নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

৩ বছর ২ মাস এক নাগারে সামুতে নিরাপদ ব্লগার আমি।

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০

সামহোয়ার ইন ব্লগের সাথে সর্বপ্রথম যুক্ত হয় ২০০৮ সালে, তবে তখন কোন একউন্ট বা নিক ছিলনা আমার, শুধু মাত্র পাঠক হিসাবে ব্লগের পোষ্ট গুলো পড়তাম, পরে আমার এক বন্ধুর সহয়তায় ব্লগে রেজিট্রেশন করলাম, আল্লাহর রহমতে রেজিট্রেশন করার পর খুব অল্প সময়ের মাঝে আমি ব্লগে সেভ হয়ে য়ায়, সেই হতে এখনো পর্যন্ত দীর্ঘ্য ৩ বছর ২ মাস নিরাপদ ব্লগার হিসাবে আছি, কিন্তু যে বন্ধু আমাকে ব্লগে রেজিট্রেশন করে দিয়েছে তার এই তিন বছরে অন্তত ১৫ হতে ২০ টি নিক বেন হয়েছে, কিন্তু আমার শুধু মাত্র একটি নিক আছে সেটা এখনো বেন হয়নি বা ওয়াচে বা জেনারেল যায়নি, কমেন্ট বেনও হয়নি। লক্ষ করুন আমার সবগুলো পোষ্ট রাজনৈতিক বিষয়ক, আমি ব্লাগে রাজনৈতিক পোষ্ট প্রকাশ করতে ও রাজনৈতিক সর্ম্পকিত ব্লগ পড়তে ভালবাসি। আমার ইচ্ছা এই সামহোয়ার ব্লগ যত দিন থাকতে তত দিন আমার এই ( লাতি) নিকও থাকতে। খুবই খুশী আর অনন্দীত হয় ব্লগ খুলে যখন দেখি আমি ব্লগে একজন পুরাতন ব্লগার, আমার ব্লগ বয়ষ ৩ বছরের উপর।



ধন্যবাদ ব্লগ কর্তৃপক্ষ,

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৭

লেখোয়াড় বলেছেন:
খুব ভাল খবর।

এখন মিষ্টি চাই।

২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৩

লাতি বলেছেন: ওরে বাবারে আপনার ব্লগ বযষ দেখি ৪ বছরের উপর, আমার চেয়েও পুরাত,

বাস্তব মিষ্টি খাওয়ানো সম্ভব নয়, তবে বিনা পয়সায় র্বাচুয়াল মিষ্টি দিলাম, ইফতারের পর খেয়ে নিতে পারেন।

২| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এত রাজনৈতিক লেখা লেখার পরেও =p~ =p~ =p~

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০২

লাতি বলেছেন: মার্জিত ভাষায় সুন্দর রাজনৈতিক সমালোচনা বা পোষ্ট দিলে সামুতে বেন, ওয়াচ বা বেন হবার সম্ভবনা বিন্দুমাত্র নেই, তার প্রমাণ ও সাক্ষী আমি।

৩| ২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৯

দাকুড়াল বলেছেন: সরকারের চামচামি করলে ব্যান হয় না।

২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

লাতি বলেছেন: আমি কারো চামাচা নই, আপনিও সুন্দর ও মার্জিত ভাষায় রাজনৈতিক পোষ্ট দিয়ে যান, দেখবেন বেন বা ওয়াচ কিছুই হবে না, সবসময় নিরাপদ থাকবেন ।

৪| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

কিন্তু শুধু রাজনৈতিক পোষ্ট কেন?

২৬ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৯

লাতি বলেছেন: রাজনৈতিক আলোচনা সমালোচনা আামর প্রিয় বিষয়, বলতে পারেন এটা আমার একটি আবসর কাটানোর প্রিয় বিষয়।

৫| ২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং........ !:#P
শুভকামনা রইলো।

৬| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আমিও ব্লাগে রাজনৈতিক পোষ্ট প্রকাশ করতে ও রাজনৈতিক সর্ম্পকিত ব্লগ পড়তে ভালবাসি।

শুভকামনা রইলো।

৭| ২৬ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৪

বিডি আমিনুর বলেছেন: যতদিন বাল সরকার আছে ততদিন আপনি নিরাপদ !

২৭ শে জুলাই, ২০১৪ রাত ২:২২

লাতি বলেছেন: শুধু আমি নয়, দেশের প্রতিটি মানুষ নিরাপদ থাকবে ইনশআল্লাহ।

মনে পড়ে এখনো এক সাথে একই সময়ে ৬৪ টি জেলায় বোমা হামলা, ২১ আগষ্ট ২০০৪ আওয়ামীলীগ আফিসের সামনে বোমা হামলা, ১০ ট্রাক ভারী অস্ত্র।

কিন্তু তা এখন নেই, কারণ এখন ক্ষমতায় জামাত শিবির রাজাকার ও র্দুনীতিবাজ বি্এন,পি নেই।

৮| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৪

কালের সময় বলেছেন: বাংলাদেশ আওয়ামীলিগ কথা দিচ্ছে তারা বিরোধী দলে গেলেও আর কখন হরতাল দিবেনা ।

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৮

লাতি বলেছেন: শর্ত সাপেক্ষে, যদি অন্যদল হরতাল না করে, তবে বি,এন,পি সেই চুক্তিতে এক মত হয়নি

৯| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৮:১৩

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.