নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন কেয়ামত হওয়ার আগে ছোট এবং বড় লক্ষণসমূহ

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:২৮


বড় লক্ষণসমূহঃ

(১) মিথ্যা মসীহ বা মসীহ দজ্জাল; একচোখ অন্ধ, একচোখ সুস্থ এবং বিশাল ক্ষমতা নিয়ে আত্বপ্রকাশ করবে এবং নিজেকে আল্লাহ বলে দাবি করবে।
(২) ইমাম মাহদীর আত্বপ্রকাশ।
(৩) মানুষ মদীনা ত্যাগ করবে, খাঁটি মুমিনগণ মাহদীকে অণুসরণ করবে এবং কাফিররা করবে দাজ্জালকে।
(৪) দাজ্জালকে হত্যা এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দ্বিতীয় আসমান থেকে ঈসা (আঃ) এর প্রত্যাবর্তন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি পৃথিবী শাসন করবেন।
(৫) ইয়া'জুজ এবং মা'জুজ নামক অবাধ্য প্রাণীর দুটি গোত্র , যারা যুলকারনাইনের সাহায্যে বন্দী হয়েছিল তারা বেরিয়ে আসবে।
মক্কায় আক্রমণ করা হবে এবং কাবাঘর ধ্বংস করা হবে।

(৬) দক্ষিণ দিক থেকে এক সুখকর বাতাসের আগমণ যার স্পর্শে সকল মুমিনের প্রশান্তিময় মৃত্যু ঘটবে।
(৭) মানুষ কুরআন ভুলে যাবে এবং কেউ এর আয়াত স্বরণ করবে না।
(৮)ইসলামী জ্ঞান লোপ পাবে যেখানে কেউ কালেমা "লা ইলাহা ইল্লাল্লাহ" পাঠ করবে না, কিন্তু তার পরিবর্তে বৃদ্ধ লোকেরা না বুঝে "আল্লাহ, আল্লাহ" বলে বিড়বিড় করবে।
(৯)দাব্বাতুল আরদ নামক পশু মানুষের সাথে কথা বলার জন্য ভূগর্ভ থেকে বেরিয়ে আসবে।
(১০)মানুষ রাস্তাঘাটে 'গাধাদের মত' ব্যভিচার করবে।

(১১)একটি বিশাল কালো ধোয়ার মেঘ পৃথিবীকে ঢেকে ফেলবে।
(১২)পশ্চিম দিক থেকে সূর্য উঠবে।
(১৩)ইস্রাফিল (আঃ) এর প্রথম শিঙ্গার ফুকে আল্লাহর নিষিদ্ধ বস্তু ছাড়া সবকিছু ধ্বংস হবে ও চল্লিশ দিন নীরবতা থাকবে।
দ্বিতীয় ফুকে সকল মৃত মানুষ পুনরুত্থিত হবে এবং একটি অগ্নিকুন্ড তাদের বিচারের জন্য হাশরের মাঠে একত্রিত করবে।

কেয়ামতের কয়েকটি ছোট লক্ষণসমূহ

(১) সময় খুব দ্রুত বয়ে যাবে। ( বুখারী, মুসলিম, ও আহমাদ )
(২) ভাল কাজ হ্রাস পাবে। ( বুখারী )
(৩) মানুষ কৃপণ হয়ে যাবে। ( বুখারী )
(৪) খুন এবং হত্যা বেড়ে যাবে। ( বুখারী, মুসলিম, ইবন মাজাহ, ও আহমাদ )
(৫) ভুল ব্যক্তিকে ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হবে। ( বুখারী )
(৬) সততা হারিয়ে যাবে। ( বুখারী )
(৭) জ্ঞানের বিলোপ ও অজ্ঞতার বৃদ্ধি। ( বুখারী, মুসলিম, ইবন মাজাহ, ও আহমাদ )
(৮) ফোরাত নদীর তল থেকে একটি স্বর্ণের পাহাড় সিলগালা করে দেয়া হবে, কেউ তা থেকে কিছু নেবে না।
(৯) ৩0 জন ভন্ড নবীর আগমণ। ( বুখারী )
(১০) একই ধর্মের দুটি বৃহত্তর ধর্মীয় দল একে অপরের সঙ্গে লড়াই করে অসংখ্য দুর্ঘটনা ঘটাবে। ( বুখারী ও মুসলিম )
(১১) ভুমিকম্প বৃদ্ধি পাবে। ( বুখারী ও মুসলিম )
(১২) সম্পদের প্রাচুর্য এতটাই বৃদ্ধি পাবে যে যাকাত নেয়ার মত লোক খুঁজে পাওয়া কষ্টকর হবে। ( বুখারী )
(১৩) যখন লোকেরা বড় বড় দালান তৈরি করতে একে অপরের সাথে প্রতিযোগিতায় লেগে যাবে। ( বুখারী )
(১৪) কোন এক লোক কবরের পাশে দিয়ে হেটে যাবে আর আশা করবে যদি সে নিজে সেখানে থাকতে পারতো। ( বুখারী )
(১৫) মুসলিমদের দ্বারা কনস্টানটিনোপল বিজয়। ( আহমাদ, মুসলিম )
(১৬) গাছ ও পাথর ইহুদির বিরুদ্ধে লড়তে মুসলিমদের সাহায্য করবে।
(১৭) মাদকদ্রব্য গ্রহণ ব্যাপক বিস্তার লাভ করবে। ( বুখারী ও মুসলিম )
(১৮) ব্যভিচার ও অবৈধ যৌন সম্পর্ক সহজ হয়ে যাবে। (বুখারী, মুসলিম, ইবন মাজাহ )
(১৯) নারীদের সংখ্যা পুরুষের তুলনায় বেড়ে যাবে, এমনকি একজন পুরুষের বিপরীতে হবে পঞ্চাশজন মহিলা । ( বুখারী, মুসলিম, ও আহমদ )
(২০) মানুষ মসজিদের ক্ষমতার জন্য কঠোর সংগ্রাম করবে।
(২১) ভাল মানুষেরা প্রতারিত হবে। ( ইবন মাজাহ )
(২২) যাকাত প্রদানকে সবাই বোঝা মনে করবে এবং কৃপণতা বেড়ে যাবে; দান করা হবে অনিচ্ছুকভাবে। ( তিরমিযী, ইবন মাজাহ )
(২৩) নেতাগণ আল্লাহর বিধান অণুযায়ী শাসন করবেন না।
(২৪) শুধু ধনীরাই লাভের ভাগ পাবে, গরিবেরা পাবে না। ( তিরমিযী )
(২৫) নিকৃষ্টতম লোকেরা জনগণের নেতা হবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:




এগুলো আদি গল্প; এ রকম লাখ লাখ গল্পের জন্ম হয়েছে বিভিন্ন সময়ে।

এখনকার গল্প হচ্ছে, এটম থেকে ইলেকট্রিসিটি তৈরি সম্ভব, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষকে দেখে রিয়েল টাইমে কথা বলা যায়; মানুষ মংগল থেকে নমুনা সংগ্রহ করেছে।

আদি গল্পের শ্রোতা আছে, কিন্তু পরে থাকবে না।
নতুন গল্পের শ্রোতা আছে, যারা আদি গল্প শুনে মানুষের কমবুদ্ধির যুগগুলো স্মরণ করে, মনে দু:খ পাবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৫৩

লেখা পাগলা বলেছেন: তবে আদি গল্প হলেও গল্পগুলো কিন্তু সত্য ।তাছাড়া বর্তমান বেশির ভাগ গল্পই আমার কাছে ভাইরাল মনে হয় ।শুভ রাতময়।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৩

নোমান প্রধান বলেছেন: কাবাঘর ধ্বংস হওয়ার ব্যাপারটা একটু যাচাই করে দেখে নেবেন, খটকা লাগলো

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৮

লেখা পাগলা বলেছেন: একটু দেখতে হবে ।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪০

হাকিম৩ বলেছেন: ভালো লেখছেন।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৯

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৭

সজীব মোহন্ত বলেছেন: নাথিং টু সে

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১০

আধাঁরি অপ্সরা বলেছেন: (১৬) গাছ ও পাথর ইহুদির বিরুদ্ধে লড়তে মুসলিমদের সাহায্য করবে। :-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.