নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে হয়তো অবগত নন, তাই বলছি যে, চাঁদ দেখার উপরে ভিত্তি করে শবে বরাত এর ছুটি একদিন পিছিয়ে অর্থাৎ ২৯শে মার্চের পরিবর্তে ৩০শে মার্চ, ২১ এ পালিত হবে। তাই যে সকল ধর্মপ্রাণ মুসল্লিগন রাত্র জেগে নফল এবাদত বন্দেগী ও রোজা পালনের নিয়্যাতে আবদ্ধ আছেন, তাদের জন্য তারিখটি জানা অতীব জরুরী। অনেকেই শবে বরাত উপলক্ষ্যে তিনটি রোজা রাখেন, সেই ক্ষেত্রে রবি, সোম ও মঙ্গল, এই তিন দিন রোজা রাখতে পারেন।
এটি অত্যন্ত মহামহিমান্ব্যিত রজনী। বনু ক্বালব গোত্রের ছাগলের পালের লোম পরিমান মানুষকে আল্লাহ এই রাত্রের উছিলায় ক্ষমা করে থাকেন। অর্থাৎ অসংখ্য অগনিত মানুষ এই রাত্রে আল্লাহর রহমতের দ্বারা ক্ষমা প্রাপ্ত হতে পারেন। আল্লাহ আমাদেরকে আগামী শবে বরাত বা ১৫ই শাবানের রাত্রের ফায়দা হাছিলের তৌফিক দান করুন। গেলো বছর কত ভাই বোন করোণা আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন, না ফেরার দেশে। আল্লাহ আমাদেরকে এখনো হায়াতে রেখেছেন, আমরা এই হায়াতের সঠিক ব্যবহারে স্বচেষ্ট হই। আমিন!!
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: জাজাকাল্লাহ খাইরুন।