![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বি,এন,পি জামাত যখন সরকার পতনের জন্য মরিয়া হয়ে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল ঠিক সেই মুর্হুতে সৌদিয়া আরবের সাথে বাংলাদেশ শ্রম মন্ত্রাণালয়ের চুড়ান্ত চুক্তি হলো বাংলাদেশী কর্মী নিযোগের ব্যাপারে।
সৌদিয়াতে বাংলাদেশী কর্মী নিযোগ এটা বি,এন,পি জামাতের সমর্তক, নেতা, কর্মীদের জন্য ছিল মারাত্বক একটি মানষিক পীড়াদায়ক শট, তারা যে কত মারাত্বক মনোযন্ত্রণায় ভুগতেছে তা গত কয়েক দিন যাবৎ বিভিন্ন ব্লগ, ফেসবুক ও বি,এন,পি জামাতের কর্তৃক পরিচালিত কিছু ভুয়া ও ফেইক ওয়েভ সাইটে তাদের মন্তব্য আর বক্তব্যের মাঝে ফুটে উঠেছে।
তাদের মন্তব্য আর বক্তব্যগুলো এতই কটু অকথ্য অশ্নীণ ছিল যে যা ভাষায় প্রকাশ করার মত নয়, আমাদের মা বোনদের প্রতি সম্মান আর শ্রদ্ধা জানিয়ে সেই নোংরা মানষিক ব্যাক্তিদের ঐ সব নোংরা অশ্নীণ বক্তব্য আর এখানে প্রকাশ করলাম না, সম্মানিত পাঠক আর ব্লগার বন্ধুগত হয়তো আপনার সবাই তা দেখেন আর পড়েছেন।
একটি ব্যাপার লক্ষ করে দেখলাম বি,এন,পি জামাত পন্থীরা চায়না আসলেই বাংলাদেশ এগিয়ে যাক, অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হোক, আপনার হয়তো সবাই জানেন খালেদা জিয়া নিজে খোদ অর্ন্তজাতিক মহলকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ হতে কর্মী না নিতে আর বাংলাদেশ হতে কোন পণ্য রপ্তানি আর বিনিয়োগ না করতে।
রাজনৈতিক পরাজয়ের প্রতিহিংসার আগুন যে কত মারাত্বক আর হিংসুক হয় তা দেখলাম।
আপনার সবাই জানেন বি,এন,পির মদদ পুষ্ট আর জামাত শিবিরের নব্য সংষ্করণ হেফাজত নেতা শফি র্গামেন্টস কর্মীদের নিয়ে কি বলেছিল।
অথচ আজ বাংলাদেশ উন্নতির সর্বোচ্চখাত র্গামেন্টস শিল্পের মুলপরিচালক শক্তি আমাদের গর্ব আমাদের মা বোনরা।
হ্যাঁ এই কথা সত্তিযে সৌদিয়া আরবে নারী গৃহকর্মীরা নানার রকম নির্যাতন আর নানা সমস্যার সম্মুখীন হয়, কিন্তু আমি মনে করি বাংলাদেশর সর্বোচ্চ কর্মী বিনিয়োগ দেশ সৌদিয়ার সাতে যদি গৃহ কর্মী এই চুক্তি না করতো পরবর্তী বাংলাদেশ হতে কর্মী নিযোগ প্রকিৃয়া আরো কঠিন হতে কঠিনতর হয়ে যেত, এমনিতে দীর্ঘ্য দিন যাবৎ সৌদিয়া আরব বাংলাদেশ হতে কর্মী নিযোগ বন্ধ করে রেখেছে।
আমি মনে করি বর্তমান এই চুক্তির ফলে সৌদিয়াতে বাংলাদেশী কর্মী নিয়োগ প্রকিৃয়া সহজ হবে, বর্তমান যে গৃহ কর্মী নিয়োগের ব্যাপারে চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে এটি হল র্দীঘ্য দিন কর্মী বন্ধ নিয়োগের প্রাথমিক দাপ, সৌদিয়া বাংলাদেশ হতে অরো কর্মী নিবে ব বলে আশ্বস্ত করেছে।
বি,এন,পি জামাতের কাছে প্রশ্ন বিদেশে বাংলাদেশী গৃহ কর্মী কি নতুন যাচ্ছে? ইতি মধ্যে সৌদিয়া, কুয়েত, আমিরাত সহ আরবীয় মধ্যপ্রাচ্যে বহু গৃহ কর্মী বর্তমানে কর্মরত আছে, কিন্তু বি,এন,পি জামাতের মনে হঠাৎ এই নোংরা মন্তব্য আর বক্তব্য কেন?
উত্তর সহজ, বি,এন,পি জামাত তারা নিজেরাই বলে বেড়াত, যুদ্ধ আপরাধীর বিচার হলে, রাজাকারের ফাঁসী দিলে আরববিশ্ব বাংলাদেশকে একঘরে করবে, বর্তমান সরকার নাস্তিকবাদী ইথ্যাদি।
কিন্তু হঠাৎ মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ সৌদিয়া বাংলাদেশী কর্মী নিয়োগের মাধ্যমে তাদের মুখে জুতো পরলো তায় তাদের মনে এত কষ্ট।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
লাতি বলেছেন: আপনার মনে যে কত যন্ত্রণা তা আপনার ভাষায় প্রকাশ পেয়েছে
যেমন আপনি লিখেছেন
এর ফলস্রুতিতে সউদী সরকার তাদের শ্রমবাজারে মাসে ১৬,০০০ টাকায় ক্লুলেস যৌনদাসী ... ... গৃহকর্মীি নিবে ।
আপনি আমার মা বোনদের যৌনদাসী হিসাবে দেখছেন
এতে প্রমাণিত হয় আসলে আপনার মনে কি যন্ত্রণা হচ্ছে
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
কলাবাগান১ বলেছেন: সবচেয়ে বেশী মনের জ্বালা দেখা যাচ্ছে এক চোখা বিবিসি বাংলার জামাতি উপস্হাপকে..... এদের মনে বড় আশা ছিল তাদের মনের সৌদিরা এই সরকারকে ফেলে দিবে। এখন সরকারের উচিত হবে, জামাতিদের এই কথা গুলি (সৌদি রা রেইপ করার জন্য গৃহদাসী নিচ্ছে) সব সংকলন করে সৌদিদের হাতে তুলে দেওয়া।
সৌদিরা গত সপ্তাহে প্রায় এক হাজার কোটি টাকা দিয়ে নারায়নগন্জে ব্রীজ বানায়ে দিচ্ছে দেখলাম....জামাতিতে বুকে বড় ব্যাথা।
তেলের প্রোপজাল যখন বানানো হয় (ডিসেম্বরে) তখন তেলের ব্যারল প্রতি দাম ছিল ৮৫ ডলার... তবে এখন কমে আসাতে এত দাম দেওয়া উচিত না।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
শেখ মফিজ বলেছেন: ২০১২ সালে সৌদি আরাব গিয়েছিলাম ।
বিভিন্ন লোকের সাথে আলাপ করে বুঝলাম সেখানে
বাংলাদেশ থেকে বৈধ ভাবে লোক নেওয়া হচ্ছে না ।
আরো শুনলাম রাজ পরিবার জিয়া পরিবার কে অত্যন্ত সম্মান করে ।
মক্কা মদিনা সবুজ করার জন্য জিয়া ক্ষমতায় থাকার সময়ে
এদেশ থেকে বিশেষ ধরণের গাছ ও শ্রমিক দিয়েছিলেন ।
আমি বললাম তাহলে খালেদা জিয়া এখন সেখানে কর্মী
নেওয়ার ব্যাপারে অনুরোধ করলে পারেন ।
একজন জবাব দিলো কেন বলবে
তিনি তো এখন ক্ষমতায় নেই ।
আমি বললাম দেশের জন্য কাজটা করবে ।
তার উত্তর তাতে ওনার কি লাভ?
গত কয়েক দিন আগে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের এক
শাখায় বসে ছিলাম । সেখানে প্রচুর লোকের সমাগম থাকে ।
আমার পাশে একজন আগেই বসাছিল, একজন এসে তার পাশে বসলো ।
আলাপে বোঝা যাচ্ছে, র্দীঘ দিনের পরিচিত তারা ।
একজন বললো এতদিন কিরে কি করলি তোরা,
সৈাদিতে তো লোক নেওয়া শুরু হয়ে গেল ।
অন্যজন বললো, চেষ্টা চলছে, দেখা যাক ।
রাজনীতিতে নীতি বলতে কি কিছু থাকতে নেই ?
দেশপ্রেম না থাকলে দেশ দাড়াবে কি করে ।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৭
নিষ্কর্মা বলেছেন: সৌদীতে ১২০০ থেকে ১৫০০ রিয়ালে লোক নেওয়ার কথা ছিল, তা না হয়ে এখন সেটা দাঁড়াল ৮০০ রিয়ালে। এর চেয়ে অপমান আর কি হতে পারে? এখানে বিম্পি-আম্লিগ বলে কথা নেই। দেশে মান সন্মান ভাবুন আগে। এর আগে সৌদিতে বেশি বুয়া পাঠাত যে সব দেশ, তারা সৌদি পুরুষদের যৌন অত্যাচারের জন্য আর বুয়া পাঠাতে চাচ্ছে না। তাই বাধ্য হয়ে সৌদিরা আমাদের দ্বারস্থ। কিন্তু আমাদের বেহায়া দূর্নীতিবাজ মন্ত্রী-কামলা থুক্কু আমলাদের কারজাসিতে এই সুযোগটাও আমরা নিতে পারলাম না!
যেহেতু বাঙলাদেশ না থাকলে আম্লিগ বা বিম্পি থাকবে না, তাই আগে দেশ বাঁচান। দল পরে আসবে।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬
সাদী ফেরদৌস বলেছেন: লেখকের সাথে একমত পোষণ করছি , ধন্যবাদ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫২
লাতি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ সরকার সউদি আরব এবং আবুধাবি থেকে প্রায় ১৩ লক্ষ টন তেল কিনেছে প্রতি ব্যারেল ১১৭ ইউ এস ডলারে । জ্বি আপনি ভুল পড়েন নি ১১৭ ইউ এস ডলারে যেখানে আন্তজার্তিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ৫৬ ইউএস ডলার ।
এর ফলস্রুতিতে সউদী সরকার তাদের শ্রমবাজারে মাসে ১৬,০০০ টাকায় ক্লুলেস যৌনদাসী ... ... গৃহকর্মীি নিবে ।
বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট ।
http://www.somewhereinblog.net/blog/insidegulliver/30014205
http://www.thedailystar.net/govt-okays-oil-purchase-at-higher-than-global-prices-64357
বাহ বেশ বেশ!!!
এই হল আওয়ামী ডিজিটাল উন্নয়ন!! হাম্বা এক চোখা দালালগুলা কই!!!!!
ঘটনা কি দাড়াল..
প্রতি ব্যারেলে বেশি নিচ্ছে/দিচ্ছে - ৬১ ডলার!
১৩ লাখ ব্যারেলে মোট বাড়তি অর্থ দেশ থেকে যাচ্ছে- ৬৩৪+ কোটি টাকা!!!
এই টাকা গচ্চা দিয়ে কি আওয়ামীলিগ নিজেদের গত ৭ বছরের ব্যর্থতা আড়াল করতে চাইছে?
মধ্যপ্রাচ্যের বন্ধ দরজা খূলতে জনগণের এই ৬৩৪+ কোটি টাকা ব্যায় করে জনগণের চোখেই ধূলা দিচ্ছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ব্রাভো!!!!!!!!!!!!!!! কি পরিহাস জাতির সাথে!!!!