![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ২৫ শে মে ১ টা ৩০ মি সময় আমি একটি পোষ্ট দিয়েছিলাম জাতীয় প্রেসক্লাবে বিএনপির আইনজীবীদের সমাবেশে খালেদা জিয়া। এই পোষ্টে িনজ+আম নামে এক ব্লগার একটি মন্তব্য করেন, মন্তব্যটি হল ( সাংবাদিকগণ অনেক ছবি তোলেন, কিন্তু সব ছবি প্রকাশ করা হয় না, প্রকাশের উপযোগী হয় না। উপযুক্ত ছবি প্রকাশ করাই প্রকৃত সাংবাদিকতা)
মন্তব্যটি পড়ার পর চিন্তুা করলাম , কথাটি একে বারে ১০০% সত্য, এই কথাটি একজন ব্লগার বুঝতে পাররেও সাংবাদিকরা বুঝতে পারেনা, সব সাংবাদিক ও ফটো সাংবাদিকদের উচিত একমাত্র প্রকাশ যোগ্য ছবি গুলো গণমাধ্যমে প্রকাশ করা, কিন্তু দুঃখ জনক আমাদের দেশে বাস্তাব মেধা সম্পন্ন সুস্থ জ্ঞানী সাংবাদিক আছে বলে মনে হয়না, সবাই দলীয় কর্মী, সাংবাদিক বলূন, মিডিয়া বলূন, বুদ্ধি জীবি বলুন সবাই দলীয় স্বার্থে কাজ করেন,
এবার আসাযাক শেখ হাসিনা ও খালেদা জিয়ার দুটি ছবি নিয়ে কিছু কথা।
প্রথমে দেখুন শেখ হাসিনার ছবিটা।
এটা গত ফকরুদ্দীন সরকারের আমলে ২০০৭ সালে শেখহাসিনা গ্রাফতার হবার ছবি, সবাই হয়তো দেখেছেন যখন শেখ হাসিনাকে গ্রাফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন প্রচুর সাংবাদিক, আইজীবী সহ ভিবিন্ন মানুষের সাথে ও পুলিশের সাথে এমন ভাবে ধাক্কা ধাক্কি হচ্ছিল পুলিশের পক্ষে চাপ সামলানোর মারাত্বক ভাবে কষ্ট হচ্ছিল, তখন পুলিশ সদস্যরা মারাত্বক ভাবে হিমশিশ খাচ্ছিল, সেই ভীরের মাঝে তোলা শেখ হাসিনার ছবি নিয়ে বি,এন,পি জামাত বিভিন্ন ফেসবুক, ব্লগে সবসময় মজা করেন,
কিন্তু তারা বিবেচনা করেনা, যখন ছবি তোলা হয় তখন চুলছেড়া বিশ্লেষণ করলে অনেক ভঙ্গিতে ছবি তোলা সম্ভব, যেমন , চোখ বন্ধ, মুখে হাই তোলা অবস্থা ইথ্যাদি, তায় সাংবাদিক ও ফটোগ্রাফাদের উচিত এই সমস্ত ছবি গুলো ডিলিট করে দেওয়া, কিন্তু মিডিয়া সাংবাদিকগণ তা ডিলিট না করে উল্টো মিডিয়াতে প্রকাশে করেন, শেখহাসিনার সেই ছবিটা ছিল মারাত্বক ভীরের মাঝে তোলা একটি ছবি,
এবার দেখাযাক খালেদার একটি ছবি।
ছবিগুলো গত কাল জাতীয় প্রেসক্লাবে বিএনপির আইনজীবীদের সমাবেশ হতে তোলা, তখন কোন ভীর ছিলনা, কোন পুলিশ ছিলনা, কিন্তু মারাত্বক গরমে খালেদা জিয়া ঘামে ভিজে গিয়েছিল তা সম্পষ্ট দেখা যাচ্ছিল, তখন তার ফুলা ছুল গুলো এলো মেলো হয়ে যায়, মুখের গোলাপী মেকাপ ঘামে কিছুটা বিকিৃত আর নষ্ট হয়ে যায়, ঘোমটার কাপড় বার বার মাথা হতে একে বারে পেছনে গিয়েছিল, তখন খালেদা জিয়াকে অস্বাভাবিক দেখাচ্ছিল, যাই কোন সেটা দোষের কিছু নয়, আমি এটাকে কোন খারাপ বা আপত্তিকর কিছু বলতেছিনা,
আশাকরি এবার যারা শেখহাসিনার সেই গ্রাফতার হওয়া ছবি নিয়ে মজা করতেন তারা এবার অন্তত কিছুটাহলোও বুজতে ও উপলব্ধি করতে পারবেন বড় বড় নেতা নেত্রী দের ছবি বিকিৃতি করা ও তা নিয়ে মজাকরা ভান নাকি নোংরামি ।
সাংবাদিক ও ফটোসাংবাদিকদের বুঝাউচিত তারা কি রকম ছবি মিডিয়াতে প্রকাশ করবে।
২| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:০২
চিটির বাক্স বলেছেন: নিজে নোংরামিটা না করে বললেই ভাল হত..ধর্ষনের স্বাক্ষীর মত ধর্ষককে জেরার নামে আবার ধর্ষনের অভিনয় করে দেখাতে বলে বলা যে ধর্ষন নারীর জন্য কতটা বেদনাধায়ক!
২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:০৭
লাতি বলেছেন: আপনার কথাটি সত্য, আমি এটা করেছি কিছু বি,এন,পি জামাত নামক নোংরা মনের বিরুদ্ধে প্রতিশেধক দিতে।
৩| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:১৩
ফিলিংস বলেছেন: আমার আল্লাহ তায়ালা তাদের কে মর্যাদার আসনে বসিয়েছেন, তাই আমাদেরও উচিত তাদের প্রাপ্য মর্যাদা দেয়া।
৪| ২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৫
াহো বলেছেন:
অপরাধের যে কোনো দেশে ঘটবে.সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত.
নির্বাচনের সঙ্গে কোনও সম্পর্ক নেই।
আমেরিকায় সাতজন খুন এবং তাদের মিডিয়া কাভারেজ দেখুন .
Online New York Times 25 May 2014 BDTIME 0125hours & 1225hours.
নিউ ইয়র্ক টাইমস ওয়েবসাইটে একটি কোণায় খবর প্রকাশ .এই সংবাদ প্রথমে একক কলাম এবং দশ ঘন্টা পরে ডাবল কলামে সঙ্গে উপরের কোণায় প্রকাশিত.
৫| ৩১ শে মে, ২০১৪ রাত ২:৪৩
হৃদয়ের স্পন্দন বলেছেন: চিঠির বাক্স ব্লগার এর রিপ্লায় করেছেন।নোংরা দের শিক্ষা দিতে এটা করেছেন। আপনি কি নোংরামি করেন নি ? এ তো কুকুরের পায়ে কামড় দেওয়া হল
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৪ দুপুর ১২:০২
হামিদ আহসান বলেছেন: সবাই দলীয় কর্মী ও সাংবাদিক বলূন, মিডিয়া বলূন, বুদ্ধি জীবি বলুন সবাই দলীয় স্বার্থে কাজ করেন .........................
চরম সত্য .................