![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৮ এর হাসিনার ডিজিটাল নির্বাচন কারচুপি, ২০২১ সালের মাধ্যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল নিয়ে কত হাস্য রস আর কৌতুক, ব্যাঙ্গ বিদ্রুপ শুনলাম আর দেখলাম, আমার নিজের সাধারণ বন্ধু বান্ধব পরিচিতরাও এই ডিজিটাল শব্দ নিয়ে ব্যাঙ্গবিদ্রুপ হাসি ঠাট্টা বিদ্রুপ করতে দেখেছি। সাবই এই ডিজিটাল কে হাসিনা ও আওয়ামীলীগের একটি রাজনৈতিক ভাওতাবাজী হিসাবেও বিদ্রুপ করেছে, অনেক বুদ্ধিজীবি, বড় বড় নেতা ও নানা সময় এই ডিজিটাল নিজে মজাকরতে দেখেছি।
ডিজিটাল শব্দ নিয়ে যারা হাসি ঠাট্ট ব্যাঙ্গ বিদ্রুপ করে বা করতেছে তাদের রাজনৈতিক পরিচয় কি, বা তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, তারা কাদের সমর্তক তা নতুন করে বলার দরকার নেই।
আমার এক পরিচিত বন্ধু কথায় কথায় ডিজিটাল শব্দটি নিয়ে প্রায় হাস্য কৌতুক আর ব্যঙ্গ বিদ্রুপ করতো, এক দিন আমার সেই বন্ধুকে ভাল করে শিক্ষা দিলাম এবং বুঝালাম হাসিনার ডিজিটাল কি।
১) আমার বন্ধু থাকেন সৌদিয়া আরবে, তার বউ বাচ্চা থাকেন দেশের গ্রামে, কিছু দিন আগে আমার বন্ধু ২টি স্ক্রিনটার্চ স্যামসং মোবাই নিলেন, একটি পাঠালেন দেশে তার বউয়ে কাছে , অন্যটি তার কাছে, তার পর থেকেই শুরু প্রতি দিন তার বউ বাচ্চা মা ছবি দেখার দেখির পালা, আমার সেই বন্ধু প্রতিনি তার বউ বাচ্চা, মায়ের ছবি দেখে মহাখুশি। বন্ধু কে বুঝালাম ------ দেখুন এটাই হল হাসিনার জিজিটাল , তোমার বউ থাকেন দেশের গ্রামে, মাত্র অল্প টাকায় ইন্টারনেট মোবাই সিম নিয়ে খুব সহজে দেখতে পাচ্ছেন বউ বাচ্ছার মায়ের ছবি।
২) আমার আরেক বন্ধু তিনিও থাকেন সৌদিয়াতে, আগে তিনি তার বাবার কাছে ঘর খরছের টাকা পাঠাতো ব্যাংকের একাউন্টে, তার পরিবারও থাকেন দেশের গ্রামে। এক দিন দেখি আমার বন্ধু মহাখুশি, ব্যাপার কি জিজ্ঞসা করলাম,
তিনি বললেন, ভাই অনেক দিন পর আমার বৃদ্ধ বাবা আমার বাড়ীর পার্শ্বে (আশা ব্যাংক) হতে টাকা তুলতে পেরেছে,
আবার জিজ্ঞসা করলাম কি ভাবে, ভাই ওয়ের্ষ্টান ইউনিয়নের মাধ্যেমে কোন ব্যাংক একউন্ট ছাড়া টাকা পাঠালম আর মাত্র ২ ঘন্টার পর আমার বাবা টাকা পেয়েগেছে,
বন্ধুকে বুঝালাম ----- ভাই এটা সম্ভব হয়েছে মোবাইল ইন্টার নেটের কারণে , ল্যাপটপ পিসিতে ইউ-এস-বি নেট সংযোগ দিয়ে খুব সহজে গ্রামের যে কোন জায়গায় নেট ব্রাউজিং করা যায়, নেট সংযোগ ছাড়া ওয়েষ্টর্টা ইউনিয়নের টাকা আদান প্রদান সম্ভব নয়। ------- আর এটাই হল হাসিনার ডিজিটাল ভাওতাবাজী।
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: খাটি কথা বলে ফেলেছেন।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৪
ইকবাল হোছাইন ইকু বলেছেন: হুম