নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়লার গাড়িতে চেপে মানুষ তার পথ পাড়ি দিচ্ছে আমাদের শহরের খেটে খাওয়া মানুষ! ভাবতে পেরেছে কেউ? নিজের প্রয়োজনে গাড়ি নিয়ে বেরিয়েছেন রাস্তায়- আপনার বা আপনার ড্রাইভারের মুখে মোবিল বা আলকাতরা মাখিয়ে মেকাপ করে দিচ্ছে আন্দোলোনকারী শ্রমিকেরা। ভাবতে পারেন?
ভারতীয় সিনেমা "নায়ক" দেখেনি এমন মানুষ খুব কম আছে। আজ বার বার সেবি ম্যুভিটির কথাই মনে পড়ছে। তবে আফসোস সেই নায়ক সিনেমার নায়কের মতো কোন উদ্ধারকারী আমরা কোন দিনও পাব না!! পোড়া মোবিল মুখে মেখে, পরিশ্রান্ত বাবা ভাই সন্তানেরা বাড়ি ফিরবে! কারণ তাদের ঘাড়ে যে পরিবারের বিশাল দায়িত্ব! তার আয় রোজগারের দিকে তাকিয়ে আছেন বৃদ্ধ বাবা মা, ছোট্ট শিশু, স্ত্রী ... ! যত কষ্টই হোক, যত অপমানই হোক না কেন! পরিবারের মুখের এক চিলতে হাসি যে অনেক বড় দামী!!
আমাদের তাই থামলে চলবে না! যে যেভাবে পারে অপমান করুক, অমর্যাদা করুক, সাধারণ খেটে খাওয়া মানুষের আবার এসব গায়ে মাখলে চলে না। এটাই আমাদের প্রাপ্য!! এটাই আমাদের পাওনা বলে মেনে নিতে হবে! কারণ সাধারণ মানুষ হয়ে জন্মেছি ... দেখার কেউ থাকবে না, এটাই স্বাভাবিক।
২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০
আহলান বলেছেন: এমনটা কেউ দুঃস্বপ্নেও দেখে না। তবে দূর্ভাগ্য কপালে থাকলে আমাদের এমন ভাবেই চলতে হবে!!
২| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১
মাহমুদুর রহমান বলেছেন: আমরা যতই দুঃখপ্রকাশ করি যার মান যায় সে বোঝে তার যন্ত্রনা।
২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫
আহলান বলেছেন: সেটাই ! এই পোড়া কালো মুখে ঘরে ঢুকলে বাচ্চারা কি বলবে? তাদের বাবা কি চুরি করতে গিয়েছিলো ? না তাদের অন্ন সংস্থানের জন্য বেরিয়েছিলো?
৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের সরকার সাধারণ শ্রমিকদের আন্দোলনে যেতে বাধ্য করছে।
২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০
আহলান বলেছেন: তাদের এমন কর্মকান্ডে যখন প্রশাসন বাঁধা দিচ্ছে না , তখন তো মানুষ এমনই ধারণা করবে!
৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬
মাহমুদুর রহমান বলেছেন: এই পোড়া কালো মুখে ঘরে ঢুকলে বাচ্চারা কি বলবে? তাদের বাবা কি চুরি করতে গিয়েছিলো ? না তাদের অন্ন সংস্থানের জন্য বেরিয়েছিলো?
সুসন্তান হলে বুঝবে বাবার এমন পরিনতির কারন।
২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০
আহলান বলেছেন: অবশ্যই বুঝবে ... !
৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: ঈশ্বর নিজেই মুখ লুকিয়ে হাসছেন।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই হল সোনার বাংলার মানুষের নৈতিক পাওনা।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: এই শাহজাহানকে যদি ক্রসফায়ারে দেয়া যেতো। শামীম, শাহজাহান, বদি এরা হলো লীগের হাতে গড়া গডফাদার। এদেরকে নিয়ে ভুগতে হবে একদিন
৮| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশপ্রেমের প্রতিদান দেয়া হচ্ছে...
৯| ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধিক্কার জানাই এদের। নিকৃষ্ট কাজ করছে। ফল একদিন পাবেই।
২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১
আহলান বলেছেন: এটাই অসহায়দের শেষ অবলম্বন! ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫
খাঁজা বাবা বলেছেন: ময়লার গাড়িতে করে অফিসে যাওয়ার এমন অভিনব সুযোগ আপনাদের কে করে দিয়েছে?
এটাো কি তাহার স্বপ্ন ছিল?