নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কিংবদন্তী

আমি কিংবদন্তী › বিস্তারিত পোস্টঃ

তোমার ঠোট দুটো এত লাল কেন !

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৬







>

>

>

>

>

>

>

>

>

>

>

>>

>

>

>>

>





আমি বলছি না আমাকে কিস করতেই হবে, আমি চাই

কেউ একজন আমার হাত দুটি ধরে থাকুক

শুধু বলতে থাকুক আমি তোমাকে চাই ।



আমি বলছি না আমার সাথে বিছানায় যেতেই হবে , আমি চাই

কেউ আমাকে একটু আদর করুক

যেন ভালোবাসার মায়াজ্বালে আমাকে জরিয়ে রাখে ।



আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক;

তোমার কি একটু আদর দরকার

যেন ঠোটে ঠোটে জরিয়ে রাখুক

অনন্ত কাল ধরে ...........



কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে

জিজ্ঞেস করুক : তোমার কি কিছু দরকার ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

ধরো মারো কাটো বলেছেন: ঠোঁটের কি দোষ!! লিপস্টিল লাল হলে কি আর করা?

লেখাটা কিন্তু খাসা হইছে, মাগার গুন'দা দেখলে গোস্যা করলেও কর্তারে!! :P

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

ঘুমন্ত আমি বলেছেন: অসাধারন ! কে জানে কবি গুন ঠিক এই কবিতাটিই হয়তো লেখতে চিয়েছিলেন !

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

কেএসরথি বলেছেন: ভদ্রমহিলা মনে হয় পান খাচ্ছিল।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

আমার মন বলেছেন: এইতা কিতা কইন B:-/ B:-/

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

আমিনুর রহমান বলেছেন:





তোমার চোখ এতো লাল কেন
--নির্মলেন্দু গুণ

আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।

আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

শূন্য পথিক বলেছেন: :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.