নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার গাঁয়ে পথের বাঁকে

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৯




আমার গাঁয়ে পথের বাঁকে
লক্ষ্মণ ভাণ্ডারী

প্রভাত হলেই সূর্য ওঠে,
কুসুম কাননে কলি ফোটে,
পাখিরা গায় তরুর শাখে,
আমার গাঁয়ে পথের বাঁকে।

আমার গাঁয়ের পথের বাঁকে,
গরু-বাছুর দাঁড়িয়ে থাকে,
ভোলা মালি ফুলের বাগানে
মাটি কোপাই আপন মনে।

গাঁয়ের ইস্কুলে ছাত্র সব
পাঠ পড়ে করে কলরব।
বেলা চারটে বাজে যখন,
ছুটির ঘন্টা পড়ে তখন।

নদীর কাছে বটের গাছে,
পুরানো শিব মন্দির আছে।
নদীজলে মাঝি বৈঠা বায়,
তরণী নিয়ে ওপারে যায়।

বেলা পড়ে যায় সন্ধ্যা আসে,
তারারা জ্বলে নীল আকাশে।
আঁধার নামে মাটির ঘরে,
জোনাকি জ্বলে গাছের পরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , কবিতা ভাল লেগেছে এর কথা ও ছন্দের জন্য ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ধ্রুবক আলো বলেছেন: গায়ের জন্য অনেক প্রীতি, কবিতা ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.