![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগমী ফেব্রুয়ারী ২০১৪ হতে শুরু হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। সংবিধান ও আইন অনুসারে এটি একটি স্থানীয় সরকার নির্বাচন, সংবিধানের বিধি মোতাবেক এই নির্বাচনে অফিসিয়াল ভাবে কোন রাজনৈতিক দল সরাসরি অংশ নিতে পারবেনা, দলীয় কোন নির্বাচনীয় প্রতীকও ব্যাবহার করা যাবেনা এই নির্বাচনে।
এবারদেখা যাক আগামী উপজেলা নির্বাচন হতে বি,এন,পি জামাত কি বিষয়ে লাভবান হবে আর কি বিষয়ে তাদের ক্ষতি হবে।
ক্ষতির পরিসংখ্যান।
১) বি,এন,পি জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণ, এতে পরিষ্কার ভাবে প্রমাণিত হয় জাতীয় নির্বাচনে তাদের পরাজয়ের সম্ভবনা ছিল ১০০% নিশ্চিত, তায় পরাজয়ের গ্নানি এড়াতে কৌশলে নির্বাচন বর্জন করেছে।
২) হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিবেনা বলেছে বি,এন,পি, কিন্তু হাসিনার অধীনে উপজেলা নির্বাচনে অংশ নিতে যাচেছ বি,এন,পি। এর অর্থদাড়ায়, এটি একটি বি,এন,পি রাজনৈতিক পরাজয়। এখন প্রশ্ন দাড়ায় কেন বি,এন,পি জাতীয় নির্বাচনে অংশ নিল না ?
৩) আসন্ন উপজেলা নির্বাচনে যদি বি,এন,পি মোট উপজেলার বেশীর ভাগ পরাজয় বরণ করে , তাহলে ১০০% প্রমাণিত হবে ক্ষমতা যাওয়া ও সরকার গঠন আওয়ামীলীগের ন্যার্য অধিকার আর সঠিক প্রাপ্য ছিল ।
৪) উপজেলা নির্বাচনে গেলে বি,এন,পির নেতা কর্মীদের অন্তর হতে অন্দোলনের স্পীহা আর স্প্রিট নষ্ট হয়ে নির্বাচনের দিকে ঝুকে যাবে।
৫) উপজেলা নির্বাচনে যদি বেশীর ভাগ উপজেলায় বি,এন,পি হেরে যায়, তা হলে বি,এন,পির বর্তমান অবস্থ খারাপের চেয়ে আরো বেশী খারাপ হবে।
লাভের পরিসংখ্যান
আসন্ন উপজেলা নির্বাচন হতে বি,এন,পির প্রাপ্তি বা লাভ হবে খুবই কম।
১) যদি আসন্ন উপজেলা নির্বাচনে বি,এন,পি আওয়ামীলীগকে টপকাতে পারে, তা হলে ১০০% পরিষ্কার ভাবে প্রমাণিত হবে বি,এন,পির তত্ত্ববধায়ক সরকার জন্য আন্দোলন আর গত ৫ ই জানুয়ারী জাতীয় নির্বাচন বয়কট সঠিক ছিল ।
----- এই একটি মাত্র লাভ ছাড়া বি,এন,পির সামনে আর কিছুই নেই
উপসংহার।
গত ২০০৯ উপজেলা নির্বাচনে বেশীর ভাগ উপজেলার চেয়ারম্যান ও ভাসই চেয়াম্যান আওয়ামীলীগ হতে নির্বাচিত , এখন প্রশ্ন নির্বাচিত ক্ষমতাসীন চেয়ারম্যানেদের বি,এন,পি কি ভাবে মোকাবেলা করবে বা কতটুকু মোকাবেলা করতে পারবে? তার উপর বর্তমানে ক্ষতায় আছে আওয়ামীলীগ , এখন আগামীতে দেখার পালা বি,এন,পি কি করে। নাকি আরো একবার উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে বি,এন,পির রাজনৈতিক পারজয়ের হোয়াই ওয়াশ ষোলকালা পূর্ণ করে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৯
সবখানে সবাই আছে বলেছেন: আমি নিজে লীগ সাপোর্ট করি কিন্তু আপনার পোস্ট এর সাথে একমত হলাম না। এই নির্বাচনে বিএনপি জামাত ভূমিধ্বস বিজয় লাভ করবে। এর পরেই সুশীল আর ডিপ্লোম্যাটরা আগাম নির্বাচনের জন্য চাপ দিবে। এই মূহুর্তে নির্বাচন দেয়ার কোন দরকার ছিল না। সিটি কর্পোরেশান গুলো বিএনপি জামাতের অধীন, এরপরে যদি উপজেলা গুলো চলে যায় তাহলে আম যাবে সাথে আমের জ্যুসও যাবে, থাকবে শুধু আটি। সরকার হয়ে পড়বে ঢাকা কেন্দ্রিক, যেটা হবে আত্মহত্যার সামিল।