নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সু-স্বাগতম

আমি বাংলার গান গাই

ল্যাটিচুড

আমি বাংলার গান গাই

ল্যাটিচুড › বিস্তারিত পোস্টঃ

ভারতকে কাপ পাইয়ে দেবার জন্য আইসিসি আর যা যা করতে পারে:- (বাঙালী সাজেশন)

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০০

১. টস বলে কিছু থাকবেনা। প্রত্যেকটা ম্যাচেই ভারত অটো টস জয়ী।
২. ভারতীয় ব্যাটসম্যানরা যখন ব্যাট করবে তখন এলবিডব্লিই নাই।
৩. ভারতীয় ব্যাটসম্যানদের জোরে বল করা যাবেনা, হাঁটুর উপ্রে ফুলটস দেয়া যাবেনা। দিলে নো বল বলে গণ্য হবে।
৪. ওদের ফিল্ডারদের জন্য কোন নির্দিষ্ট বাউন্ডারী থাকবেনা। ওরা যদি দর্শক গ্যালারীতে গিয়েই একটা ক্যাচ ধরে তাহলেও বিপক্ষ দলের ব্যাটসম্যান আউট বলে গণ্য হবে।
৫. ওদের বোলারদের বল বিপক্ষ দল বাউন্ডারী মারতে পারবেনা। বাউন্ডারী মারলে সেই ব্যাটসম্যানের জরিমানা করবে আইসিসি।
৬. ব্যাটিংয়ের সময় দড়ি টেনে এনে মাঠ ছোট করা যেতে পারে। এতে কোহলি, ধোনীরা সহজেই বেশি রান তুলতে পারবে।
৭. ওদের ব্যাটসম্যানরা টায়ার্ড হয়ে গেলে তাদের জন্য রেস্টের ব্যবস্থা করবে আইসিসি। সেই সময়টা বিপক্ষ দলের বোলাররা রোদে দাড়িয়েঁ থাকবে কিংবা আইসিসি বললে বিপক্ষ দলকে ভারতীয়দের হাত পা টিপে দিয়ে খেদমতও করবে।
৮. ভারতরে ব্যাটিংয়ের সময় আম্পায়ার নামক অদ্ভূত প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে। তারা দেখেও দেখেনা তারা বুঝেও বোঝেনা ফিরে নাহি চায়।
৯. ভারতীয় ফিল্ডাররা কোন ড্রপ ক্যাচ ধরলে সেটা অবশ্যই আউট হবে। তাদের ফিল্ডিংয়ের সময় কোন ড্রপ ক্যাচ থাকবেনা। ড্রপ ক্যাচ তখন মিডিয়ার সৃষ্টি।
১০. ভারতের জন্য এমন নিয়ম করা যেতে পারে তারা মাঠে নামলেই রান করুক অঅর নাই করুক ওভার প্রতি ১৫ রান তাদের স্কোর বোর্ডে জমা হয়ে যাবে।
১১. ভারতীয় ব্যাটসম্যানদের জন্য একাধিক লাইফ থাকবে। তারা যতবার ইচ্ছা আউট হবে কিন্তু ব্যাট ছাড়বেনা।
১২. ভারতীয় ব্যাটম্যানরা রান না পেলে পিচের উপর টুল বসিয়ে সেখানে একটা লুডু দেয়া যেতে পারে। ব্যাটসম্যানরা লুডুর মধ্যে চার-ছক্কা মারবে অনায়াসে। আর সেই চার-ছক্কা রানগুলো যোগ হবে তাদের স্কোর বোর্ডে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:০৭

meghrat বলেছেন: মজা পেলুম ।

২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫

ল্যাটিচুড বলেছেন: নতুন কোন সাজেসন থাকলে দিন- এড করে দিব।

২| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬

meghrat বলেছেন: ১। ইন্ডিয়া ব্যাটিং এর সময় দুইপশে একটি করে স্ট্যাম্প রাখা যেতে পারে ।
২। ইন্ডিয়া ব্যাটিং করার সময় বল ব্যাটে না লাগলেই ওয়াইড বলে গন্য হবে ।
৩। ইন্ডিয়া ফিল্ডিং এর সময় তারা যদি দুইটা বল এক ড্রপের পর ধরতে পারে তাহলে একটি উইকেটের পতন হবে ।
.................................

চিন্তা করলে এমন হাজারো ধরনের আইডিয়া বের হবে ।

৩| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভারতীয় সমর্থকরা গ্যালারিতে বসে ক্যাচ ধরলেও আউটি দিতে হবে।

২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪১

ল্যাটিচুড বলেছেন: ভালো লিখেছেন, আর কিছু ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.