নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

সূরাহ্‌ আল-লাইল এর বঙ্গানুবাদ

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪২

এ সূরাটির আয়াতঃ ২১, রুকূঃ ১, মাক্কী
আল্লাহ্‌র নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু।

০১। শপথ রজনীর যখন তা আচ্ছন্ন হয়ে যায়,
০২। শপথ দিনের যখন তা আলোকিত হয়
০৩। এবং শপথ তাঁর যিনি নর ও নারী সৃষ্টি করেছেন-
০৪। অবশ্যই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন মুখী।
০৫। অনন্তর যে দান করে ও মুত্তাকী হয়,
০৬। আর যা উত্তম তাকে সত্য মনে করল,
০৭। আমি তার জন্যে সুগম করে দেবো সহজ পথ।
০৮। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করে আর বেপরোয়া হয়,
০৯। আর উত্তম জিনিসকে মিথ্যা মনে করলো,
১০।তার জন্যে আমি সুগম করে দেবো কঠোর পরিণামের পথ।
১১। এবং তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে পতিত হবে।
১২। সঠিক পথ দেখানো অবশ্যই আমার কাজ
১৩। আর নিশ্চয়ই আমি পরকাল ও ইহকালের মালিক।
১৪। কাজেই আমি তোমাদেরকে দাউ দাউ করে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি।
১৫। নিতান্ত হতভাগ্য ব্যতীত কেউ তাতে প্রবেশ করবে না,
১৬। যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়;
১৭। আর তা থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহ্‌কে খুব বেশি ভয় করে,
১৮। যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
১৯। এবং তার প্রতিকারও অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
২০। বরং শুধু তার মহান প্রতিপালকের চেহারা (সন্তোষ) লাভের প্রত্যাশায়;
২১। সে তো অচিরেই সন্তোষ লাভ করবে।

লেখকের মন্তব্যঃ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যেমন মানুষ সত্য তাহার উপর আর কিছু নাই তেমন মানুষকে সঠিক পথে চলতে হলে এবং আমাদের দেশ ও সমাজকে সঠিক ভাবে প্রতিষ্ঠ করতে হলে প্রতিটি মানুষকে কুরআনকে সঠিক ভাবে অনুসরন করিতে হবে ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ২:৪৮

নতুন বিচারক বলেছেন: ভালো শেয়ার করেছেন । পড়ে ভালো লাগল ।

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১২

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।

২| ১০ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৩

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।

৩| ১০ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৬

নাইম রাজ বলেছেন: ভালো লাগল ।

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৩

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।

৪| ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০১

ব্লগ সার্চম্যান বলেছেন: সূরার বঙ্গআনুবাদ জেনে ভালো লাগল ।

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৩

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।

৫| ১০ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৫

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: উপকারী পোষ্ট, ভালো লিখেছেন।

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৪

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.