নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

রক্ত ঝরানো একুশে ফেব্রুয়ারী

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩



রক্ত ঝরানো একুশে ফেব্রুয়ারী
লক্ষ্মণ ভাণ্ডারী

নামল সারাদেশে শোকের ছায়া একুশে ফেব্রুয়ারী,
মাতৃভাষা শহীদ দিবসকে ভুলতে কভু কি পারি?
শত তাজা প্রাণ হল বলিদান এই মাতৃভাষার তরে,
সন্তানহারা মায়ের দুচোখে তাই আজিও অশ্রু ঝরে।

একুশে ফেব্রুয়ারী নিয়েছে কেড়ে কত শহীদের প্রাণ,
বাংলার মাটিতে তাজা রক্তে লেখা আছে যাদের নাম।
প্রাণ দিল যারা দেশের মাটিতে রাখতে ভাষার মান,
রক্তের বিনিময়ে গেল তারা গেয়ে জীবনের জয়গান।

পদ্মার জল লাল কেন? কেন মেঘনার দুচোখে জল?
কেন সন্তানহারা মায়ের দুচোখে জল ঝরে অবিরল?
কেন লাল হল বাংলার মাটি শত শহীদের তাজাখুনে?
রক্তাক্ত কালো অক্ষর আজ বাংলায় কাব্যের জাল বুনে।

কত শত শহীদের রক্তে রাঙানো এই একুশে ফেব্রুয়ারী,
মাতৃভাষা শহীদ দিবসে মোরা তাঁদেরকেই স্মরণ করি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: একুশে ফেব্রোয়ারী নিয়ে সুন্দর ছন্দময় কবিতায় মুগ্ধ ।
একুশে ফেব্রোয়ারীতে করিলাম অঙ্গীকার প্রচেষ্টা
নিব বাংলা বানান কে ণ -ত্ব বিধান , ষ- ত্ব বিধান
র- ত্ব বিধান ঝ -ত্ব বিধান , ভ- ত্ব বিধান
প্রভৃতির হাত হতে মুক্তির লক্ষ্যে এর বর্ণমালা
হতে সম উচ্চারণমুলক কিছু বর্ণ কমায়ে
বাংলা ভাষাকে বানান প্রমাদের হাত হতে
করতে মুক্ত । চলবে আন্দোলন ও প্রচেষ্টা
সকল বাংলা ভাষা বিষেযজ্ঞদেরকে নিয়ে !!!
বাংলা ভাষা হতে বর্ণ সংখ্যা কমিয়ে একে
ইংরেজীর মত ২৬ টাতে নিয়ে আসলে
কেমন হবে দয়া করে জানাবেন চিন্তা করে ।


শুভেচ্ছা রইল ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৫

বিজন রয় বলেছেন: কত শত শহীদের রক্তে রাঙানো এই একুশে ফেব্রুয়ারী,
মাতৃভাষা শহীদ দিবসে মোরা তাঁদেরকেই স্মরণ করি।


+++++

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

নাগরিক কবি বলেছেন: খুব ভাল

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


সবকিছুতে রক্ত ঝরে কেন? বানরেরাও বিনা রক্তপাতে, সহজে অনেক সমস্যার সমাধান করতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.