নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রে পেচঁনে হাসিনার হাত ছিল।

০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:১৯

বাংলাদেশ স্বাধীন হবার পর সর্বপ্রথম খুন হন বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান, এটাই ছিল আমাদের দেশের সর্বপ্রথম কোন রাষ্ট্রপ্রধান হত্যার ঘটনা, এর পর খূন হন জিয়াউর রহমান, সাম্প্রতি বি,এন,পি শীর্ষ নেতারা জিয়াউর রহমান হত্যার পেচনে শেখহাসিনার ষড়যন্ত্র আছে বলে মনে করতেছেন, হাসিনা দেশের ফেরার পর জিয়ার নিহত হওয়া নিয়ে প্রশ্ন আছে: বিএনপি বঙ্গবন্ধু নিহত হবার পর ১৯৮১ সালে ১৭ ই মে শেখ হাসিনা দেশে ফেরার পর ঠিক ১৩ দিন পর ৩০ শে জিয়াউর রহমান নিহত হন।



তবে জিয়া হত্যার পেচনে শেখহাসিনা সরাসরি বা পরোক্ষো ভাবে জড়ীত কিনা, কোথায় বসে কি রকমের ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের পেচনে আরো কে কে বা কারা জড়ীত ছিল তা সুস্পষ্ট করেনি বা স্পষ্ট কোন তথ্য প্রমাণ দিতে পারেনি বি,এন,পির শীর্ষ নেতারা,



তার বলেছেন শুধু মাত্র (আজকের স্বঘোষিত প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ১৭ মে। জিয়াউর রহমান শহীদ হয়েছেন ৩০ মে। এ দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে।") অর্থাৎ তারা জনগন কি ভাবতেছে তার রেফারেন্স নিয়েছে মাত্র



বি,এন,পি শীর্ষ নেতারা এই রকম বেকুপ আর ভোদাই বুদ্ধু জানা ছিলনা, জগগণ কি ভাবেতেছে তার রেফারেন্স দিয়ে শীর্ষ নেতাদের বক্তব্য প্রমাণ করে বি,এন,পির রাজনৈতিক মেধার মারাত্বক ঘাটতি রয়েছে, এই বক্তব্যে তারা আরো প্রমাণ করেছে বি,এন,পি একটি মিথ্যাবাদী দল, শুধু তায় নয় তারা এটার মাধ্যেমে তাদের রাজনৈতিক অদুরদর্শীতার প্রমাণ দিয়েছেন।



বি,এন,পি শীর্ষ নেতার আরো প্রশ্ন।

বি,এন,পি ১৯৯১ ও ২০০১ সালে দুই বার পূর্ণ মেয়াদে ক্ষমতায় ছিল তখন কেন তারা জিয়াউর রহমান হত্যার রহস্য উন্মচন করেনি?



বি,এন,পি শীর্ষ নেতাদের কাছে একটি অাকুল আবেদন, যদি আপনার মনে করেন শেখহাসিনা জিয়া হত্যার ষড়যন্ত্র পেচনে জড়ীত , তা হলে তার উপযুক্ত তথ্য প্রমাণ জাতির কাছে উপস্থাপন করুন আর আদালতে যান।



উপসংহারে।

বি,এন,পি নেতা নেত্রী, কর্মী সমর্তকদের একটি কথা মনে করিয়ে দিতে চায়।

আওয়ামীলীগ বা হাসিনা জিয়া হত্যার পেচনে জড়ীত নয়, বরং জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার জড়িত ও তারেক রহমান শেখহাসিনাকে হত্যা করতে চেয়ে ছিল, তার অনেক প্রমাণ আছে,



১) জিয়া ছিল একজন শীর্ষ সেনা কর্মকতা, বঙ্গবন্ধূকে হত্যা করেছিল কিছু শীর্ষ কিছু সেনা অফিসার , তখনও জিয়া সেনাবাহীনিতে কর্মরত ছিল, বঙ্গবন্ধুর হত্যার কথা নিশ্চয় জিয়াউর রহমান জানতেন।



২) বঙ্গবন্ধু নিহত হবার পর সেনা অফিসার ও জিয়ার ক্ষমতা গ্রহণ ও রাজনৈতিক দল গঠনে প্রমাণ করে তার মনে রাষ্ট্রীয় ক্ষমতার লোভ ছিল, তায় বঙ্গবন্ধুকে সরিয়ে তিনি কৌশলে ক্ষমতার হরণ করবেন। অথচ বঙ্গবন্ধূ হত্যার আগে জিয়া কোন রাজনৈতিক কর্মী নেতা ছিল না।



৩) বঙ্গবন্ধুর হত্যাকারী দের বিচার না করে জিয়াউর রহমান সেই খুণিদের আশ্রয় প্রশ্রয় দেন , আর বিদেশে নিরাপদে বসবাস করার মত ব্যাবস্থা করে দেন, এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার যেন কেউ করত না পারে তার জন্য একটি বিশেষ আইন প্রণয়ন করেন জিয়া, এতে সুষ্পষ্ট প্রমাণি হয় বঙ্গবন্ধু হত্যার পেচনে জিয়াউর রহমান ১০০% জড়ীত ছিল।



৪) ২০০৪ সালে ২১ আগষ্ট ঢাকায় আওয়ামীলীগ কার্যালয়ের সমানে শেখ হাসিনাকে হত্যার জন্য দিনের বেলায় হাজার হাজার জনতার মাঝে মারাত্বক ভাবে নির্মম বোমা হামলা চালানো হয়, এতে সৌভাগ্য ক্রমে শেখহাসিনা বেচেঁ গেলেও নিহত হয় প্রায় ২০ মত নেতা কর্মী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত প্রেসিডেন্ট জিল্লু রহমানে স্ত্রী আই ভি রহমান, আর এই হামলার মুল পরিকল্পনা কারী মদদ দাতা ছিল খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, শুধু তায় নয় সেই বোমা হামলায়র কিলিং স্কোয়াডে স্বশরীরে অংশ নেন তারেক রহমান।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.