নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি বলি আমাদের দেশে মেধাবী তারাই -
যারা নামী দামি স্কুলে ভর্তি যুদ্ধে টিকে যায়।
যারা বুয়েট মেডিক্যাল ও সরকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের সুযোগ পায়।
যারা বিসিএস ক্যাডার হয়।
যারা আর্মড ফোর্সের কমিশন্ড অফিসার হয়।
যারা পিএসিসির মাধ্যমে কোথাও জব পেয়ে যায়।
যার উচ্চ বেতনে জব পায়।
অথচ দেশ কি এরা পরিচালনা করে? দেশ পরিচালনা করার ক্ষেত্রে কোন শিক্ষাগত যোগ্যতা লাগে না। সংসদের সদস্য হয়ে দেশকে সংবিধান অনুযায়ী চালাতে উপরোক্ত কোন প্রকার একাডেমিক যোগ্যতা লাগে না। কেনো? দেশের সর্ব্বোচ্চ সম্মানীয় স্থানে নেতৃত্ব দিতে কেনো এই যোগ্যতা লাগে না .... সেটাই বিবেকের কাছে প্রশ্ন।
আমাদের দেশের মেধাবীরা এমন সব নেতার পেছনে ঘুর ঘুর করে জুতার তলা ক্ষয় করে, তাদের হুকুমের তাবেদারী করে যাদের কোন একাডেমিক শিক্ষার প্রয়োজন নেই। তবুও নিজেদের আখের গোছানোর জন্য মূর্খ নেতাদের পাশে থেকে আমাদের দেশের লাখ লাখ মেধবীরা মূর্খের মতো আচরণ করছে। শুধু নিজেদের সুখ সুবিধা ভোগ করার প্রয়াসে ... নাথিং এলস! কত কষ্ট করে লেখা পড়া করে বিসিএস পাশ করেছেন, কত শত শত টাকা খরচ করে দেশ বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়েছেন, দেশ তথা মানুষকে সেবা দেবেন। আপনার মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এমন মেধাবী হয়ে লাভ কি যে মেধা মানবকিতা শেখায় না, নিরস্ত্র নিরীহ মানুষের বুকে প্রকাশ্যে বুলেট ঠোকা শেখায়, অমানবিক হুকুম তামিল শেখায়। এমন মেধাবী দিয়ে আমাদের সমাজ কি উপকৃত হবে?
©somewhere in net ltd.