নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেবার মাধ্যমে বন্ধুত্ব

ব্লগিং করে আনন্দ , সত্য সুন্দর শেয়ার করতে চাই

আহলান

ব্লগার

আহলান › বিস্তারিত পোস্টঃ

নতুন সম্ভাবনা- কতটুকু পূরণ হবে?

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৫



গত ক'দিন কি হয়েছে এই দেশের মানুষের সাথে সেটার ব্যাখ্যায় আর না-ই বা গেলাম। অনেকেই সেসবের বর্ণনা নিজের মতো করে দিয়েছেন। কিন্তু এখন দেশকে পরিচালনার জন্য যে একটি সর্ব গ্রহণ যোগ্য সিস্টেমে তোলা দরকার সেটা নিয়ে ভাবতে হবে। বিগত ১৫+ বছর ধরে এই দেশে যেভাবে দুষ্টের পালন আর শিষ্টের দমন চাষ হয়েছে. তা থেকে পরিত্রানের উপায় দ্রুত খুঁজে বের করে বাস্তবায়ন করতে হবে। সিভিল প্রশাসন , পুলিশ, বিচার বিভাগ, ভুমি মন্ত্রণালয়, জন প্রশাসন, কর, তিতাস, ওয়াসা, রেল, বিমান সহ সর্বত্র যে দূর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছে, সর্বাগ্রে এই সরকারি অর্গান সমুহকে পরিশুদ্ধ করতে হবে। তা না হলে ছাত্রদের এই বিজয় অচিরেই আঁস্তাকূড়ে নিক্ষিপ্ত হবে।

শিক্ষা ব্যবস্থা নিয়ে চলমান যে সার্কাস, অচিরেই তা বন্ধ করে সঠিক রাস্তায় আনতে হবে। অর্থাৎ প্রতিটা সেক্টরের সিমাহীন দূর্ণীতি আর খামখেয়ালিপনা দূর করে ল এ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করতে হবে। এমন নয় যে বিগত আওয়ামিলীগ সরকারের পূর্বে দূর্নীতি হয়নি। অবশ্যই হয়েছে। সে সকল বিষয় মাথায় রেখেই এমন একটি ব্যবস্থায় দেশকে এগিয়ে নিতে হবে, যেখানে দূর্নীতিবাজরা থাকবে ভাগাড়ে। তাদের দেখা মাত্র মানুষ থুথু ছিটাবে।

এই দেশের সাধারণ মানুষ যেনো আর নৌকা - ধানের শীষ ব্লা ব্লা নিয়ে বিতর্ক করে নিজেদেরে মাথা নিজেরা না ফাটায় সেই ব্যবস্থা করতে হবে। মুুজিব বা জিয়া কে নিয়ে যেনো আর বিতর্ক না করে। সবাই যেনো সবাইকে মূল্যায়ন করে, আমাদেরকে তেমন একটি জাতি গঠন করতে হবে। সাধারণ মানুষ নিজেদের মধ্যে রাজনৈতিক কোন্দল করে আর নেতারা কোটি কোটি টাকার গাড়িতে চড়ে বেগম পাড়া তৈরী করে- এমন পরিবেশ আর হতে দেয়া যাবে না।

যদিও এই আশা অনেক বড়, তবে লক্ষ্য থাকলে ঠিকই একদিন তা পূরণ হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেনো আর বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়তে উৎসাহি না হয়ে তার এই মাতৃভুমিকেই ভালো বাসতে পারে-সেই উদ্যোগ নেয়ার এখনই সময়।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২১

রাসেল বলেছেন: সেই ১৯৯০ সাল থেকে অপেক্ষা, যেই লাউ সেই কদু ।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৪

আহলান বলেছেন: জ্বি ভাই, আরো পিছনে তাকালে সেই ১৯৭১ থেকেই শোষন আর বঞ্ছনা মুক্ত সমাজের আশায় আমরা। কিন্তু বার বার ধোঁকা ... রকউ কথা রাখেনি, কেউ কথা রাখে না ..........

২| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২২

রাসেল বলেছেন: দিনে দিনে মানুষের নৈতিকতার অধঃপতন হয়েছে।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৫

আহলান বলেছেন: যে দেশে মুগ্ধ নয়, বদিই রাজা , সেখানে আর কি আশা করা যায়।

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৮

নতুন বলেছেন: জনগনের ভেতরে দুনিতিবাজেরা আছে।

যেমনটা দেখেছেন গনভবনের মালামাল নিজের মনে করে নিয়ে গেছেন। যারা নিয়েছেন তারা আন্দোলনে ছিলো না বিজয় মিছিল করতে এসে যা পেয়েছেন নিয়ে গেছেন।

এমনটা আমলা কামলাতেও আছে, তারা মনে করে ঘুষ তাদের অধিকার। জনগনকে দিতেই হবে।

জনগনকে প্রতিবাদ করতে হবে, ঘুষ চাইলে কানের নিচে দিয়ে বলতে হবে আরো লাগবে কিনা।

ঘুষ ছাড়া কাজ করাতে কস্ট হয় বলে আমরাই ঘুষ দিয়ে করাতে অভস্ত হয়ে গেছি, কিছু জোর করে দাবি করে তখন প্রতিবাদ হয়। কিন্তু জনগনের অনেকেই দুণিতি পছন্দ করে, তাতে তাদের কামাই ভালো হয়।

সমাজে মানুষ না পাল্টালে গুটি কয়েক মানুষ চেস্টা করলেও সমাজ পাল্টাতে পারেনা। আর রাজনিতিকরা ঐ সব দূনিতিবাজদের নিয়ে আবার আয়ামীলীগের মতন দানব সৃস্টি করবে।

০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩২

আহলান বলেছেন: সেটা আর আমরা হতে দিতে চাই না ... কিন্তু পারবো কি? কি করলে পারবো, সেটাই এখন ভাবার এবং প্রয়োগের ব্যপার। ধন্যবাদ।

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৬

প্রামানিক বলেছেন: দুর্নীতি না কমলে অভিষ্ঠ লক্ষ্য অর্জন হবে না।

০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৭

আহলান বলেছেন: জি ভাই !

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: সেটা আর আমরা হতে দিতে চাই না ... কিন্তু পারবো কি? কি করলে পারবো, সেটাই এখন ভাবার এবং প্রয়োগের ব্যপার। ধন্যবাদ।


দারিদ্রতা কমাতে না পারলে সমস্যা। অভাবে সভাব নস্ট।

সচেতন সমাজের উচিত এখন যার যার স্থান থেকে জনগনকে সচেতন করার কাজ শুরু করা।

ফরিদপুর জেলা ভিক্তিক ফেসবুক পেজে মন্দিরে হামলা বন্ধের পক্ষে পোস্ট এসেছে, ছবি এসেছে যে জনগন মন্দির পাহাড়ায় রাতে রাস্তায় থাকবে।

আজ বিকেলে রাস্তা পরিস্কারের জন্য সবাইকে একত্র হতে আহবান করেছে।

এমন ভাবে বিভিন্ন জায়গা থেকে জনগনকে পজিটিভ দিকে গাইড করতে হবে।

দূনিতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করতে হবে। দূনিতি বন্ধে প্রকাশ্যে জনগনের সাহাজ্য চাইতে হবে।

ধান্দাবাজেরা তো চাইবেই আখের গোছাতে.... সবাইকে সচেতন ভাবে তাদের মোকাবেলা করতে হবে।

আলো আসবেই...

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১১

আহলান বলেছেন: ছাত্র ভায়েরা না হয় আলোর পথে... কিন্তু অনেক দূর্নীতিবাজ অভিভাবক তো ঘরে বসে খামের অপেক্ষায় আছে, তাদের জন্য কি ব্যবস্থা ? এ বেলাতেও অনেকে বলছে দ্রুত খরচ পাতি দিন, কখন কি হয় বলা যায় না, কাজটা বের করে দিচ্ছি. কি বলবেন? কানের নিচে দিয়ে কাজ ভন্ডুল করার চেয়ে খাম দিয়ে কাজ বের করাই আমাদের জন্য সুখকর। আল্টিমেটলি টোটাল সিস্টেমটাই যে পচে গেছে ....

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০

রানার ব্লগ বলেছেন: আফসোস। একি চিত্রনাট্যের পুনঃ প্রদর্শন হতে যাচ্ছে!!

০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৩

আহলান বলেছেন: তার জন্য ৩ মাসের মধ্যে নির্বাচন চাইছে .... কিন্তু সেটা হতে দেয়া ঠিক হবে না।

৭| ০৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৪

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: তার জন্য ৩ মাসের মধ্যে নির্বাচন চাইছে .... কিন্তু সেটা হতে দেয়া ঠিক হবে না।

ক্ষমতার হালুয়া রুটির লোভ আর সহ্য হচ্ছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.