নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

LCC Friends Circle

আমরা হারতে পারিনা, আমরা হারতে শিখিনি

এল.সি.সি.

একটি সামষ্টিক শক্তির নাম লক্ষীপুর ক্রীড়া চক্র। এক তারুন্যদিপ্ত শক্তির নাম লক্ষীপুর ক্রীড়া চক্র।

এল.সি.সি. › বিস্তারিত পোস্টঃ

LCC Friends Circle এর উদ্দোগে ... আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ... এই রমজান মাসে ...

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১

আমরা সবাই ঈদে নিজের জন্য কমপক্ষে ২-৫ টি পোষাক কিনে থাকি, অথচ আমাদের গরীব প্রতিবেশীরা একটাও পোষাক কিনতে পারে না। এবং নতুন পোষাক না থাকার কারনে তারা লজ্জাতে ঈদের দিন বাইরে বের হয় না। :((
.
কিন্তু এবার ঈদে অন্তত্ব আমাদের প্রতিবেশীদের এমন কষ্ট আর আমরা হতে দিবো না, ইনশাহআল্লাহ। এজন্য আল্লাহর সাহায্য ও আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা উদ্দোগ নিয়েছি আমাদের সেইসব প্রতিবেশী গুলোকে ফাইন্ড আউট করে অন্তত্ব একটি করে হলেও পোষাক কিনে দিবো
.
আপনারা যারা আমাদের সহযোগিতা করতে চান :
১. আপনি নতুন পোষাক কিনে আমাদের কাছে পাঠাতে পারেন।
২. আর্থিক সহযোগিতাও করতে পারেন।
.
আমাদের প্রাথমিক টার্গেট :
১. ছেলেদের জন্য কমপক্ষে একটি করে টুপি ও পান্জাবী।
২. পরামর্শ অনুযায়ী মেয়েদের জন্য ব্যবস্থা গ্রহন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.