![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"মা" এই ছোট্টশব্দটি যে কত প্রিয় আর মধুর সেটা আর নতুন করে ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই। তবে একটি কথা "মা" শব্দের নিচে যেন বাবা শব্দটি যেন হারিয়ে না যায়।
আজ জীবনে ছোট্ট একটি স্ক্রীপ্ট শুনলাম আমার এক বন্ধুর মুখে
স্ত্রীপটি হল
এক যুবক ঘরের চাউনিতে উঠে চাউনিটা মেরামত করছিল, খুব রোদ্রো দুপুর খুবই গরম, ঘরের নীচে দাড়িয়ে দাড়িয়ে দেখতেছিল তার মা আর তার ছোট্ট মেয়েটি । যুবকটি রাগান্বীত হয়ে তার মাকে বল্ল
কি মা আপনি দেখতেছে না আমার মেয়েটা রোদে দাড়ীয়ে আছে ঘেমে গেছে।
মা উত্তর দিল বাবা " তুমিও তো ভীষণ রোদ্রে গরমে ঘরের চাউনিতে উঠে মেরাত করছ, তুমিও তো খুব ঘেমে গেছ। আমার কি খারাপ লাগছেনা।
ছেলেটি খুবই লজ্জাপেল আর বুঝল মায়ের মমতা আর ভালবাসা কত গভীর।
স্ক্রীপটা খুবই ছোট কিন্তু হৃদয় ছুড়ে যাবার মত। "মা" তোমাকে শ্রদ্ধ,
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯
জাফরুল মবীন বলেছেন: সুন্দর!চির সুন্দর!!“মা” এর মত মমতাময়ী সৃষ্টি জগতে আর দ্বিতীয়টি নেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে “মা”কে নিয়ে চমৎকার অনুভূতি ব্যক্ত করার জন্য।
শুভকামনা জানবেন।