নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদে বাড়ি যাবার আগে করনীয়ঃ
১। অবশ্যই রান্না ঘরের গ্যাসের চাবি লক করবেন।
২। ঘর থেকে ঘরে যাওয়ার সকল দরজা ও জানালা ভালো ভাবে লক করবেন।
৩। পানির কল গুলো ভালো ভাবে চেক করে নিবেন।
৪। রাউটারের সুইচ অফ করে দিবেন।
৫। মোবইল চার্জার ব্যাগে ভরে রাখবেন
৬। টিভি, ফ্যান, এসি, লাইট সহ বৈদ্যুতিক সংযোগ গুলো চেক করে নিবেন।
৭। মূল দরজায় ভালো ও উন্নতমানের তালা ব্যবহার করবেন।
৮। পারতঃপক্ষে আলমারি ও লকারে টাকা পয়সা বা স্বর্ণালংকার রেখে যাবেন না।
৯। আয়তুল কুরসী পড়ে আল্লাহর কাছে হেফাজত চেয়ে ঘর থেকে বের হোন
সবার ঈদ যাত্রা শুভ হোক, নিরাপদ হোক, আল্লাহ সবাইকে সহি সালামতে ঈদ উদযাপন শেষে স্বাভাবিক কর্মজীবন শুরু করার তৌফিক দান করুন।
০৯ ই মে, ২০২২ বিকাল ৫:২৩
আহলান বলেছেন: হ্যা, আপনি সুন্দর পয়েন্ট বলেছেন। ধন্যবাদ।
২| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৩
এম ডি মুসা বলেছেন: ভালো উপদেশ।
৩| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৪
কাশফিয়া কাশফুল বলেছেন: Awesome Advises !
৪| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: এবারের ঈদে লম্বাছুটি আছে।
সেই সুযোগে ঢাকায় চুরি বেরে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে।
৫| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩১
খায়রুল আহসান বলেছেন: সময়োপযোগী কিছু পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ। জুন এর পরামর্শটাও অবশ্য-পালনীয়।
৬| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৩৪
জটিল ভাই বলেছেন:
সুণ্দর উপদেশ। ৯নংটা বিশেষভাবে ভালো লাগলো। জাজাকাল্লাহ্।
৭| ০১ লা মে, ২০২২ সন্ধ্যা ৬:০১
কালো যাদুকর বলেছেন: ১০ L সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই কোথায় যাচ্ছেন- এই ব্যাপারে কিছু স্ট্যাটাস লিখবেন না। চোরকে দয়া করে বলবেন না - " আমি গেছি মার্কেটে বাড়িতে নেই " ৷
৮| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর পোস্ট সুন্দর পরামর্শ।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩২
জুন বলেছেন: ২ নং ঠিক আছে তবে রান্নাঘর বা এমন একটা জানালা কিছুটা হলেও খুলে রেখে যাওয়া উচিত। কারণ ভুলক্রমে যদি গ্যাস লাইন লিক করে তবে জমানো গ্যাস থেকে একটা মেগা ডিজাস্টারের আশংকা থাকে। আমরা তাই করি।