতিউর রহমান মিঠুকে।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

জাতীয়তাবাদ শব্দের অভিধানিক অর্থহলো জাতীয়তাবোধ, দেশাত্মবোধ, সোজা কথায় দেশের প্রতি ভালবাসা আর দেশ প্রেম। এর এই শব্দ আর স্লোগানকে সর্বোচ্চ প্রধান্য দিয়ে গড়েউঠেছে আমাদের দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল Bangladesh national party ( BNP) বাংলাদেশ জাতীয়তাবাদী দল।



রাজাকার কাদের মোল্লার ফাসীঁ কার্যকরের পর, বাংলাদেশ স্বাধীন হবার পর এই প্রথম বাংলাদেশর সার্বভৌমত্ব স্বাধীনতারসম্মানের বিরুদ্ধে সরাসরি বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে একপ্রকার আমাদের গায়ের উপর থুতু থুতু দিয়ে গেল সেই ১৯৭১ সালের ঘাতক পাকিস্থান।



নিজের দেশ হলো নিজের মায়ের মত, আর আমাদের মাকে এই রকম আপমান দিক্কার দিয়ে গেল পাকিস্থানীরা আর আমরা জাতীয়তাবাদী নামদারী মানুষগুলো নীরবে বসে বসে তা উপভোগ করে গেলাম আরামে। কোথায় এখন সেই জাতীয়বাদী দলের নেতা, নেত্রী, সমর্তক, কর্মীরা ? তোথায় এখন জাতীয়তাবাদ?



আমার এক বন্ধু আমাকে বলেছেন তুই একটি আস্তবেকুপ, কেন? জিজ্ঞাসা করলে আমার বন্ধুর উত্তর ছিল ।



তুই জাতীয়তাবাদ শব্দের সঠিক অর্থবুঝতে পারলেও, বুঝতে পারিস নি এই জাতীয়তাবাদ শব্দের মর্ম ।

আর সেই জাতীয়বাদের প্রকিৃত অর্থ আর মর্ম হলো।



জাতীয়তাবাদ Not for Bangladesh.

জাতীয়তাবাদ - For Pakistan.



আমার এই পোষ্টটি সম্মানের সহিত উৎর্সগ করলাম আমার প্রিয় ব্লগার ভাই

মতিউর রহমান মিঠুকে।











মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৪

পাঠক১৯৭১ বলেছেন: জিয়া একটি সুন্দর নাম দিটে চেয়েছিল, উনি 'জাতীয়বাদ' শব্দটা নিয়ে মাথা ঘামাননি; উনি দলে নিয়ে এসেছিল সব দেশ বিরোধীকে, পায়ের নীচে রেখে কুকুরের মত বিএনপি'র কাজ করাতে।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৯

মতিউর রহমান মিঠু বলেছেন: বাহ্ আমার মতো অধমকে কেউ লেখা উৎসর্গ করবে তা ভাবিনি! ধন্যবাদ ভাইজান, অনেক অনেক ধন্যবাদ।
আমি সাধারন মানুষ এখানে মাঝে মধ্যে ২/১টা মন্তব্য করি, তবে বিএনপির সরকার যখন ছিল এবং এখন আলীগ সরকারের অসংগতি প্রসঙ্গে করতাম।
যা ২/১টা পোষ্ট করেছি তাতে মনে হয়না কোন দলের পক্ষ নিয়ে করেছি। আমার ছাইপাস লেখাগুলো ব্লগে সংরক্ষিত আছে যদি ইচ্ছে হয় পড়ে দেখতে পারেন। আমি কোন কালেই অন্ধ সমর্থক ছিলাম না এখনো নাই এবং আগামীতেও হবার সম্ভাবনা নাই।
একটা দলের সব কাজ ভালো হবে তা অবশ্যই আশাকরা যায়না। ভাল কাজকে ভালো আর খারাপ কাজকে খারাপ বলতে আমার কোন সংকোচ হয়না সে যে দলই হোক।
অন্ধ সমর্থক হওয়ার মধ্যে কোন গৌরব থাকার কথা না, এটা আমি বিশ্বাস করি। বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, নরকের কিট জামাত শিবীরের সমর্থন করার চেয়ে মরে যাওয়া ভালো মনে করি।কসাই কাদের মোল্লার ১ম রায়ের পরে সামান্য ক'লাইন লিখেছিলাম সময় পেলে পড়বেন আশাকরি।
ধন্যবাদ, ভালো থাকবেন।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২২

উদাস কিশোর বলেছেন: চোখ বুইয্যা সমর্থন করতাছেন !
তাই এইরাম লেহা আসে মাতায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.