নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিক, আর খালেদা জিয়ার ভুয়া জন্ম দিনের কেক, গর্বিত আওয়ামীলীগ ।

৩০ শে মে, ২০১৪ দুপুর ২:১২



আজ ৩০ শে মে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠক ও মুক্তি যোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিক। জিয়াউর রহমান সর্ম্পকে আজ বেশী কিছু বলতে চায় না, শুধু একটি কথা বলতে চায়, তিনি যেই হোক, তার সবচেয় বড় পরিচয় তিনি একজন মানুষ এবং একজন মুসলমান। একজন মুসলিমের মৃত্যুতে সবার উচিত তার জন্য দোয়া করা আর অাল্লাহর কাছে তার বেহস্ত কামনা করা।



আমি একজন মুসলমান হিসাবে জিয়াউর রহমানের জন্য দোয়া আর তার বেহস্ত কামনা করতেছি।



আজ ৩০ শে মে জিয়াউর রহমানে মৃত্যু বার্ষিকীতে বি,এন,পি নেত্রী খালেদা জিয়া ও বি,এন,পি নেতা নেত্রীদের একটি কথা মনে করিয়ে দিয়ে চায়।




প্রতি বছর ১৫ ই আগষ্ট এলে বি,এন,পি নেত্রী তার ভুয়া জন্ম দিনের উৎসব পালন করেন ধুমধাম করে , বিশাল লম্বা কেক কেটে। যখন ১৫ ই আগষ্ট খালেদা জিয়ার জন্ম দিনের কেক কাটার ভিডিও দেখি তখন মনে তিনি কেকের উপর নয়, ছুরি চালাচ্ছেন আমার বুকের উপর, খুবই কান্না পায়, আর মারাত্বক দুঃখ আর কষ্ট হয়।



আজ যদি ঠিক একই ভাবে যদি শেখহাসিনা ও আওয়ামীলীগের নেতা কর্মীরা জিয়ার মৃত্যু বার্ষিকীতে হই হুল্লাহ, ধুমদাম, আনন্দ ফুর্তি করেন তা হলে কেমন অনুভুতি হবে তাদের।



আজ আওয়ামীলীগ ও বঙ্গবন্ধূর আদর্শ বিশ্বাসী হিসাবে গর্বিত , ও অহঙ্কার বোধ করতেছি, জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে তার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করতে ও শ্রদ্ধ জানাতে পেরে, আরো গর্বিত ও অহঙ্কার করতেছি, আজ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে কোন আওয়ামীলীগ নেতা কর্মী বা সমর্তক জিয়াউর রহমানের মৃত্যু বাষির্কীকে কঠাক্ক ও বিদ্রুপ করে কোন মন্তব্য বা পোষ্ট দেয়নি।





মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ দুপুর ২:২৪

নিয়ামুল ইসলাম বলেছেন: আমও একজন মুসলমান হিসাবে জিয়াউর রহমানের জন্য দোয়া আর তার বেহস্ত কামনা করছি।

৩০ শে মে, ২০১৪ দুপুর ২:২৮

লাতি বলেছেন: গুড, সবার উচিত অন্তত একজন মুসলমান হিসাবে অন্য মুসলমের মৃত্যুতে শোক পালন করা ও দোয়া করা, কেক কেটে যেন আর কেউ ভবিষ্যতে যেন কেউ অন্য মুসলিমের মৃত্যু দিনে ভুয়া জন্ম দিন পালন না করে।

২| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

হোৎকা বলেছেন: দালালের পোসটে মাইনাস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.