নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটা বিরোধী আন্দোলনে শহুরে জীবনে ব্যপক প্রভাব ফেলেছে। স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটছে। তারপরেও এই আন্দোলন রাজপথে সরব। ব্যপারটা ঠিক বোধগম্য নয়। সরকার এই আন্দোলনের প্রতি এত কোমল নমনীয় কেন? এদেরকে রাজাকারের নাতি পুতি হিসাবে ট্যাগ করে খুব অল্প সময়ের মধ্যেই রাস্তা থেকে বিতাড়িত করা সম্ভব। এদের রাস্তায় টিকে থাকার মতো কোন জনবল আছে বলে মনে হয় না। তার পরেও তারা আন্দোলনে টিকে রয়েছে .... মির্জা ফখরুল আবার এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। সুতরাং এটা বিএনপির একটি মদদ পুষ্ট আন্দোলন বলেও চালিয়ে দেয়া যায় এবং খুব সহজেই বিরোধী দলীয় আন্দোলন নস্যাৎ করার অজুহাতে এই আন্দোলনকে দমাতে সরকার কঠোর হতেই পারে ... কিন্তু হচ্ছে না কেনো? আসলেই এদের পিছে কারা আছে? উদ্দেশ্য কি? পানি ঘোলা করে দেশে অস্থিরতা বজায় রাখা আর সেই ঘোলা পনিতে মাছ শিকার ...কে মাছ শিকার করবে? কারা তারা .... এতো ক্ষমতা কারা রাখে এই দেশে ....
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩৫
আহলান বলেছেন: জ্বি ... ঠিক বলেছেন !
২| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:১৫
শায়মা বলেছেন: হা হা এদেরকে রাজাকারের নাতিপুতি বলে ট্যাগ দেবে???
হা হা তুমি কি সবখানেই ব্লগ দেখো নাকি ভাইয়া??
ব্লগের ট্যাগ দেখতে দেখতে এই ট্যাগবাজি বুদ্ধি আমাদের মাথায় ঘোরে সারাক্ষন। হা হা
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩৬
আহলান বলেছেন: আপু, ধইন্যা!
৩| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:০২
বাউন্ডেলে বলেছেন:
পিএসসির প্রশ্ন ফাঁসকারী অফিস সহায়ক সাজেদুল এর
বোন এবং ভগ্নিপতি
দুজনেই পররাষ্ট্র ক্যাডার
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩৭
আহলান বলেছেন: কেউ এতোকাল কিস্যু জানতো না ... আর এখন জেনেও জানছে না ...
৪| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৬
করুণাধারা বলেছেন: শিরোনামে করা আপনার প্রশ্নের উত্তর পোস্টেই তো বলে দিয়েছেন। তার পরেও যদি কেউ না বুঝে, তাহলে অপু তানভীরের মন্তব্য করলেই বুঝতে পারবে।
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩৭
আহলান বলেছেন: জনাব, এখন আর কারোর অজানা থাকে না ..
৫| ১২ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪৫
ঢাবিয়ান বলেছেন: হঠাৎ করে একের পর এক দুর্নিতীবাজদের ধরা পড়াটাও কি আপনার চোখে একটু কেমন বলে মনে হচ্ছে না ? বাংলাদেশের প্রেক্ষাপটে এসব দুর্নীতি কি নতুন কিছু ? কিন্ত এতকালতো সবাই ধরা ছোয়ার উর্ধেই ছিল। এখন কেন ধরা খাচ্ছে ? কে এদের ধরিয়ে দিচ্ছে ? কোটা বিরোধী আন্দোলনের মাঝেই আবেদ আলির প্রশ্নফাশ কেলেংকারীর কথাই ধরুন। যেসব ভিডিও , ফোনালাপ অনলাইনে ভাইরাল হয়েছে , এগুলো কারা ছাড়লো অনলাইনে ? ভেতরের লোকেরাই নয় কি ? যে কোন কারনেই হোক , মনে হচ্ছে আওয়ামিলীগ সরকারের ভেতরেই সরকারবিরোধি মনোভাব প্রকট হচ্ছে।
১৩ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪০
আহলান বলেছেন: জ্বি, সাংবাদিক গন এতো সাহসী সংবাদ কেনো প্রচার করছে? কোন এক শক্তি এগুলো স্যাম্পল হিসাবে প্রচার করছে ... যদি বশে না থাকো, থলের বিড়াল আরো বের হবে ... শেষ পরিণতি কি হবে কে জানে ...
৬| ১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১১
নিমো বলেছেন: ব্লগের মডুকে জিজ্ঞেস করে দেখতে পারেন। উনি আমার দেখা সবচেয়ে সেরা ঘোলা পানির শিকারি।
১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ২:০৬
আহলান বলেছেন: খাইসে! বলেন কি ... আমার আই ডি কি তাহলে ...
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৪
অপু তানভীর বলেছেন: সরকার বিরুদ্ধে রাজপথ দখল অথচ হেলমেট বাহিনী এখনও হামলা করে নি - গত ১০ বছরে একবারও এমন দৃশ্য দেখা যায় নি।