নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রিকায় দেখা যাচ্ছে শহর থেকে অনেক মানুষ বাসা ছেড়ে দিচ্ছেন।মূল কারণ হলো আয় নাই, কিভাবে বাসা ভাড়া দিয়ে থাকবে, খাবে? করোনা-র কারণে কত মানুষ এভাবে কর্মহীন হয়ে পড়েছে। চা বিক্রেতা, ফুটপাথের হকার, শপিংমলের দোকানী-কর্মচারী থেকে শুরু করে অসংখ্য চাকরী হারা, আয় রোজগারের পথ নষ্ট হওয়া মানুষ আজ তাদের চির পরিচিত পরিবেশ ছেড়ে মাথা গোঁজার নতুন ঠিকানার খোঁজ করতে বাধ্য হচ্ছে।
বেশীর ভাগ মানুষেরই আপাততঃ গন্তব্যস্থল স্থায়ী ঠিকানা অর্থাৎ গ্রামের বাড়ি। যেখানে হয়তো সাজানো ঘর নেই, নেই পরিপাটি বিছানা, বা ইন্টার্নেট বা ডিশ লাইন বা আইপিএস/উপিএস বা অন্যান্য শহরভিত্তিক সুযোগ সুবিধা।কোন রকম খেয়ে পরে জীবনটাকে নিরাপদ রাখাই এখন একমাত্র চাহিদা। অতঃপর নতুন করে জীবন সংগ্রামের পথ খুঁজে নিতে হবে তাদেরকে। এমনিতেই সর্বত্র কাজের অভাব, এমতাস্থায় নতুন করে জীবিকার সন্ধান করা আরো বড় চ্যালেঞ্জ। স্ত্রীর ভরণপোশন, সন্তান সন্ততির লেখাপড়া, বয়োবৃদ্ধ বাবা মার চিকিৎসাসেবা এই সমস্ত ব্যয়ভার মাথায় নিয়ে জীবিকার নতুন রাস্তা খুঁজে বের করা এই পরিস্থিতিতে খুবই জটিল। তবু মানুষ হাল ছাড়বে না, জীবন যুদ্ধে জয়ী হতেই হবে। নিজের ও নিজের পরিবারের জন্যে নিজেকে বিলীন করার ব্রত নিয়ে মানুষ নতুন উদ্যোমে নতুন ভাবে নিজেকে দাড়া করাবে।
কেউ হয়তো এই হতাশা থেকে মুক্তি পেতে অনৈতিক পথও বেছে নিতে পারে। সমাজে বেড়ে যেতে পারে অন্যায় চুরি ডাকাতি রাহাজানী! লক্ষ লক্ষ পরিবার আজ অসহায় আর হতাশায় নিমজ্জিত। কেউ কি আছেন, যিনি তাদের জন্যে আলোর দিশারী হয়ে পথ দেখাবেন! এই সময়ে এই অসহায় মানুষ গুলোকে সঠিক পথ দেখানোর জন্যে যোগ্য মানুষ চাই। যে যার অবস্থানে থেকে সাহায্যের ব্রত নিয়ে আসুন হাত বাড়াই .... ভবিষ্যৎকে সুরক্ষিত করি।
২| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই বেদনাদায়ক একটা পর্বান্তর চলছে!
অন্ধকার সুড়ঙ্গের ভেতর যেন ঢুকে পড়েছে দেশ!
দিশাহীন অন্ধের মতো কেবল চলার জন্যই চলা চলছে!
আলোর দিশা মিলেযাক শীঘ্র
মুক্তি পাক মানুষ, দেশ।
৩| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: সামাজিক উদ্যোগ প্রয়োজন।
৪| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাস্তব বড় কঠিন
আল্লাহ সবাইকে হেফাজত করুন
৫| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৫৬
বিজন রয় বলেছেন: আমাদের দেশে কোন পরিকল্পনা নেই।
৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:০৮
ইসিয়াক বলেছেন:
নতুন করে বাঁচার নামই জীবন। লড়াই চালিয়ে যেতে হবে।
পোস্টে ভালো লাগা।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: এই হলো দেশের অবস্থা। কিন্তু দেশ নাকি উন্নয়নের মহাসড়কে? তাহলে দেশের এই অবস্থা হবে কেন?