নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

২০শে জুলাই,২১ থেকে ৫ই আগষ্ট,২১ পর্য্যন্ত বাধ্যতামূলক ঈদের ছুটি ঘোষণা করা হোক।

১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৬



আগামী ২১ তারিখে ঈদুল আজহা, মাঝে একটি দিন, তার পরই কঠোর লক ডাওন। বিষয়টি নিয়ে সব মহলই এখন যার পরনাই চিন্তিত। একটি সাসপেন্স কাজ করছে সবার মনে। কি হবে, কি হতে পারে, কিভাবে এই ঈদ আর লক ডাওনকে সমন্বয় করা যাবে। এটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নাই। কারণ হচ্ছে, যারা ঈদের ছুটি তে গ্রামে যাবেন, তাদের চিন্তা ঈদের পরের দিনই কিভাবে ফিরে আসবেন? একদিনে যদি ঘর ফেরৎ মানুষ সব রাস্তায় নামে, তবে পরিস্থিতি কি ভয়াবহ হতে পারে সেই চিন্তা আর আশংকায় গোটা জাতিই অস্থির। অপরদিকে শিল্প কলকারখানা কর্তৃপক্ষ চিন্তা করছেন এতো দিন সব কিছু বন্ধ রাখলে শিপমেন্ট উৎপাদন সব কিছুর শিডিউল কিভাবে মেইনটেন করবো? সব যদি বন্ধ থাকে, তাহলে শ্রমিকরা কিভাবে একদিনের মধ্যে কর্মক্ষেত্রে ফিরে আসবে, কিভাবে উৎপাদন অব্যহত থাকবে। এমন সব অশংকায় আমরা সবাই জর্জরিত।

আচ্ছা সরকার যদি লক ডাওনের অর্থাৎ সামাজিক দূরত্ব বজায়ে রাখার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণের পাশপাশি ২০শে জুলাই থেকে ৫ আগষ্ট পর্য্যন্ত ঈদের সাধারণ ছুটি ঘোষনা করে, তবে কেমন হয়? তাহলে অন্ততঃ চাকুরীজীবিগন মালিক পক্ষ থেকে অফিসে আসার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবে। পক্ষান্তরে মালিক পক্ষগনও কল কারখানা ব্ন্ধ রাখতে আরো বেশী বেগ পাবেন।

বর্তমান সময়ের আলোকে ছুটি দেওয়ার এখতিয়ার প্রাইভেট কোম্পানির হাতে না রেখে সরকার যদি বাধ্যতামুলক ভাবে ২০জুলাই থেকে ৫আগষ্ট পর্য্যন্ত সাধারণ ঈদের ছুটি ঘোষণা দেয়, তবেই সর্বাত্মক লক ডাওন পালিত হতে পারে পাশাপাশি শিল্প কল কারখানা সব বন্ধ রাখার যে সরকারি পরিকল্পনা তা বস্তবায়িত হতে পারে। নতুবা বিভিন্ন অজুহাতে শিল্প কলকারখানা ঠিকই খোলা থাকবে, মানুষ ঐ প্রথম বারের মতো পায়ে হেটে হলেও ঢাকায় পৌছানোর চেষ্টা করবে এবং ভোগান্তিতে পড়বে। ফলে দেশ হয়তো ভয়বহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
আল্লাহ আমাদের সবাইকে এই আশঙ্কা থেকে মুক্তি দান করুন। সবাইকে হেফাজত করুন। আমিন।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মন্দ হয় না, উত্তম প্রস্তাব!!
তবে যাদের চাকুরী আছে
তাদের হবে পোয়া বারো।
যাদের নাই তাদের সবকূলই যাবে!

১৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৪

আহলান বলেছেন: আসলে ঈদের ছুটিতে লোকজনকে বাড়ি পাঠিয়ে দিয়ে আর ফিরতে না দিয়ে লক ডাউনের মাধ্যমে আটকে রাখার জন্য সরকার যে পরিকল্পনা এটেছেন, সেটার সঠিক বাস্তবায়নের জন্যে ছুটি ছাড়া বিকল্প নাই-আমার মতে। অনেক অসহায় মানুষের ইতিমধ্যে সবকূল গেছে ...যারা আছে , তাদেরও যাওয়ার পথে !!! আল্লাহ রক্ষা করুন।

২| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেজে গোবরে করে করোনা মিক্সচার করার চেয়ে এটাও মন্দ নয়!

কিন্তু শুনবে কে?

৩| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

শেরজা তপন বলেছেন: ২০শে জুলাই,২১ থেকে ৫ই জুন,২১ পর্য্যন্ত বাধ্যতামূলক ঈদের ছুটি ঘোষণা করা হোক!!

৫ই আগষ্ট হবে নয় কি?

১৯ শে জুলাই, ২০২১ সকাল ৮:৫৮

আহলান বলেছেন: ধন্যবাদ ভাই ঠিক করে দিচ্ছি !

৪| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৫

আহমেদ জী এস বলেছেন: আহলান,





আমাদের কোনও কিছুতেই কিছু হবেনা ।
ছুটি দেয়া হোক কিম্বা না-ই হোক , আমরা আমাদের মনমতো সব করবো। আমরা স্বাধীন , চলবো নিজের মতো। জাতীয় কবির ভাষায় বহুবচনে বলি -
আমরা অনিয়ম , উচ্ছৃঙ্খল
আমরা দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল
আমরা মানি নাকো কোন আইন....

১৯ শে জুলাই, ২০২১ সকাল ৮:৫৫

আহলান বলেছেন: কথাটা আসলেই আমাদের জন্যে উপযুক্ত। পাড়ায় মহল্লায় আড্ডবাজি ব্লা ব্লা ... এসব বন্ধ হবার নয়। তারপরেও বৃহত্তর স্বার্থে যেহেতু কিছু একটা করতে হবে বা সরকার করবে, তাই কিছু দিক নির্দেশনা শেয়ার করা আর কি ... হয়তো ভালো কিছু হতেও পারে !!

৫| ১৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:২০

রানার ব্লগ বলেছেন: আপনার কি মনে হয় মানুষ এতেও থেমে যাবে, না, এরা থামবে না, আমার মবে হচ্ছে মানুষের পায়ে চাকা লাগানো আছে এরা নিজের ইচ্ছার বিরুদ্ধে চলাচল করে, এই মহামারীতে মানুষ দেদারসে ঘুরে বেড়াচ্ছে। ছুটি ফুটি না এক্কে বারে সব গুলারে ধরে হাজতবাস করা উচিৎ। প্রতিদিন ২০০+ মানুষ মারা যাচ্ছে তাতেও এদের আক্কেল দাত গজায় না।

আমাদের যুক্তি শুনুনঃ

** বাবার সিজার হবে তাই হাসপাতালে যাচ্ছি

** চা খেতে বাহির হয়ে পথ হারিয়ে ফেলেছি

** আমার বাসায় গরম মসলা নাই তাই কিনতে বাহির হয়েছি

** লকডাউন ঠিক মতো পালন হচ্ছে কি না তাই দেখতে বাহির হয়েছি

এই রকম আরো আছে।

১৯ শে জুলাই, ২০২১ সকাল ১০:৩৪

আহলান বলেছেন: জ্বি ভাই ... আমাদের উদাসিনতা সর্বত্রই , হাড়ে অস্থি মজ্জায় .... যার খেসারত অনেকেই দিচ্ছে !

৬| ১৯ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: করোনাও আমাদেরকে শিকল পরাতে পারেনি।

৭| ২১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.