![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।
ওরে ঘর,বাড়ি, নাই আমার,
আছে শুধু যন্ত্রনারি পাহাড়।
যারে নিয়া দেখি স্বপ্ন,
সেতো আমায় নিয়ে ভাবে না
সইতে সইতে আরযে সইতে পারিনা,
বিধি কেন আমার ভাগ্যে লেখলা…..এমন বেদনা।
চোখে পানি চোখে শোকায়,
দুঃখ ভরা মন শুধু বিরহের গাণ গায়,
সকাল দুপুর দুখের সাথে হয় সন্ধি,
সুখ যেন দুখের কাছে,হয়ে আছে বন্দী।
স্বপ্ন ছিল একটি সুখের ঘর বাঁধার,
ইচ্ছে প্রাণ প্রিয়কে সঙ্গে নিয়ে,
সারাজীবন উদাস মনে,
প্রেম বিন্দাবনে যাবার……………..।
যদি হয় কখনো তার সাথে দেখা,
সেদিন হয়ত সে নয় শুধু আমি থাকবো একা।
১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭
ম্যাক আলআমিন বলেছেন: অসাধারণ
১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৬
মামুন ইসলাম বলেছেন: বাহ! চমৎকার কাব্য।