নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্টানেটে সরাসরি বাংলা লিখতে পারতেছি!

লাতি

ভালবাসি সামহোয়ার ব্লগ

লাতি › বিস্তারিত পোস্টঃ

সাঈদী নামক মুলাটি ঝুলিয়ে রাখলো আওয়ামীলীগ, উদ্দেশ্য রাজনৈতিক ফায়দা আদায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৮

যখন ছোট ছিলাম তখন একটি গল্প পড়েছিলাম, গল্পটি ছিল।

এক কৃষকের ঘরে একটি হাস ছিল, হাসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত, হঠাৎ একদিন কৃষক চিন্তা করলো প্রতিদিন হাসটি একটি করে ডিম দেয়, নিশ্চয় হাসটি পেটে অনেকগুলো সোনার ডিম জমা আছে, প্রতিদিন একটি করে করে পাওয়া চাইতে বরং হাসটি পেট কেটে সবগুলো ডিম একসঙ্গে বের করে নিলে ভাল হয়, পেট কাটার পর কৃষক দেখলো হাসটি পেটে কিছুই নেই, এবং হাসটি মারা গেল, তখন মাথায় হাত দিয়ে হতাশ হয়ে অসহায়ের মত বসে থাকলো বেকুপ কৃষক।



না আওয়ামীলীগ ঐ বেকুপ কৃষকের মত কোন কাজ করতে চায়নি, রাজাকার সাঈদী হলো আওয়ামীলীগের জন্য রাজনৈতিক সোনার ডিম দেওয়া হাসের মত, তাকে একক্ষুণি মৃত্যূ দন্ড দিয়ে রাজনৈতিক সোনার ডিম দেওয়া হাসটি মেরে ফেলতে চায়না আওয়ামীলীগ।



রাজাকারের পাল জামাত শিবির বলতে চায়, বেশী খুশি হবেন না, আর ভুলে যাবে না সাঈদীর চুড়ান্ত রায়ের আরো একটি ষ্টেপ এখনো বাকী। মানে সাঈদীকে চুড়ান্ত মৃত্যু দন্ড দেবার মত অনেক সুযোগ ও প্রমাণ আন্তর্জাতিক আদালতের হাতে এখনো আছে।



তবে একটি বিষয় খুবই দুঃখ আর হতাশা জনক, মৃত্যূ দন্ড দেবার মত যথেষ্ট প্রমাণ তাকার পরও রাজাকার সাঈদীকে ফাসীঁ না দিয়ে আওয়ামীলীগ মারাত্বক ভাবে বিচার বিভাগকে বির্তকিত করেছে, বিচার বিভাগ হারিয়েছে তার নিরপেক্ষতা।



তবে আমি মনে করি সরকার রাজকার সাঈদীর রায়ের বিরুদ্ধে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরু্দ্ধে রিভিও আপিল করে , তাকে চুড়ান্ত ভাবে মৃত্যু দন্ড দিবে।



অন্যদিক রাজাকার সাঈদীর মৃত্যু দন্ড না দেওয়ায় মারাত্বক ভাবে রাজনৈতিক বেকাদায় পড়েছে বি,এন,পি, কারণ একই মুর্হুতে যদি সাঈদীর মৃত্যু দন্ড দেওয়া হতো, তাতে সরকারে বিরুদ্ধে জামাত শিবির উগ্রমৌলবাদীদের উষ্কে দিয়ে সরকার বিরুধী আন্দোল জমজমাট করতে পারতো বি,এন,পি কিন্তু বি্এন,পির সেই মিশন সম্পূর্ণ ব্যার্থ হল।



আমি মনে করে যদি এই মুর্হুতে রাজাকার দেলুর মৃত্যু দন্ড দেওয়া হত, তা হলে সবচেয়ে বেশী খুশি হত বি,এন,পি কারণ তাতে দেশে একটি অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারার মত দারুণ একটি সুর্বণ সুযোগ পেত বি্এন,পি।



যারা মনে করতেছেন রাজাকার সাঈদীকে মুক্ত করে জেল হতে জীবিত ফিরে আনতে পারবেন , তাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কারণ তার ইতি মধ্যে আমৃত্যু কারদন্ড হয়ে গেছে, সুতরাং তাকে জেল হতে বের করা আপতত আর সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হলো রাজাকার দেলূর চুড়ান্ত রায়ের আরো একটি দাপ এখনো বাকী।



বর্তমান আওয়ামীলীগ সরকার তখন সাঈদীর চুন্ডন্ত রায়ের বিরুদ্ধে রিভিউ আপিল কারবে এবং রাজাকার সাঈদীর মৃত্যু দন্ড দিবে , যখন জামাত শিবির বি,এন,পির সাথে জোট বন্ধ হয়ে সারকার বিরুধী আন্দোলনে যাবে।



সুতারং জামাত শিবির সারকার বিরুধী আন্দোলনে গেলেই সাঈদীর নিশ্চিত ফাসীঁ।



সাঈদীর এই রায়ে সবচেয়ে লাভবান হয়েছে বর্তমান আওয়ামীলীগ সারকার ।সবচেয়ে মারাত্বক ভাবে রাজনৈতিক ক্ষতিগ্রস্থ আর বেকাদায় পড়েছে বি,এন,পি। আর কিছুই পায়নি জামাত শিবির।









মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫১

সচেতনহ্যাপী বলেছেন: আরো অনেক মূলা ষ্টকে আছে,ভাববেন না।।
আর বিচারবিভাগের কথা বাহুল্য।।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

হাসান রাজিবুল বলেছেন: ইহা উহা বীনে অর্থহীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.