নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের বিশ্বাস নিয়ে আমাদের আস্তিকদের উত্তেজিত হওয়ার কোন কারন নেই

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৭


ঈশ্বর বিশ্বাসী দের মননে এবং অস্তিত্বে তিনি প্রকাশ্য অপ্রকাশ্য এই সৃষ্টিজগৎ তথা মহাবিশ্বের বা পৃথিবীর জীব জড় সকলসত্ত্বার স্রষ্টা বা সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক এবং প্রতিপালক প্রভু । আমরা ঈশ্বর বা আল্লাহু বিশ্বাসীরা ঈশ্বরের প্রত্যাদিষ্ট কোনো না কোনো ধর্মশাস্ত্র অনুসরণে সর্বজ্ঞ সর্বশক্তিমান তার উপাসনা করে থাকি । বিশ্বাসীদের কাছে তিনিই উপাস্যম বা উপাস্য হওয়ার এককাধিকারী । আর অনেকে জ্ঞানত বা অজ্ঞানত আপন সৃজককে অস্বীকার করে নিজেদের কল্পিত উপাস্যের অকল্যাণমুখী প্রভাববলয়ে ঘুরপাক খেতে থাকে যাদেরকে মূলত বলা হয় নাস্তিক ।তবে যার বিশ্বাস যা ।যদি নাস্তিকেরা বিশ্বাস করেন যে সৃষ্টি কর্তা বলে কেহ নাই তবে বিশ্ব মানবদেরর ধরে নিতে হবে । সেটাই তাদের ধর্ম ।তাই বলে আমরা যারা বিশ্বাস করি আমাদের ঈশ্বর আছে আল্লাহু আছে পৃথিবীর সৃষ্টিকর্তা বলে কেহ একজন আছেন,তাদের
নাস্তিকদের উপরে উত্তেজিত হওয়ার কোন কারন নেই ।আমি বিশ্বাস করি পরীক্ষায় আমাকে ভালো রেজাল্ট পেতে হবে আর সে জন্য আমাকে যঠেষ্ঠ সময় পড়া লেখায় ব্যায় করতে হবে ।

আর আমি যখন লেখা পড়ায় অনেক সময় দেব তখন দেখা যাবে আমার যে বিশ্বাস ছিল সে কারনেই আমি শ্রম দিয়েছি আর সে বিশ্বাসের পুজির কারনেই আমার ভালো রেজাল্ট হবে । তেমনি নাস্তিকদের বিশ্বাসের পরিনাম যা হবার তা অবশ্যয় তারা মৃত্যুর পরে উপভোগ করবেন ।তাই আমরা সাধারণ মানুষ হয়ে একজন নাস্তিকের বিচার করতে বা নাস্তিক বলে কোন মানুষকে হত্যা করতে পারি না । একজন নাস্তিককে হত্যা করা আর আল্লাহুকে বা সৃষ্টিকর্তাকে আমরা যে বিশ্বাস করি সে বিশ্বাসকে আঘাত করা বা অপমান করা ।

যদি আমরা আল্লাহুকে বা সৃষ্টি কর্তাকে বিশ্বাস করেই থাকি সে সৃষ্টি কর্তার সম্মানেই বা তার প্রতি আমাদের বিশ্বাসের সম্মানে নাস্তিক বলে কোন মানুষকে হত্যা করা থেকে বিরত থাকতে হবে । তাই মনে হয় নাস্তিকদের বিশ্বাস নিয়ে আমাদের আস্তিকদের উত্তেজিত হওয়ার কোন কারন নেই, তাদের বিশ্বাস তাদের কাছে আর আমাদের বিশ্বাস আমাদের কাছে ।




মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৮

সাহরাব বলেছেন: একজন সত্যিকারের মুসলিম কখনোই উত্তেজিত হতে পারেনা ... ... বরং আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে নাস্তিকদের যেন হেদায়াত দান করেন ।

২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪

লেখা পাগলা বলেছেন: চমতকার মন্তব্য করেছেন । এবং এটাই হবে বা হওয়া উচিত একজন সচেতন মুসলিমের প্রধান দায়িত্ব ।শুধু অহেটুক উত্তেজিত হয়ে পরের পাপ নিজে কান্দে না নেয়াই ভালো ।

২| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪

কানিজ রিনা বলেছেন: আমরা যারা ধর্মে বিশ্বাসী, তারা সবাই
বেহেস্ত দোজক বা স্বর্গ নরক আছে বলে
বিশ্বাস করি। আল্লাহ্ সাত দোজখ আট
বেহেস্ত। আট বেহেস্তে যাবে পৃথিবীর অর্ধেক
থেকে একটু বেশী আর সাত দোজখে যাবে
অর্ধেক থেকে একটু কম। স্বর্গ নরক বিশ্বাসী
মানুষ কখনও নাস্তিক নিয়ে মাথা ঘামায় না।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫১

লেখা পাগলা বলেছেন: অতি সত্য এবং উত্তম কথা বলেছেন । ধন্যবাদ ।

৩| ২৬ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

হাকিম৩ বলেছেন: সুন্দর বিষয় সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভালো লাগলো ।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৩

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.