নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

তবুও কি শেষ রক্ষা হয়! ইতিহাস কি বলে ...

৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪৯





জনগনের ট্যাক্সের টাকায় কেনা গোলা বারুদ, জনগনের জান মালের নিরাপত্তায় ব্যবহার হয় না, উল্টো জনগনের বুকে ফুটছে। সাধারণ নিরীহ নিরস্ত্র নিপিড়িত জনগন যখন তাদের অধিকার বা দাবী আদায়ে ঐক্যবদ্ধ, জনবিচ্ছিন্ন স্বনির্বাচিত সরকার তখন তাদের ঐক্যবদ্ধতায় ভীত হয়ে, তাদের মুখ বন্ধে লিপ্ত। কারণ এভাবে ঐক্যবদ্ধ শক্তির কাছে তাদের দূর্ণীতি আর দুঃশাষন তো টিকতে পারবে না। সুতরাং অংকুরেই করো বিনাশ।

যেখানে সরকারী কর্মকর্তা কর্মচারীগন জনগনের কোটি কোটি কোটি টাকা লোপাট করে থাকে ধরা ছোঁয়ার বাইরে, ধরার আগেই পালিয়ে যায় দেশের বাইরে নিরাপদে, তাদের বিরুদ্ধে চলে না কোন বিচার, অপরদিকে তখন ন্যায্য দাবী আদায়ে সোচ্চার সাধারণ মানুষের বুকে চলে গুলি। কারণ সাধারণ জনগন কখন চেয়ে বসবে তাদের অবৈধ আয়ের হিসাব, সেই সুযোগ তো দেয়া যাবে না। চালাও গুলি, অংকুরেই করো বিনাশ।

তারা বুঝে গেছে, কোন একটি বিষয়ে সাধারণ জনগন একবার ঐক্যবদ্ধ হতে পারলে, তাদের ঘোরের ঘুম একবার ভেঙে গেলে, তাদের গোমোর ফাঁস হয়ে গেলে তাদের কোটি কোটি টাকা আয় আর পাচারে ব্যাঘাত ঘটবে। সুতরাং সাধারণ জনগনের ঘুম ভাঙার আগেই চিরতরে ঘুম পাড়িয়ে দাও। অংকুরেই করো বিনাশ!

তবুও কি শেষ রক্ষ হয়! ইতিহাস কি বলে ...

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৫৯

নয়া পাঠক বলেছেন: ইতিহাস যা বলে সেটা আমরা সাধারণ জনগণ জানি, কিন্তু তারা জানে না যারা এই ইতিহাসগুলো তৈরি করতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.