নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার ম্যাজিক ক্যালকুলেটরের হিসাব, আওয়ামীলীগ আগামী ৪২ বছরও ক্ষমতায় আসবে না।

৩০ শে মে, ২০১৪ দুপুর ১২:০৫



গত ২৮ শে মে বুধবার মুন্সীগঞ্জের জনসভার খালেদা জিয়া একটি মন্তব্য করেন এবার গেলে ৪২ বছরেও ফিরবে না আ. লীগ: খালেদা তার এই মন্তব্যটি পত্রিকায় দেখার পর এর তাৎপর্য আর মর্ম গভীর ভাবে বুঝার চেষ্টা করলাম।



খালদা জিয়ার এই কথাটি শুনার পর চিন্তা করলাম তিনি কোন ক্যালকুলেটরে, কিসের উপর নির্ভর করে, কোন অংক করে এই হিসাবটা করলেন। আমি নিজেও যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব হিসাব করেও হিসাবটা মিলাতে পারলাম না, যদিও আমি নিজে ব্যাক্তিগত ভাবে গণিত নিয়ে স্নাতক ডিগ্রী লাভ করেছি, সত্তি অবাক হলাম খালেদা জিয়ার এই অদ্ভুদ গাণিতিক হিসাব দেখে।



খালেদা জিয়া ও বি,এন,পি নেতা নেত্রী, কর্মী সমর্তকদের কাছে প্রশ্ন।



১) যদি আওয়ামীলীগ এবার ক্ষমতায় হারালে যদি ৪২ বছর পর আবার ক্ষমতায় আসে, তাহলে বি,এন,পি জামাত ২০০১ হতে ২০০৬ পর্যন্ত বাংলাদেশকে মগের মুল্লুক বানিয়ে ক্ষমতায় হতে বিতাড়িত হবার পর, আর কত বছর বর বি,এন,পি আবার ক্ষমতায় আসা উচিত?



২) আওয়ামীলীগ যদি এবার ক্ষমতায় হারার পর ৪২ বছর পরও ক্ষমতায় পিরতে না পরে, তা হলে প্রশ্ন এই ৪২ বছর কি বি,এন,পি ক্ষমতায় থাকবে?



৩) বর্তমান হিসাব অনুযায়ী খালেদা জিয়ার বয়ষ ৭০ বছর, আগামী নির্বাচন হবে ২০১৮ সালে, অর্থাৎ আগামীতে আওয়ামীলীগ ২০১৮ তে ক্ষমতা হারাবে, খালেদা জিয়ার হিসাব অনুসারে ৪২ বছর পর হয়। ২০১৮ + ৪২ = ২০৬০ সাল, আর ২০৬০ সালে খালেদা জিয়ার বয়স হবে ৭০ + ৪২ = ১১২ বছর, এখন প্রশ্ন তিনি কি আরো ৪২ বছর বেচে থাকবেন?



খালেদা জিয়া এই রকম মন্তব্য করার পর তিনি যা প্রমাণ করলেন।



> কে কত বছর ক্ষমতায় থাকবে তা তিনি নিজে নির্ধারণ করেন, জনগণ বা ভোট নির্বাচন নয়।



> খালেদা জিয়ার এই বক্তব্যে প্রমাণিত হয়, তিনি নির্বাচন গণতন্ত্র বিশ্বাস করে না,



> এই বক্তব্যে প্রমাণিত হয়, তিনি নিজে রাজনৈতিক উষ্কানী মুলক বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্কলা আর নৈরাজ্য সৃষ্টি করতে চায়।











মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:০৬

পংবাড়ী বলেছেন: খালেদার পতন হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.