![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি,এন,পি এখনো কথায় কথায় সারাক্ষণ বর্তমান সরকারকে অবৈধ বলে আখ্যায়িত করে। যদিও বি,এন,পি নীতিগত ভাবে অনেক অগেই বর্তমান সরকারের বৈধতার স্বীকৃতি দিয়েছে।
যেমন --
বি,এন,পি নিজেই বলেছিল বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিবেনা, কিন্তু তারা গত উপজেলা নির্বাচনে দলীয় ভাবে অংশ নিয়েছে।
যাই হোক এবার আসাযাক মুল বিষয়ে।
বি,এন,পির নেতৃীত্বধীন ২০ দলীয় জোট আগামী সোমবার ২১/০৯/২০১৪ সারাদেশে হরতাল আহ্বান করেছে।
হরতালে মুখ্য কারণ, সংসদকে উচ্চ আদালতের বিচারকদের সরানোর ক্ষমতা দিয়ে সংবিধান সংশোধনের প্রতিবাদ।
এখন বি,এন,পির কাছে প্রশ্ন - যেহেতু আপনার কথায় কথায় বলে থাকেন বর্তমান সরকার অবৈধ, যেহেতু সরকাই যদি অবৈধ হয় তাহলে তার যাবতীয় কর্মকান্ড অবৈধ। সুতরাং এখন সরকার পতন অন্দোলন না করে আপনারা শুধু মাত্র সরকারের একটি কর্মের বা সারকারের একটি সিদ্ভান্তের বিরুদ্ধে কেন আন্দোল করতেছেন।
তার মানে কি দাড়ালো, তা হলে কি আপনার কি বর্তমান সরকার ও গত ৫ ই জানুয়ারী নির্বাচনের বৈধতা স্বীকার করে নিলেন।
যদি গত ৫ ই জানুয়ারী নির্বাচনের বৈধতা ও গ্রহণ যোগ্যতা মেনেই যদি নিলেন, তাহলে সেই নির্বাচনের পূর্বে দেশে এত ধ্বংসযজ্ঞ , হারতাল, নাশকতা মানুষ হত্যা, গাড়ীতে আগুন, রাস্তাখনন, রেললাইন ও রেল সম্পদ ধ্বংস, সহ কোটি কোটি টাকার রাষ্ট্রিয় সম্পত্তি ধ্বংস করে সাধারণ মানুষকে এত কষ্ট দিলেন কেন?
©somewhere in net ltd.