নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

আহা আজি এ বসন্তে .... !!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭


দেখো! প্রকৃতি আজ কিরুপ সাজে সেজেছে!! আজ যে পহেলা ফাল্গুন!!
ঋতু রাজ বসন্তের আগমনে এ ধরা হোক সুচিময়! আজ পহেলা ফাল্গুন। বাংলা বছরের শেষ দুটি মাসের প্রথম মাস এটি।
নিজ বৈশিষ্ট্যে বৈশিষ্টমন্ডিত হয়ে আর সবগুলো মাসের থেকে নিজেকে আলাদা করে উপস্থাপন করায়, এই ফাগুন পায় বিশেষ মর্যাদা। এই মাসের মূল আকর্ষণ হলো প্রকৃতির নরম চেহারা। গাছে গাছে পলাশ, শিমুলের মতো নানা রঙের ফুল ফোটে, গাছে গাছে কুউউ কুউউ রবে কোকিল ডাকে .... প্রকৃতির মাঝে কি যেনো এক যৌবন খেলে যায় !! প্রকৃতি যেনো নতুন উদ্যেমে আগামী দিনের পথ চলার শক্তি সঞ্চয় করে।ফাগুনের চমৎকার মৃদুমন্দ বাতাস যখন শরীরে পরশ বুলিয়ে দিয়ে যায়, মানুষ তখন তার মন ও শরীরের সমস্ত ক্লান্তি ক্ষনিকের জন্য ভুলে প্রকৃতির সাথে মিশে যায়!! ধুলো মাখা মিষ্টি গন্ধে প্রকৃতির মাঝে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। তাই তো কবি গুরু লিখে গেছেন... আহা আজি এ বসন্তে, এতো ফুল ফোটে, এতো বাঁশি বাজে, আহা এতো পাখি গায় .... আহা আজি এ বসন্তে ... ! বসন্তকে ঘিরে কবি সাহিত্যিকদের রচনার অভাব নেই। কারণ তাদের দৃষ্টিতে, তাদের অনুভুতিতে এই ফাল্গুন এমন এক মহিমা রুপে ধরা দেয়, যে তার রুপ সৌন্দর্য্যের বর্ণনা দিয়ে তারা আত্মতৃপ্তি পান না। তারা তাদের লেখায় এই ঋতুকে যেভাবেই সাজাতে চান না কেনো, পরিপূর্ণ তৃপ্তি তারা তাদের আসে না ... যতবারই সাজান, ততবারই মনে হয় বুঝি কিছু কম পড়ে গেলো ....

সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ....!! শুরু হোক আগামী দিনের সুন্দর পথচলা .... !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.