![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্দোলনের চিত্র দেখা বুঝা যায়, জনগনের সমর্তন আছে কি নায়, ১৯৯০ এরশাদ বিরুধী আন্দোলন, ১৯৯৬ সালে বি,এন,পির বিরুদ্ধে আওয়ামীগের আন্দোলন, সর্বশেষ ২০০৬ এ আওয়ামীলীগের আন্দোলনে দেখেছি লক্ষ লক্ষ জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে, সৃষ্টি হয়েছে গণজোয়ার, মাত্র ১ দিনে সৃষ্টি হয়েছে দেশে ডেড লাইন, কোন রকম মারামারি, জ্বালাও পোড়াও ছাড়াই শাস্তপূর্ণ ভাবে সম্পূর্ণ স্তব্দ আর অচল হয়েগিয়েছিল পুরো দেশ।
আবার দেখেছি মিশরের সেনা সরকারের বিরুদ্ধে হাজারো জনতা রাস্তায় নেমে এসেছে সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে।
আবার দেখেছি সিরিয়ায় আছাদ সরকারের বিরুদ্ধে আছাদ বিরুধীর মার্কিন সহয়তায় দীর্ঘ্য ২/৩ বছর যাবৎ র্দুবার আন্দোলন করেও আছাদ সরকারকে ক্ষমতা হতে সরাতে পারেনি , বরং বিরুধীরা পরাজিত হয়ে পালিয়ে গেছে আর আসদ সরকার এখন শান্তিপূর্ণ ভাবে সিরিয়া পুনঘটনকাজে হাত দিয়েছেন। এখন সিরিয়া সম্পূর্ণ শান্তি।
এখন দেখাযাক। বর্তমানে বি,এন,পি জামাতের চলমান আন্দোলনে জগগণের কতটুকু সমর্তন আছে।
সর্বশেষ বি,এন, পি জামাত ২৯ শে ডিসেম্বর ২০১৩ , ঢাকায় সমাবেশের ঢাকদেন । ঐ দিন খালেদা জিয়া সকল দেশবাসীকে ঢাকায় মার্চ সহকারে হাতে জাতীয় পতাকা নিয়ে যোগ দেবার আহ্বান জানান।
হায় বি,এন,পির আন্দোলনের করুণ চিত্র দেখে হাসবো নাকি কাদঁবো, বুজতে পারতেছিলাম না, খালেদা জিয়ার ঢাকা সাড়া দেয়নি কেউ, বি,এন,পি কার্যালয়ের সামনে সমাবেশ স্থলে মানুষতো দুরের কথা একটি মশা, মাছিও দেখা যায়নি। সত্তি খুবই করুণা হয়েছিল ঐ দিন খালেদা জিয়ার জন্য। অন্তত একজন সধারণ কর্মীও ছুটে আসেনি খালাদা জিয়ার আহ্বানে।
কি করুণ দৃশ্য।
কোন গ্রামে, শহরে, গঞ্জে ঐ দিন ২৯ শে ডিসেম্বর কোথাও কোন মিছিল পর্যন্ত বের হয়নি। খালেদা জিয়ার আন্দোলন বলতে আছে শিবিরের সন্ত্রাসী কিছু কর্মকান্ড, পোট্রোল বোমা দিয়ে জীবন্ত মানুষ জ্বালিয় হত্যাকরা। হুট করে চোরাগুপ্তা ককটের ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যাওয়া। ব্যাস এইতো বি,এন,পি আন্দোলন।
অহেতুক সাধারণ মানুষ কষ্ট দেওয়া, নিরহ মানুষ জ্বালিয় হত্যা , ছাড়া আর কিছু করতে পারবে না বি,এন,পি। তার প্রমাণ ২৯ ডিসেম্বর সুপার ফ্লপ রোড টু ডেমোক্রেসি।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৩:১১
নীল জানালা বলেছেন: বিগত টার্মে বিএনপি জনপ্রিয়তা হারিয়েছে আর এই টার্মে আওয়ামিলীগ। আপনে যেই দলের দালালী করেন তা করেন টাকার বা সুবিধার বিনিময়ে। যারা বিএনপি মিটিং বা মিছিলে যায় তারাও যায় টাকার বিনিময়ে। দুইটা দলই গনসমর্থনহীন। ভাড়াটিয়া লোক দিয়া আন্দোলন হয়না। এরশাদ বিরোধী আন্দোলনে জনগনের ভরসা ছিল আওয়ামিলীগ বিএনপির উপর। যেই ভরসা তারা খুইয়েছে নিজেদের বেঈমানি, চুরিচামারি, ব্রুটাল দলীয়করন এবং আপনাদের মতন মেধাহীন অথচ চাটুকার লোকদের পোষন করার মাধ্যমে। আজকে বিএনপির জায়গায় আওয়ামিলীগ থাকলেও একি অবস্থা হতো। আন্দোলন করার, পথে নামার লোকের অভাব হতো। কারন পাব্লিক বুঝে গেছে যে আম্লীগ বা বিএনপি কেউই পাব্লিকের বা দেশের পক্ষে না। আপনেই বলেন...নিজের আকাশচুম্বি জনপ্রিয়তার উপর যদি এতই ভরসা তবে আপনাদের মহারানি হাসিনা কেন তত্বাবধায়কের অধীনে নির্বাচন দিতে ভয় পেলেন? তিনি বল্লেন, তত্বাবধায়ক এলে আমাকে জেলে ভরবে। তাতো বটেই!! চোরের মন পলিশ পুলিশ বলে কথা!! এবারের এই নির্বাচনী প্রতারনা আম্লীগের জন্য মারত্মক ক্ষতির কারন হবে। এট হবে আম্লীগের নীরব পরাজয়। প্রকাশ্য দিবালোকে ছিনতাই করে যে ছিনতাইকারী, তার পক্ষে ইমেজ ঠিক করা যতটুক কঠিন আওয়ামিলীগের জন্যও ততটুক কঠিন হবে হারানো ইমেজ ফিরে পাওয়া। আম্লীগের এই হঠকারী আচরন বিএনপির হারানো জনপ্রিয়তা কিছুটা হলেও ফিরে পেতে সহায়ক হয়েছে। পোরাকপাল জাতিতো আমরা! ভালো আর মন্দের মধ্যে বাছাই করার সুযোগ আমাদের নাই। আমাদের বেছে নিতে হয় খুব খারাপ আর খুব বেশি খারাপের মধ্যে যে কোন একটাকে।
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০১
খন্দকার আরাফাত বলেছেন: পুস্টটি স্টিকি করা হোক
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৮
মহসিন আহমেদ বলেছেন: ''পোরা কপাল জাতিতো আমরা! ভালো আর মন্দের মধ্যে বাছাই করার সুযোগ আমাদের নাই। আমাদের বেছে নিতে হয় খুব খারাপ আর খুব বেশি খারাপের মধ্যে যে কোন একটাকে।''
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯
পথহারা সৈকত বলেছেন: খন্দকার আরাফাত বলেছেন: পুস্টটি স্টিকি করা হোক
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: জোর যার মুল্লুক তার!
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২০
ইফতেখার কাদির বলেছেন: BAL এর দালাল। খালেদাকে পল্টনে যেতে দিলি না কেন? যাইহোক পোষ্টটি স্টিকি করার তীব্র দাবি জানাই।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
এম আর ইকবাল বলেছেন:
অন্ধ সমর্থকরাই সব দলের ভরসা ।
কারণ তারা হুদাই জান দিতে প্রস্তুত ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:২০
পাঠক১৯৭১ বলেছেন: খালেদা বেগম আর নেই, তবে জাতি চরম মুল্য দিয়েছে: ১১০ বিলিয়ন ডলার পরিমাণ জাতির অর্থনৈতিক ক্ষতি; টার থেকে বড় ক্ষতি, শিবিরের সন্ত্রাস নেট-ওয়ার্ক যা আগামীদিনগুলোতে জাতিকে ক্ষতির সন্মুখীন করবে।