নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

আমি ৫০০৯৩ নম্বর ব্লগার

লেখোয়াড়.

[email protected] দৃশ্য বদলালেও মন বদলায় না

লেখোয়াড়. › বিস্তারিত পোস্টঃ

পূনর্জন্ম

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৮

আবার আমাকে আসতে হলো, আবার আমাকে ভাসতে হলো, আবার আমাকে জন্ম নিতে হলো তোমাদের মাঝে............., নতুন স্পর্শের খোঁজে, নতুন স্পন্দনের খোঁজে, নতুন জীবনের খোঁজে। তোমরা আমাকে ভুলে যাওয়ার আগেই ভুলে যেওনা। আমি যে নতুনে নতুনে প্রবাহমান চিরন্তন।

মন্তব্য ৫৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১২

শায়মা বলেছেন: আমি তোমাকে ভুলিনি লেখো্যাড়ভাইয়ু!!!!!!!


কতদিন এসে খুঁজে খুঁজে যাই!!!!!!!!!!!!!:(


কেমন আছো??
হঠাৎ গা ঢাকা দেবার কারণ কি???


আর কি তোমার পরিচয় কিছুই তো বুঝলাম না!!!!!!!!!


আর এত পরিচয়ের কি আছে??? তুমি লেখোয়াড় লেখালিখি তোমার আনন্দের বিষয় আর এভাবেই তোমাকে চেনা আর জানা সেই তো অনেক ভাইয়া~!!!!!!!!!!!!!!:)


নতুন বছরের শুভেচ্ছা!!!!!!!!!


অনেক অনেক ভালো থেকো!!!!!!!!!!!!!!:)

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৬

লেখোয়াড়. বলেছেন:
আপনাকে অভিবাদন শায়মা।

প্রিয়তর উচ্চারণ আর সুরের মূর্ছনায় উদ্বেলিত হয়ে উঠলেন যে বড্ড!! তা আপনার হৃদয়ের এসব ঝংকারধ্বনি এত নিষ্পাপ আর সরল যে, আমি সহজেই আপনার প্রতি ভাললাগায় পরিপূর্ণ হয়ে উঠি।

জানেনতো....... মানুষের চোখ খোলা আর মন অন্ধ, তাই চোখ যা দেখে তা সত্যিই আর মন যা দেখে তা নিতান্তই ভাবনা। আপনার "সত্যিই-ভাবনার" মাঝে নিজেকে দেখে গর্ববোধ করছি।

হয়তো......... চোখ ছুটে চলে আর মন ধরে রাখে, তাই চোখ ভুলে গেলেও মনে ভেসে ওঠে........... বলে, এবার ভুলো যাবো!!

আমার নতুন ব্লগে আপনাকে স্বাগতম।
আপনিও অনেক অনেক ভাল থাকেন।

২| ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: বুঝেছি এইবার তুমি পুরান আইডির পাসওয়ার্ড ভুলে গেছো।:)

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৯

লেখোয়াড়. বলেছেন:
নাহ! পাসওয়ার্ড ভুল না!

তবে কোন কিছু ব্যাপার আছে নিশ্চয়ই।

আবারো আপনাকে ধন্যবাদ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: আহালে আহালে ভাইয়ামনিটা!!!!!!!!

তুমি দেখছি পূর্নজন্ম প্রাপ্ত হয়ে কবি কালিদাসের আত্মা ভর করে আসলে!!!!!!! B:-) B:-) B:-) B:-)

১৭ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৪

লেখোয়াড়. বলেছেন:
শায়মা, আপনার কিছু পোস্ট দেখে আসালাম।
মন্তব্য করার উপায় নেই তাই বোবার মতো ফিরে এলাম।

আপনার ওই ছড়িতাটি অসাধারণ হয়েছে।
আপনার চতুর্পদী গুণে আমি বিস্মিত হই।

আবার ভেবেন না যে আপনাকে ফোলাচ্ছি!!

৪| ১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: হাহা ভাইয়া না এমনিতেই ফুলতে ফুলতে আমি আকাশে উড়ে গেছি!


কিন্তু আমি চতুর্পদী না!:(

আমি চার দুগুণে অষ্টপদী !:(

বিশ্বাস না হয় গুণ গুলো গুনে দেখো!:)

১৭ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

লেখোয়াড়. বলেছেন:
শায়মা.............

চতুর্পদী মানে আবার চারপেয়ে বুঝেন না।

আমি বলতে চেয়েছি চতুর্পদী মানে আপনার চারটি গুণের কথা, যেমন...........

১. আপনি লেখক
২. আপনি গায়ক
৩. আপনি আবৃত্তিকার
৪. আপনি রাঁধুনি

আর আপনি বললেন অষ্টপদী, তাহলে সেগুলো কি কি??
৫.
৬.
৭.
৮.

দেখি আপনার গুণের বাহার!!

৫| ১৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: ৫. আমার মেইন হবি নাচ
৬. আমি ছবি আঁকি
৭.নানা রকম শিল্প মানে ক্রাফ্টসের কাজ করি
৮. আমি পাপেটিয়ার
৯. আমি শ্রুতি নাটক বা পাপেটে ভয়েস দেই....:)

হায় হায় এখন তো সবাই বলবে আমি নিজের ঢোল নিজে পেটাই মানে আমি ঢোল বাদকও তখনও ১০ নং গুন হয়ে যাবে।

ওহ মনে পড়েছে

আমি হারমোনিয়াম, কিবোর্ড আর পিয়ানো বাজাতে জানি।

তবলা ট্রাই করেছিলাম হাতে ব্যাথা লাগে। গিটারটাও আর মনে হয় শেখা হলোনা।:(

আমি পুতুল বানাতে খুব লাইক করি সে ডিমের খোলা থেকে শুরু করে কাপড় , মাটি, কাঠ , বেত , বাঁশ, কাগজ বা খালি বোতল দিয়ে হলেও।:)

নাহ এবার থামি নাইলে আমি গুন গুলো টেনে টেনে আরও বড় করে ফেলে ১০০ নং পর্যন্ত নিয়ে যাবো।:)

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৫

লেখোয়াড়. বলেছেন:
হাঁ শায়মা, আপনার গুণের বাহার আসলেই বহু।
এবার তাহলে এভাবে বলা যেতে পারে.....................

১. আপনি লেখক
২. আপনি গায়ক
৩. আপনি আবৃত্তিকার
৪. আপনি রাঁধুনি
৫. আপনি নাচনেওয়ালি
৬. আপনি চিত্রকর
৭. আপনি ক্রাফ্টসের শিল্পী
৮. আপনি পাপেটিয়ার
৯. আপনি শ্রুতি নাটক বা পাপেটে ভয়েসার
১০. আপনি বাজনদার ( হারমোনিয়াম, কিবোর্ড, পিয়ানো )

তার মানে আপনি চতুর্পদীও না, অষ্টপদীও না, দশপদীও না, আপনি আসলে চতুর্দশী। আর যদি দেবীর সাথে তুলনা করি তাহলে আপনি দশভূজা

তা আপনি চতুর্পদী, অষ্টপদী, দশপদী, চতুর্দশী, দশভূজা যাই হোন না কেন আপনি আসলেই অনেক গুণের সমাহারিণী। সর্বোপরি আপনি একজন ভাল মানুষ।

এই ব্লগে নারীদের মধ্যে আপনি, রোজেয়ানা, জুন আর হালের আরজুপনি সবার অগ্রগণ্য। আপনারা চারজনই অনেক বা বিশেষ বিশেষ গুণের অধিকারিণী এবং অত্যন্ত ভাল মানুষ। আপনাদের চারজনকেই স্যালুট।

ভাল থাকেন।


৬| ১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে দেখে ভালো লাগছে!

কেমন ছিলেন?

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৯

লেখোয়াড়. বলেছেন:
নতুন আমাকে চিনতে পারার জন্য ধন্যবাদ।

পুরাতন আমি এখানে আপনাদের মাঝে আসার অনেক চেষ্টা করেছি। কিন্তু পারিনি, সবরকম চেষ্টা করেও লগইন হতে পারিনি। শেষ পর্যন্ত কি আর করা। আমি আবার নতুন করে জন্ম নিলাম আপনাদের মাঝে। আপনি বোধহয় সেটা বুঝতে পারেননি।

আশা করি আগের মতোই ঠাই পাবো আপনাদের হৃদমাঝারে, মনের মুকুরে।

আপনাকেও দেখে ভাল লাগছে, মনে রেখেছেন এটা জেনেও স্বস্তি পাচ্ছি।

ভাল থাকেন।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০২

আশা জাগানিয়া বলেছেন:
:)

১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:০০

লেখোয়াড়. বলেছেন:
যদি আমি ভুল না বুঝে থাকি তো বলি............ বেশ কিছু আগে থেকেই আমার সাথে একটা অস্বাভাবিক আচরণ করছেন, যা এখানো অব্যাহত রেখেছেন!! মানুষ কখন অন্য জনের সাথে এমন করে তা নিশ্চয়ই আমার থেকে আপনি ভাল বোঝেন। আমি তো শুধুমাত্র একজন ব্লগার, অন্য সবার মতো, তাই না!!

তাহলে আমার সাথে এতো প্রতিক্রিয়া দেখান যে!!

তো যদি সব ঠিক থাকে তো এমন কেন? অবশ্য অন্যকে ভোগাতে গিয়ে নিজের ধৈর্য্য পরীক্ষা করা, এটা আপনার একটি ভাল গুণ।

তারপর??

৮| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৮

শায়মা বলেছেন: ভাইয়া কালকে সায়েদা সোহেলী আপু আমার আরও একটি বিশেষ গুনের কথা স্মরণ করিয়ে দিয়েছে..

১১। আমি ঢংগী
১২। নিজের প্রচার প্রসার কেমনে করতে হয় সেটাও নাকি ভালোই জানি।
১৩। নিন্দুকেরা বলে আমি নাকি নেকী
১৪। আমি হিটসিকার ( এটাও নিন্দুকদের কথা আমি পাত্তাই দেই না)

১৫ । ওহ আমি নাকি মানুষের মগজ খাই ।:(

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৪

লেখোয়াড়. বলেছেন:
শায়মা...............

এখন ১১-১৫ পর্যন্ত যে গুণের কথা বললেন সেভাবে আপনাকে দেখতে চাই না। তার থেকে ০১-১০ এই গুণগুলোতেই আপনাকে দেখতে চাই। যেহেতু আমি মানুষের ভাল দিকগুলোকে খুঁজে বেড়াই তাই ওগুলোকে ভাবতে চাই না। মানুষের মন্দ দিকগুলো আমাকে খুব বেশি ম্পর্শ করে না।

তবে হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে বা একই ভুল বার বার করে তো সেগুলো থেকে বেরিয়ে আসতে তাকে সহযোগিতা করতে
পারি । কারণ একটি ভাল পরিবর্তনের জন্য আমি সবসময় যুদ্ধ করি।

শায়মা..............
শুভবিকেল।

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৭

লেখোয়াড়. বলেছেন:
আর হ্যাঁ, সাহেদা সোহেলী ম্যাডামকে আমার সালাম দিয়েন।
উনি কেন যেন আমাকে দুরে দুরে রাখেন।

ধন্যবাদ।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩১

আরজু পনি বলেছেন:

বাংলা লিখতে সমস্যা ছিল। তাই শুধু একটা হাসির ইমো দিয়ে স্বাগত জানানো...আশা করি বিষয়টা স্বাভাবিকভাবেই দেখবেন ।

অনলাইনে উপস্থিত ব্লগারের মধ্যে 'লেখায়াড়." যে "লেখোয়াড়" নয় তা বুঝতে একদিন সময় লেগেছে আমার ।

আপনি আমার বিশেষ পছন্দের একজন ব্লগার । কারণ একটাই আপনার অসাধারণ লেখা আর দারুণ মন্তব্য, প্রতিমন্তব্য।

আশা করি আবার আপনার দারুণ সব লেখা পাবো ।
অনেক শুভকামনা রইল ।

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৯

লেখোয়াড়. বলেছেন:
তা গত এক বছরেরও বেশি সময় ধরে শুধু আমার এখানেই আপনার বাংলা লিখতে সমস্যা হচ্ছে। আর অন্যদের ব্লগে বাংলা কথার ফুলঝুরি ছুটছে!!

আমি সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। কিন্তু আপনি পিছন ফিরে দেখেন কতদিন আমার সাথে ভাল করে কথা বলেন নি। আপনি এই ব্লগের এবং অনেক ব্লগারের নিকট অনেক উচ্চতর একটি মানদন্ড। এই ব্লগের একজন আইকন।

সবদিক বিবেচনা করে আমার অনেক সজাগ থাকতে হয়, আপনাকে কোন কথা বলতে গেলে অনেক সাবধান থাকতে হয়, সেটা আপনার বোঝা উচিত।


"পৃথিবীর মানুষগুলো বড্ড অদ্ভুত ।

আজ যা চায় কালকেই হয়তো তার কাছে তা মলিন হয়ে যায়!
আমাদের মধ্যে সম্পর্ক ধরে রাখার প্রবণতা অনেক ক্ষেত্রেই কম।আমাদের ধৈর্য অনেক কম"
................ এই দার্শনিকের মতো কথাগুলো আপনার বলা।

তাই আমি বেশি কিছু বলতে চাই না। শুধু বলি অধিকাংশ মানুষ অল্পতেই ফুরিয়ে যায়।

.................................................................................................

২৩. ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৯ ০
আরজুপনি বলেছেন:
হাহা নিজের মন্তব্য পড়ে হাসছি।

ব্লগে এখন আর কারো প্রতি আগের মতো সেই আহামরি আবেগ কাজ করে না।

তবে পছন্দের ব্লগারদের ফিরে আসতে দেখলে ভালো লাগে। যেমনটি আপনার নতুন নিকে ফিরে আসাকে সাধুবাদ জানাই ।


ওখানে উত্তর করতে পারবো না, কারন ওখানে আমি লগইন হতে পারি না। তাই এখানে বললাম।

আগের মতো আহামরি আবেগ না থাকা কথাটি ঠিক নয়, আবেগ আছে কিন্তু দিক পরিবর্তন হয়েছে। কালকের আপনি আর আজকের আপনি কি এক?

আর ইচ্ছাকরে আবেগ নিয়ন্ত্রণ করা কিন্তু ভাল নয়, পরে আবার মানসিক সমস্যায় পড়বেন।

জানেন তো মানুষের মন বড় খেয়ালী কিংবা অনিশ্চিত।

ভাল থাকেন।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৭

শায়মা বলেছেন: হা হা কাল তোমাকে নিয়ে তার সাথে আমার কথা হলো মানে তোমার মালটি নিয়ে ভাইয়া।:)

১৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫২

লেখোয়াড়. বলেছেন:
শায়মা.................

মালটি নিয়ে মানে কি? সম্ভবত মালটি নিক নিয়ে বলতে চেয়েছেন।

............. তো ‍‍‌"কি কথা হলো তাহার সনে', তার সনে"....... আনমনে.......

আসলে এইভাবে আর একটি নিক খুলতে আমার কোন ইচ্ছা ছিলনা, কিন্তু কোনভাবেই ওটাতে লগইন হতে পারছি না, যদি পারতাম তো এই নতুনটা এখনি বাদ দিতাম।

আপনারা তো আমাকে হেলপ করতে পারেন, তাই না?

১১| ১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

আরজু পনি বলেছেন:

হাহা
বাইরে বেরুনোর কথা ছিল। সেটা বাতিল হওয়াতে পিসির সামনে বসলাম আবারো।

ঘটনা কী বুঝতে আপনার "লেখোয়াড়" নিক দেখে বুঝলাম আমার "........." এরকম মন্তব্য আর " :| " এরকম ইমো দেয়া মন্তব্যে আপনি বিরক্ত হয়েছেন ।

প্রথমটি করেছি কারণ আপনার কাছ থেকে মন্তব্যের জবাব পেতে অনেক বেশি দেরী হতো তাই প্রতিবাদ জানানো আর কি ।

আর ইমো দিয়েছিলাম কারণ ব্লগে আপনার কোন খোঁজ পাচ্ছিলাম না ।


পৃথিবীর মানুষগুলো বড্ড অদ্ভুত ।

আজ যা চায় কালকেই হয়তো তার কাছে তা মলিন হয়ে যায়!
আমাদের মধ্যে সম্পর্ক ধরে রাখার প্রবণতা অনেক ক্ষেত্রেই কম।আমাদের ধৈর্য অনেক কম
কথাগুলো মনে আছে কিন্তু কোথায় বলেছিলাম তা মনে নেই।

কথাগুলো কিন্তু অনেকাংশেই সত্যি ।


ব্লগার অদৃশ্যর কোন খোঁজ জানেন ?
যোগাযোগ করার কোন উপায় থাকলে বলুন, ব্লগে ফিরিয়ে আনার চেষ্টা করি ।

১৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

লেখোয়াড়. বলেছেন:
আপনি বাইরে বের হচ্ছিলেন!!

১লা বৈশাখের পর থেকে মেয়েরা বাইরে বের হয়!

সেদিনের পর থেকে মেয়েরা বাইরে যাবে ভাবলে আমার গা ছম ছম করছে। কিছুতেই মন থেকে দুর করতে পারছি না।

আচ্ছা, আমরা এত অসহায় কেন?

মিতার সাথে ব্লগের বাইরে আমার কোন যোগাযোগ হয়নি কখনো।
তাই তার ব্যাপারে বলতে পারছি না। অনেক আগে তাকে আমি বলেছিলাম যে তার সাথে দেখা করতে চাই, কিন্তু সে সাড়া দেয় নাই।

মিতাকে পেলে আমার কথা বলবেন, আমিও তাকে অনেক ফিল করি।

২৬ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৪

লেখোয়াড়. বলেছেন:
কি খবর আপনার? কোন শব্দ নেই!!

১২| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৬

কলমের কালি শেষ বলেছেন: এ তো দেখি লেখোয়াড় ভাই !! কেমন আছেন ? এতোদিন কই ছিলেন ? :(

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৭

লেখোয়াড়. বলেছেন:
আমি ছিলাম আপনাদের মাঝে, তবে কারো সাথে দেখা হতো না। সেটা নিয়ে আমার কি আপসোস্। তা আর বলে বোঝাই কি করে!! আসলে আমি আমার নিক থেকে লগইন হতে পারছিলাম না, তাই নতুন নিকে হাজির হয়েছি।

তা আমাকে যে মনে রেখেছেন সেটা আপনার মন্তব্য আর অভিব্যক্তি দেখেই বুঝতে পারছি। এটাইতো কাছে পাওয়া না পাওয়ার আকুলতা।

এভাবেই পাশে থাকুন, সাথে থাকুন।
অনেক ধন্যবাদ ককাশে।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪৯

কলমের কালি শেষ বলেছেন: খুব দুঃখজনক । তবে আবার নতুন রুপে ফিরে এসেছেন দেখে ভাল লাগলো অনেক ।

ভাল থাকুন সবসময় । শুভ কামনা রইল ।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৬

লেখোয়াড়. বলেছেন:
নতুন আশায় তো মানুষ বেঁচে থাকে।

আপনাদের সহচর্য পেলে আমার সব নতুন আশা বা স্বপ্নগুলো নিশ্চয়ই অনেক বিস্তারিত হবে।

অবশ্যই কথা হবে চলতে ফিরতে।
ভাল থাকেন এই শুভকামনা আপনার জন্যও।

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৪

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো আপনাকে দেখে
শুভ কামনা :)

১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১

লেখোয়াড়. বলেছেন:
আগন্তুকের স্পর্শচিহ্ন যখনই অর্থপূর্ণ হয়ে ওঠে তখনই সাদা-হৃদয়গুলো ভেসে ওঠে পরম উষ্ণতায়।

মনে রেখেছেন দেখে প্রথমেই ওই কথাগুলো মনে এলো, আর প্রকাশ করে দিলাম।

আপনার শুভময়ী প্রার্থণা হৃদয়ময়ী হয়ে উঠুক।
ভাল থাকেন সবসময়।

১৫| ২৮ শে মে, ২০১৫ রাত ১:২২

উর্বি বলেছেন: আমি যে নতুনে নতুনে প্রবাহমান চিরন্তন।

২৮ শে মে, ২০১৫ সকাল ৯:১১

লেখোয়াড়. বলেছেন:
আপনি যে নতুনে নতুনে প্রবাহমান চিরন্তন তার প্রমাণ চাই।
শুধু অন্তরে লুকিয়ে রাখলে তো হবে না।
প্রকাশ চাই।

দেখি আমাদের উর্বি উর্মিলা হতে পারে কিনা!!

১৬| ২৯ শে মে, ২০১৫ রাত ১২:১৬

উর্বি বলেছেন: কি করে হই উর্মিলা??? সে তো জাগতিক হবে তাহলে,আমাতেই জন্ম তার.... আমি যে সেই পৃথিবী।
(উর্বি শব্দের মানে পৃথিবী।)

২৯ শে মে, ২০১৫ সকাল ৯:০৭

লেখোয়াড়. বলেছেন:
চেষ্টা করলে সবই সম্ভব।

১৭| ২৯ শে মে, ২০১৫ রাত ৮:০৪

উর্বি বলেছেন: হয়তো

৩১ শে মে, ২০১৫ সকাল ১১:৪৪

লেখোয়াড়. বলেছেন:
আমি হয়তো-তে বিশ্বাসী নই।
আমার কাছে হয়তো, মোটামুটি বলে কোন শব্দ নেই।

হয় অথবা নয়।

১৮| ০১ লা জুন, ২০১৫ রাত ১২:১১

উর্বি বলেছেন: :) :) :)

০১ লা জুন, ২০১৫ সকাল ৮:৫৮

লেখোয়াড়. বলেছেন:
? ? ?

১৯| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন:




নতুন আইডি'র বার্তা !

আমি ভুলবো না কখনো :)

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:০৩

লেখোয়াড়. বলেছেন:
আমিনুর ভাই ভুলতে চাইলেও কি সবসময় ভোলা যায়? যায়না, এটাও যেমন কঠিন, মানুষের মনে স্থায়ী ঠাঁই পাওয়াও অনেক কঠিন।
আপনি আমাকে মনে রেখেছেন জেনে ভার লাগল।

অনেকদিন বেঁচে থাকুন। ভাল থাকুন।

২০| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯

আরজু পনি বলেছেন:
বলুন...
ব্লগে আছি হয়তো মাগরিবের আগ পর্যন্ত..
তবে জবাব দিতে একটু সময় লাগতে পারে...নিয়মিত পিসিতে বসতে পারিনা ।
এখন খুব ক্লান্ত লাগছে ...কিন্তু রাতে পিসিতে বসার মতো সময় বা শক্তি কোনটাই থাকেনা । তাই এখন বসলাম....

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২

লেখোয়াড়. বলেছেন:
আমি ভেবেছিলাম আপনি আমার পুরানো কোন পোস্টে আসবেন। সত্যিই তাই করলেন!
ডেকে নিয়ে আপনাকে কষ্ট দিচ্ছি। আচ্ছা আপনি এত ভাল কেন?

আপনার অসুস্থতা সম্পর্কে জানতে চাচ্ছি।
ওখানে যেমন ভাবে বললেন সবার দোয়া চাই, যে কয় দিন বেঁচে থাকি ইত্যাদি ইত্যাদি।

কি সমস্যা আরজুপনি??

২১| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৮

আরজু পনি বলেছেন:

আপনার পুরোনো কোন পোস্টে না আসার বিশেষতো কোন কারণ নেই...
আমি আসলে মোটামুটি বছরখানেক ধরেই অদ্ভুত সব শারীরিক সমস্যায় পড়ছি...ভুগতে হচ্ছে যথেষ্ট । কিছুদিন পর ভোগান্তি শেষে আবার সুস্থ...
ডাক্তারের কাছে যেতে মোটেও পছন্দ করিনা...তারপরও সমস্যা গুলো এমন করে কষ্ট দেয় যে যেতেই হয়...
শেষবার ইদের একসপ্তাহ আগে বিছানায় পড়লাম...তখনই মুলত ভয় পেয়েছি...তবে এসব ভোগান্তি থেকে নিজেকে শাস্তি দেবার কারণে শিক্ষাও পাচ্ছি যথেষ্ট ।
আমি সাধারণত খুব নিয়ম মেনে চলতে পারিনা...এবার নিয়মের মধ্যে থাকতে হচ্ছে...নিয়ম করে ওষুধ খেতেতো হচ্ছেই...

ডাক্তার বেড রেস্ট দিয়েছিল দুই দফায় ৩০ দিন আমি সব মিলিয়ে ৬ দিন বেডে ছিলাম...পিচ্চিদের খুব সমস্যা হয় বেডে পড়ে থাকলে...

১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০০

লেখোয়াড়. বলেছেন:
প্লিজ আর একটু পরিস্কার হতে চাই।

শারীরিক সমস্যা বলতে কি সমস্ত শরীর ব্যাথা, দুর্বল বা এরকম কিছু?
এমন হওয়ার কারণ ডাক্তার কি বললেন। অসুখটা কি ধরনের এব্যাপারে ডাক্তার কি বললেন।
এখন ভালর দিকে নিশ্চয়ই?

সরি, আমি বেশি জানতে চাচ্ছি মনে হয়।
এভাবে তো কোন দিন জানতে চাইনি সেজন্য দ্বিধা লাগছে।

২২| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০২

আরজু পনি বলেছেন:

আমার সমস্যার ফিরিস্তি শুনলে মানুষ হাসবে...
একবারতো ডাক্তার আমাকে পারকিনসনের ওষুধ দিয়েছিল...তারপর অন্য ডাক্তার সেটা বদলে বাঁচিয়েছে...এমন মজার মজার অভিজ্ঞতা হচ্ছে...
আমি আবার এসব থেকে একটা দু'টো গল্পও লিখে ফেলেছি...হাহাহাহা

১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

লেখোয়াড়. বলেছেন:
আচ্ছা, থাক মানুষের হেসে কাজ নেই।
আপনি শক্ত সমর্থ হয়ে উঠুন দ্রুত।

আপনার তো গল্প লেখার অভ্যাস আছে। গল্প দুটো পোস্ট দিয়ে দিন।
যদিও আপনার অনেক লেখায় আমি কথা বলিনি।

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:
টেস্ট কমেন্ট ৩

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

লেখোয়াড়. বলেছেন:
আমি ঠিক বুঝতে পারিনি টেস্ট কমেন্ট ৩ এর অর্থ।
তাহলে টেস্ট কমেন্ট ১ ও ২ কোথায়?

মাঝে মাঝে এমন ধান্দায় ফেলে দেন কেন?

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:
দূর্যোধন আর কালীদাসের ব্লগের মন্তব্য এবং আপনার এই পোস্ট করা মন্তব্য যা নিজেদের ব্লগের সাম্প্রতিক মন্তব্রের ঘরে দেখা যায় না...হয়তো এমন আরো অনেক ব্লগারের সমস্যা আছে...আমি কর্তৃপক্ষকে মেইল করেছিলাম বিশেষ করে আপনাদের এই তিনজনের পোস্টকে হাইলাইট করে ।
টেস্ট কমেন্ট দিয়েছিলাম নিজের কাছে প্রমান রাখার জন্যে...যা কর্তৃপক্ষকে জানিয়েছি তারিখ এবং সময় উল্লেখ করে ।

ধান্দায় ফেলিনি । আশা করি বুঝতে পেরেছেন ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

লেখোয়াড়. বলেছেন:
বুঝলাম। ধাঁধাঁ কেটে গেল।
আপনাতে ব্লগে তেমন দেখা যায় না।
মনে হয় ব্লগীয় সাইকো টান থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন।
অনেক আগে আপনাকে বলা আমার একটি কথা তাহলে সত্যি প্রমাণ করেছেন।

ধন্যবাদ।

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬

রুদ্র জাহেদ বলেছেন: চাই চাই... এরকম অনবদ্য কাব্য আরো চাই...

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

লেখোয়াড়. বলেছেন:
আপনি কে হে??

এই পোস্টে অনবদ্য কাব্য পেলেন কোথায়??
নাকি আন্দাজে কথা বললেন?

এটাতো আমার কথা। আমার নতুন করে নতুন নিকে ব্লগে উপস্থিতির কথা, তাহলে??
যাহোক, ধন্যবাদ।

২৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

রুদ্র জাহেদ বলেছেন: দুঃখিত এটার কথা বলিনি কবি।আপনার কাব্য পড়তে পড়তে এখানে এসে আরো কবিতা পড়তে পারব আগামীতে,এই প্রত্যাশার কথাই বললাম

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

লেখোয়াড়. বলেছেন:
দুঃখিত হওয়ার মত কিছু বলিনিতো রুদ্র!!
আপনার সাথে নতুন কথা বলছি তো তাই ওরকম মনে হতে পারে।

সামনের দিনগুলোতে কত লিখতে পারবো জানিনা। আমার উপরে অনেক চাপ।
তাই সে লেখাগুলো অনবদ্য হবে কিনা জানি না।

অনেক ধন্যবাদ বারবার এসে আমার সাথে কথা বলার জন্য।
আপনার পরিচয় জানতে চেয়েছিলাম।

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: আমি এ ব্লগে নতুন। আপনার সাথে বোধকরি এর আগে পরিচয় ঘটেনি। আজ আমার একটা কবিতায় আপনার প্রথম মন্তব্যটা পেয়ে ভাবলাম, আপনার প্রথম লেখাটা দেখে আসি। এটা আমি সচরাচরই করে থাকি। সেভাবেই এখানে এলাম।
আপনার আরও অনেক লেখা পড়ার আশা রাখছি।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

লেখোয়াড়. বলেছেন:
ধন্যবাদ, ধন্যবাদ।

আপনার জানার জন্য বলছি...........
আমার দুটো নিক, বর্তমান এইটি আর আগেরটি হলো http://www.somewhereinblog.net/blog/lekhoar, লেখোয়াড়।
বর্তমানটি "লেখোয়াড়." আর আগেরটি "লেখোয়াড়" পার্থক্য শুধু (.)

হা হা হা..... আশা করি আমার পুরানো ব্লগটিতেও যাবেন এবং পড়বেন।
তবে ওখানে কোন মন্তব্য করবেন না, কারণ ওখানে আমি লগইন হতে পারি না।

আবারো ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

এহসান সাবির বলেছেন: আপনার সাথে বোধকরি এর আগে পরিচয় ঘটেনি B-)) তবে আমার একজন খুব প্রিয় ব্লগার ছিলেন তার নাম ছিল "লেখোয়াড়" আর আপনার নাম দেখছি "লেখোয়াড়." পার্থক্য শুধু (.) B-)
প্রো পিক টাও একই রকম, কিন্তু উনি কি কারণে যেন আমার উপর নাখোশ হয়েছেন, আমার শুভেচ্ছার প্রতিউত্তরও উনি দেননি :(
কি আসে যায় তাতে...... উনাকে আমি লিখতেই থাকবো আর উনি ফিরে আসলে আপনার নামে ওনার কাছে নালিশ করব..
নামে যেহেতু পার্থক্য (.) কিন্তু প্রো পিকে কোন পার্থক্য নাই..... আপনি ওনার প্রো পিক ইউজ করেছেন এটা বলেই নালিশ করব B-))

৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

লেখোয়াড়. বলেছেন:
হুমমমমমমমমমমমমম
আপনার ওখানে বলে এসেছি সেই নালিশ।

শুভকামনা সাবির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.