নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

রোজা এবং ঈদ পালনে রাষ্ট্রিয় সিমারেখা!

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০০

প্রতি বছর আমাদের দেশ সহ অন্যান্য মুসলিম দেশে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা এবং দুই ঈদ পালনের জন্যে বেশ হুজুগ ওঠে। আসন্ন রোজা এবং ঈদেও যে কিছু লোক এমনটি করবেনই তার প্রস্তুতিও তারা ঠিক রেখেছেন। কিন্তু কেন সৌদির সাথে মিল রেখে রোজা বা ঈদ পালন করতে হবে হবে সেই ব্যপারে সুস্পষ্ট কোন ব্যাখ্যা পাওয়া যায় না। কারণ সৌদি আরবে চাঁদ ওঠার আগেই যেখানে চাঁদ ওঠে, সৌদি কিন্তু সেটা ফলো করছে না অথবা যে সকল দেশ সৌদি থেকেও সময়ের দিক থেকে এগিয়ে, সৌদি কিন্তু কোন এবদত বন্দেগীর ক্ষেত্রে সেই দেশের সময়কে অনুসরণ করছে না।

সুতরাং একজন চাঁদ দেখলেই সব দেশের সবার জন্য তা প্রযোজ্য হবে, এই কথাটি খোদ সৌদি আরবেই মানা হচ্ছে না। সুতরাং সেখানে আমরা কেনো সৌদিকে অনুসরণ করবো,সেটা বোধগম্য নয়। আর যদি অনুসরণ করতেই হয়, তবে নামাজের মতো পাঁচ ওয়াক্ত ফরজ এবদতের সময়সূচীও সেভাবেই অনুসারিত হওয়া বাঞ্ছনীয়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আরবরা বর্বর জাতি।

২| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.