নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

শেষ যমানা, যেখানে ঈমান রাখা হাতের তালুতে গরম কয়লা রাখার চেয়েও কঠিন!!

০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮



আমাদের সমাজে অনেক মানুষ এখন ইসলাম নিয়ে চর্চা করছেন।মানে শিষ্যের চেয়ে ওস্তাদ বেশী আর কি! বুঝতেই পারছেন, ছাত্রের চেয়ে শিক্ষকের সংখ্যা বাড়লে লেখা পড়ার কি অবস্থা হয়! সবাই মাতবর আর কি!! ;) নিজে তো পালন করেই না, অন্যকেও বিভ্রান্ত করতে ছাড়ে না। নিজের মতো করে ব্যাখ্যা না করলে তো নিজের এলেম জাহের হয় না। ভুল কি শুদ্ধ তা দেখার কি দরকার।

মুসলমান যে ৭৩ ফের্কা বা দলে বিভক্ত হবে, তার ভেতর থেকে একটি দল জান্নাতি, বাকি গুলো জাহান্নামি, একথা হাদিস শরীফেই এসেছে। তাই বলছি আধুনিক ইসলাম ছেড়ে গোড়ার দিকে তাকান। ফায়দা হবে। নচেৎ কি হবে, আল্লাহু আলাম।

বিঃদ্রঃ
রেফারেন্সকৃত বইটি কার লেখা, সেটা আগে দেখুন। বুখারী শরীফের হাদিস যিনি সংগ্রহ করেছেন, তাঁরই অন্য একটি হাদিস গ্রন্থ এটি। সুতরাং মন্তব্য করার আগে বুঝে শুনে করুন।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "সবাই মাতব্বর আর কি!"

-আপনি হয়তো সবচেয়ে কমশিক্ষিত, বড় মাতব্বর।

২| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৪

স্থিতধী বলেছেন: আজকাল ব্লগের অনেক পোস্ট দেখে মনে হচ্ছে যে, আমাদের জাতীয় সমস্যার নামঃ কদমবুসি সমস্যা

৩| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩২

অধীতি বলেছেন: কদমবুছি তো ছোটবেলা থেকেই করে আসতেছি। কোন সমস্যা পাইনি। মা-বাবাকে কদমবুছি করার থেকে জগতে আর বড় তৃপ্তি আমি খুঁজে পাইনি।

৪| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আগে মানুষ ইসলাম জানতো কাঠ মোল্লাদের কাছ থেকে এখন জানে ইন্টারনেট থেকে।ইসলামের নাড়ী নক্ষত্র সব জানার আওতায় চলে আসছে।বং ছং বুঝানোর দিন শেষ।

৫| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আল্লাহর রাসূল (সাঃ)-এর একটি সুন্নাহ আবার জিন্দাহ হোক। আপনাকে ধন্যবাদ নিরন্তর।

৬| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমস্যা হলো ইয়াজিদি সিলসিলায় আবার যারা ইসলামকে ফিরিয়ে নিতে চায়
আহলে রাসুল বিরোধী আহলে বায়াত বিরোধী অপশক্তির পেছনে আছে ইবনে সউদ গোষ্টির অর্থায়ন!
তাই তারা বিদাত বিদাত বলে চিৎকার করে ইসলামকে মূলত ব্যাকডেটেড একটা জীবন বিধান হিসেবেই দাড় করাতে চায়!

সম সাময়িকতাকে, বিভিন্ন দেশ, সংস্কৃতির ভাল শুভ অংশকে ইসলাম যে ভাবে কোঅপ্ট করেছে অন্য কোন ধর্ম পারেনি।
এখন তারা সেই সহনশীলতা, সেই প্রেম থেকে সরিয়ে কট্টরতা, বিধি বিধানে বাঁধা এক ভারী জগদ্দল বিধান বানাতে চাইছে!
তাই পহেলা বৈশাখে বোমা মারা দেখি! শাহজালাল ইয়েমেনী রহ এর মাজারে বোমা মারতে দেখি!
তারা মসজিদে নামাজরত মুসল্লী মেরে কোন ইসলাম কায়েম করতে চায়????
রাসূলের কোন ষুন্নাতে আছে - বিশ্বাসীদের হত্যা করার বিধান???

৭| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: বুঝে মন্তব্য করতে পারবো না। তাই মন্তব্য করা থেকে বিরত থাকলাম।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১:৪৭

জগতারন বলেছেন: আমাদের সমাজে অনেক মানুষ এখন ইসলাম নিয়ে চর্চা করছেন।মানে শিষ্যের চেয়ে ওস্তাদ বেশী আর কি! বুঝতেই পারছেন, ছাত্রের চেয়ে শিক্ষকের সংখ্যা বাড়লে লেখা পড়ার কি অবস্থা হয়! সবাই মাতবর আর কি!! ;) নিজে তো পালন করেই না, অন্যকেও বিভ্রান্ত করতে ছাড়ে না। নিজের মতো করে ব্যাখ্যা না করলে তো নিজের এলেম জাহের হয় না। ভুল কি শুদ্ধ তা দেখার কি দরকার।

মুসলমান যে ৭৩ ফের্কা বা দলে বিভক্ত হবে, তার ভেতর থেকে একটি দল জান্নাতি, বাকি গুলো জাহান্নামি, একথা হাদিস শরীফেই এসেছে। তাই বলছি আধুনিক ইসলাম ছেড়ে গোড়ার দিকে তাকান। ফায়দা হবে। নচেৎ কি হবে, আল্লাহু আলাম

- সহমত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.