নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

**সময় ফুরোলে**

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:০৩

**সময় ফুরোলে**

বাবা, কি করছ?
মোবাইল হাতে নিয়ে কি এতো খুঁজছ?

দ্যাখতো, আজ আমার জন্মদিন;
কত জন বলছে, শুভেচ্ছা নিন!
কই দেখি দেখি তোমার ফেবু একাউন্ট;
কতজনে করলো উইশ, আমি করি কাউন্ট!

কই বাবা, কাওকেই তো দেখিনা
শুভ জন্মদিন, হাই হ্যালো, কিছুই তো কেউ বলেনা।
কি বলিস এসব! গত বছর দ্যাখ কতজন;
করেছিলো উইশ আর সাদর সম্ভাষন!

এবছর বাবা তুমি করেছো রিটায়ার্ড
উইশকারীদের দলও অন্যথা হয়েছে ফরোয়ার্ড!
তুমি বাবা বড্ড বোকা, ভেবেছিল যাদের বন্ধু;
আদতে তারা ছিলো একেকজন তেলের সিন্ধু!

যখন দরকার তখন মেরেছিলো তোমায়
এখনো মারছে তারা, তবে অন্যথায়!!
দু’একজন যে করেনি উইশ তা কিন্তু নয়;
তাদের কাছে তুমি ছিলে শ্রদ্ধার সব সময়।

দিনের আলো যেমন আঁধার রাতে হারায়
মানুষও তেমন হারিয়ে যায়, ফুরোলে সময়!!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: চমতকার কবিতা।

৩| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:২২

নেওয়াজ আলি বলেছেন: । সুনিপুণ প্রকাশ।

৪| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫২

কবিতা পড়ার প্রহর বলেছেন: খুব সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.