নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

আমাদের সমাজ বর্তমান চীত্র !

২১ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:০১

একটা সমাজ কিভাবে নষ্ট হয়, তার প্রতিচ্ছবি আমাদের সমাজ। যেমন- এমন কোন খাদ্য দ্রব্য নেই যাতে ভেজাল নেই। কাঁচা সব্জি থেকে শুরু করে ফল ফলাদি প্রতিটা খাবারে বিষ। এমন কোন প্রসাধনী নেই যাতে ভেজাল নেই। রডের বদলে বাঁশ তো খুবই পরিচিত। পিচের রাস্তায় বিটুমিন থাকে নাম মাত্র। ইঞ্জিনিয়ার সাহেবের তাতে পকেট গরম হয়। হাসপাতালে যান, দেখবেন দালাল আর সিন্ডিকেট চক্র। ডাক্তারগন প্রাইভেটে চিকিৎসা করে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্যাথলজি টেষ্ট করিয়ে বিশাল কমিশন পাওয়ার ব্যবস্থা করে রেখেছেন। বিদ্যালয়ে যান। কোচিং আর প্রাইভেট পড়ানোর রমরমা ব্যবসা। মসজিদে যান। সভাপতি সেক্রেটারী পদ নিয়ে মারামারি আর দানের টাকার লুটপাটে অনেকেই সিদ্ধহস্ত। আদালতে যান, টাকা আছে তো আইন আপনার পক্ষে .... এমন কোন সেক্টর নাই যেখানে অতিরিক্ত অর্থ খরচ ছাড়া কোন কাজ এগোবে।

বিষয়টা আমরা সবাই জানি এবং প্রত্যেকেই কোন না কোন উপায়ে ভুক্তভুগি। আমরা একরকম মেনেই নিয়েছি যে, আমাদেরকে এসব নিয়েই বেঁচে থাকতে হবে। আগামী প্রজন্মেরা ইউরোপ এমিরিকায় কামলা দেয়ার স্বপ্ন দেখে ...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৪ রাত ৮:৩৩

কামাল১৮ বলেছেন: চিন্তা ভাবনা আধুনিক না হলে সমাজ নষ্ট হয়ে যায়।

২| ২১ শে মে, ২০২৪ রাত ৯:১৫

নাহল তরকারি বলেছেন: দেশ শেষ হয়ে গেলো?

৩| ২১ শে মে, ২০২৪ রাত ৯:৫৪

শূন্য সারমর্ম বলেছেন:


সমাজে আপনার অবস্থান কোথায়?

৪| ২২ শে মে, ২০২৪ রাত ৩:৪৫

আহমেদ জী এস বলেছেন: আহলান,




চিন্তা-চেতনা-মানসিকতার দৈন্য এবং সমাজের সকল সদস্যদের মাঝে "ইয়া নফসি.." "ইয়া নফসি.."র প্রাধান্য থাকলেই এমন ভাবে সমাজ নষ্ট হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.