![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাষ্ট্রক্ষমতা চাই, কিন্তু কিভাবে? - শিরনামে ইলিয়াস ফকির সাহেব কি লিখেছেন তা আমি পড়ি নি। এবং পড়ার প্রয়োজনও মনে করিনি। বিষয়টি যে শুধু এমনি এমনি তা কিন্তু নয়। -
তিনি সু-লিখনির মাধ্যমে নিশ্চয় ইনিয়ে বিনিয়ে খুব সুন্দর করে সবাইকে ভালোবাসর কথা বলবেন, পরমতের প্রতি সন্মানের কথা বলবেন, আরো অনেক ভালো ভালো কথা লিখবেন। কিন্তু
ইলিয়াস ফকিস সাহেব নিজেই - এগুলো মানেন কি? উনি নিজেই অন্যের মত শুনতে ভয় পান। বহুদিন এই ব্লগে রয়েছি। মনে নেই কবে উনার ব্লগে কি কমেন্ট করেছি। তবে - দির্ঘদিন ধরে তিনি আমাকে তার ব্লগে ব্লক করে রেখেছেন। আগে মাঝে মাঝে ব্লক থাকা সত্বেও উনার ব্লগে যেতাম, ব্লগ পড়তাম। এখন আর ঢু মারিনা শুধু শিরোনাম পড়ি আর হাসি।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
ল্যাটিচুড বলেছেন: জনকন্ঠ আর সংগ্রামের মত পত্রিকার পাঠক, আপনার আমার মত আম জনতা সেটা বিশ্বাস যোগ্য নয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯
ক্ষতিগ্রস্থ বলেছেন: আপনি জনকণ্ঠ পড়েন না, সেটা আপনার সমস্যা! ও হ্যাঁ, আমিও পড়ি না।